ETV Bharat / state

Son Kills Father: বাবাকে খুনের অভিযোগে আটক ছেলে - ছেলের হাতে খুন বাবা

বাবাকে খুনের অভিযোগ ছেলের বিরুদ্ধে (Son Kills Father) ৷ আটক অভিযুক্ত ছেলে ৷ পারিবারিক অশান্তির জেরেই এই ঘটনা ৷ অনুমান পুলিশের ৷

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Nov 8, 2022, 10:52 PM IST

পুরুলিয়া, 8 নভেম্বর: পারিবারিক অশান্তির জেরে বাবাকে খুন করল ছেলে (Son Detained to Accused of Murder to Father)। হাড় হিম করা এই ঘটনাটি ঘটেছে পুরুলিয়ায় হুড়া থানা এলাকার সুইয়াডিতে ৷ মৃতের নাম বাবুলাল হেমব্রম (70) ৷ সোমবার রাতেই বৃদ্ধের মৃত দেহ উদ্ধার করেছে পুলিশ ৷

পুলিশ সূত্রে খবর, বৃদ্ধের দুই ছেলে ৷ সোমবার ছোট ছেলে সত্যপ্রিয় হেমব্রমের (30) সঙ্গে বচসার সময় ধারালো অস্ত্র দিয়ে বাবাকে চোখের নীচে আঘাত করেন ৷ অতিরিক্ত রক্ত ক্ষরণের জেরেই মৃত্যু হয় বৃদ্ধের (Son Kills Father) ৷

আরও পড়ুন: বারাসতে যুবককে পিটিয়ে খুন, অভিযোগের তীর শ্বশুরবাড়ির দিকে

পুরুলিয়া জেলা পুলিশ সুপার এস সেলভামুরুগণ বলেন, ‘‘আপাতদৃষ্টিতে ছেলের হাতে বাবা খুন হয়েছেন বলেই মনে হচ্ছে । তবে কেন এই খুন তা তদন্ত হলেই বলা সম্ভব হবে। মৃতের বড় ছেলে তপন কুমার হেমব্রমের অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত ছোট ছেলেকে গ্রেফতার করেছে ৷" এদিকে ছেলে হাতে বাবার খুনের ঘটনা প্রকাশ্য়ে আসতেই এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়েছে ৷

পুরুলিয়া, 8 নভেম্বর: পারিবারিক অশান্তির জেরে বাবাকে খুন করল ছেলে (Son Detained to Accused of Murder to Father)। হাড় হিম করা এই ঘটনাটি ঘটেছে পুরুলিয়ায় হুড়া থানা এলাকার সুইয়াডিতে ৷ মৃতের নাম বাবুলাল হেমব্রম (70) ৷ সোমবার রাতেই বৃদ্ধের মৃত দেহ উদ্ধার করেছে পুলিশ ৷

পুলিশ সূত্রে খবর, বৃদ্ধের দুই ছেলে ৷ সোমবার ছোট ছেলে সত্যপ্রিয় হেমব্রমের (30) সঙ্গে বচসার সময় ধারালো অস্ত্র দিয়ে বাবাকে চোখের নীচে আঘাত করেন ৷ অতিরিক্ত রক্ত ক্ষরণের জেরেই মৃত্যু হয় বৃদ্ধের (Son Kills Father) ৷

আরও পড়ুন: বারাসতে যুবককে পিটিয়ে খুন, অভিযোগের তীর শ্বশুরবাড়ির দিকে

পুরুলিয়া জেলা পুলিশ সুপার এস সেলভামুরুগণ বলেন, ‘‘আপাতদৃষ্টিতে ছেলের হাতে বাবা খুন হয়েছেন বলেই মনে হচ্ছে । তবে কেন এই খুন তা তদন্ত হলেই বলা সম্ভব হবে। মৃতের বড় ছেলে তপন কুমার হেমব্রমের অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত ছোট ছেলেকে গ্রেফতার করেছে ৷" এদিকে ছেলে হাতে বাবার খুনের ঘটনা প্রকাশ্য়ে আসতেই এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.