পুরুলিয়া, 7 মে : সাধারণ মানুষকে সচেতন করতে পুরুলিয়ায় রাস্তায় নামলেন জেলা পুলিশ সুপার এস সেলভামুরুগান ৷ বিশেষ কাজে বাইরে বেরোলে মাস্ক পরে বা নাক-মুখ ঢেকে বেরোনোর পরামর্শ দেন তিনি ৷ রাস্তায় ভবঘুরেদের মাস্ক পরিয়ে সচেতনও করেন ৷ দুস্থদের মধ্যে খাদ্যসামগ্রী বিলিও করেন তিনি ৷
এখনও পর্যন্ত কোরোনামুক্ত রয়েছে পুরুলিয়া জেলা ৷ তবুও সচেতনতায় ঢিলেমি দিতে নারাজ পুলিশ-প্রশাসন ৷ সাধারণ মানুষকে গৃহবন্দী রাখতে জেলা পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে একাধিক উদ্যোগ ৷ রাস্তায় রাস্তায় বসানো হয়েছে পুলিশ পিকেট ৷ সীমান্ত এলাকায় চালানো হচ্ছে নজরদারি ৷ জেলাজুড়ে চলছে টহলদারি ৷ অকারণে রাস্তায় বেরোলে গ্রেপ্তারও করা হচ্ছে ৷ অন্যদিকে দুস্থদের দিকে সাহায্যের হাতও বাড়িয়ে দিয়েছে তারা ৷ রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়েছে ।
এবিষয়ে জেলা পুলিশ সুপার এস সেলভামুরুগান বলেন, "পুরুলিয়া জেলাবাসী আজ অনেকটাই সচেতন ৷ সাধারণ মানুষও পুলিশকে সহযোগিতা করছে ৷ আর তাই এখনও পর্যন্ত কোরোনা মুক্ত রয়েছে জেলা ৷ তবুও জেলা পুলিশের পক্ষ থেকে সকলকে অনুরোধ করা হচ্ছে অকারণে রাস্তায় না বেরোনোর জন্য ৷ বিশেষ কাজে রাস্তায় বেরোলে নাক-মুখ ঢেকে বেরোনোর অনুরোধ জানানো হচ্ছে ৷ "