ETV Bharat / state

শুভেন্দু অনুগামীদের বিজয়া সম্মিলনীর ব্যানার ও আমন্ত্রণপত্র ঘিরে জল্পনা পুরুলিয়ায়

author img

By

Published : Nov 1, 2020, 7:15 AM IST

আগামী 7 নভেম্বর শুভেন্দু অনুগামীদের বিজয়া সম্মিলী অনুষ্ঠিত হবে পুরুলিয়ায় । আমন্ত্রণপত্রের রঙে গেরুয়া-র ছোঁয়া রয়েছে ।

Purulia
বিজয়া সম্মেলনের ব্যানার ও আমন্ত্রণ পত্র ঘিরে জল্পনা পুরুলিয়ায়

পুরুলিয়া , 1 নভেম্বর : শুভেন্দু অধিকারীর অনুগামীদের বিজয়া সম্মিলনীর আগে তার আমন্ত্রণপত্র, ব্যানার ও শুভেন্দুর ছবি ঘিরে জল্পনা শুরু হয়েছে পুরুলিয়ায় । "আমরা দাদার অনুগামী" সংগঠনের পক্ষ থেকে আগামী 7 নভেম্বর বিজয়া সম্মিলনী অনুষ্ঠিত হবে । আর তাই শহরজুড়ে টাঙানো হয়েছে পোস্টার । তবে সম্মিলনীর আমন্ত্রণপত্রের নিচে লোগোয় রয়েছে শুভেন্দু অধিকারীর রাজস্থানি পাগড়ি পরা ছবি । এমনকী , আমন্ত্রণপত্রের রঙে গেরুয়া-র ছোঁয়া রয়েছে । '21-এর নির্বাচনের আগে পুরুলিয়া শহরজুড়ে শুভেন্দু অধিকারী অনুগামীদের এই আমন্ত্রণপত্র ও ব্যানারকে ঘিরেই শুরু হয়েছে জল্পনা ।

এই বিষয়ে পুরুলিয়া বিজয়া সম্মিলনীর আয়োজক তৃণমূল নেতা তথা শুভেন্দু অধিকারী অনুগামী গৌতম রায় জানান, "এটা সম্পূর্ণ অরাজনৈতিক অনুষ্ঠান । এতে রঙের কোনও সম্পর্ক নেই । সকল তৃণমূল নেতাকেই আমন্ত্রণ জানানো হবে । দেখা যাক কে কে আসে ।"

পুরুলিয়া শহর BJP-র নেতা সত্যজিৎ অধিকারী জানান, "গোটা পশ্চিমবঙ্গের মানুষ গেরুয়ায় ঝুঁকে পড়েছে । জননেত্রী বাদে সবাই সেটা বুঝতে পেরেছেন । এটা গেরুয়া ঝড়ের একটা আবির্ভাব ।"


মন্ত্রী শুভেন্দু অধিকারীকে ঘিরে বেশ কয়েক মাস ধরেই রাজ্য রাজনীতিতে জল্পনা শুরু হয়েছে । তিনি BJP-তে যোগ দিতে পারেন বলে রাজনৈতিক মহলে জল্পনা চলছে । তার মধ্যে বিজয়া সম্মিলনীর আমন্ত্রণপত্রের রং ও শুভেন্দুর ছবি জল্পনাকে আরও বাড়িয়ে দিয়েছে ।

পুরুলিয়া , 1 নভেম্বর : শুভেন্দু অধিকারীর অনুগামীদের বিজয়া সম্মিলনীর আগে তার আমন্ত্রণপত্র, ব্যানার ও শুভেন্দুর ছবি ঘিরে জল্পনা শুরু হয়েছে পুরুলিয়ায় । "আমরা দাদার অনুগামী" সংগঠনের পক্ষ থেকে আগামী 7 নভেম্বর বিজয়া সম্মিলনী অনুষ্ঠিত হবে । আর তাই শহরজুড়ে টাঙানো হয়েছে পোস্টার । তবে সম্মিলনীর আমন্ত্রণপত্রের নিচে লোগোয় রয়েছে শুভেন্দু অধিকারীর রাজস্থানি পাগড়ি পরা ছবি । এমনকী , আমন্ত্রণপত্রের রঙে গেরুয়া-র ছোঁয়া রয়েছে । '21-এর নির্বাচনের আগে পুরুলিয়া শহরজুড়ে শুভেন্দু অধিকারী অনুগামীদের এই আমন্ত্রণপত্র ও ব্যানারকে ঘিরেই শুরু হয়েছে জল্পনা ।

এই বিষয়ে পুরুলিয়া বিজয়া সম্মিলনীর আয়োজক তৃণমূল নেতা তথা শুভেন্দু অধিকারী অনুগামী গৌতম রায় জানান, "এটা সম্পূর্ণ অরাজনৈতিক অনুষ্ঠান । এতে রঙের কোনও সম্পর্ক নেই । সকল তৃণমূল নেতাকেই আমন্ত্রণ জানানো হবে । দেখা যাক কে কে আসে ।"

পুরুলিয়া শহর BJP-র নেতা সত্যজিৎ অধিকারী জানান, "গোটা পশ্চিমবঙ্গের মানুষ গেরুয়ায় ঝুঁকে পড়েছে । জননেত্রী বাদে সবাই সেটা বুঝতে পেরেছেন । এটা গেরুয়া ঝড়ের একটা আবির্ভাব ।"


মন্ত্রী শুভেন্দু অধিকারীকে ঘিরে বেশ কয়েক মাস ধরেই রাজ্য রাজনীতিতে জল্পনা শুরু হয়েছে । তিনি BJP-তে যোগ দিতে পারেন বলে রাজনৈতিক মহলে জল্পনা চলছে । তার মধ্যে বিজয়া সম্মিলনীর আমন্ত্রণপত্রের রং ও শুভেন্দুর ছবি জল্পনাকে আরও বাড়িয়ে দিয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.