ETV Bharat / state

পুরুলিয়ায় মিড ডে মিলের খিচুড়িতে সাপ - রঘুনাথপুর মহকুমার গোপীনাথপুর গ্রামের 1 নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্র

পুরুলিয়ার রঘুনাথপুর মহকুমার গোপীনাথপুর গ্রামের 1 নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে প্রতিদিনে মতো গতকালও পড়ুয়ারা খিচুড়ি খেতে যায় ৷ বাচ্চাদের জন্য খিচুড়ি রান্না করে রেখেছিলেন ICDS-র কর্মীরা ৷ শিশুদের খাবার দিতে গিয়ে একজনের পাতে খিচুরির সঙ্গে একটি সাপ পড়ে যায় ৷

পুরুলিয়ায় মিড ডে মিলের খিচুড়িতে সাপ
author img

By

Published : Nov 10, 2019, 2:55 AM IST

Updated : Nov 11, 2019, 5:26 AM IST

পুরুলিয়া, 10 নভেম্বর : ICDS কেন্দ্রে মিড ডে মিলের খিচুড়িতে মিলল সাপ ৷ সাপটি দেখার আগে কয়েকজন শিশু সেই খাবার খেয়ে ফেলে ৷ সঙ্গে সঙ্গে অসুস্থ হয়ে পড়ে তারা ৷ তড়িঘড়ি তাদের নিয়ে যাওয়া হয় প্রাথমিক চিকিৎসাকেন্দ্রে ৷ অনেকে আতঙ্কে বাড়ি চলে যায় ৷ ঘটনা ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা ছড়ায় ৷

পুরুলিয়ার রঘুনাথপুর মহকুমার গোপীনাথপুর গ্রামের 1 নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে প্রতিদিনে মতো গতকালও পড়ুয়ারা খিচুড়ি খেতে যায় ৷ বাচ্চাদের জন্য খিচুড়ি রান্না করে রেখেছিলেন ICDS-র কর্মীরা ৷ শিশুদের খাবার দিতে গিয়ে একজনের পাতে খিচুরির সঙ্গে একটি সাপ পড়ে যায় ৷ তা দেখে ভয়ে চিৎকার শুরু করে তারা ৷ আতঙ্কে অনেকে উঠে সেখান থেকে পালিয়ে যায় ৷

দেখুন ভিডিয়ো

শিশুদের থেকে ঘটনার কথা শুনে ঘটনাস্থানে আসেন অভিভাবকরা ৷ রান্নার দায়িত্বে থাকা কর্মীদের ঘিরে বিক্ষোভ শুরু দেখান তাঁরা ৷ গোপীনাথপুর সংখ্যালঘু সেলের সভাপতি জাকির আনসারি ও এলাকার বাসিন্দা মনিরুদ্দিন আনসারির অভিযোগ, "অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী রান্নার দায়িত্বে থাকা সুমিতা সিনহা মুখোপাধ্যায় ও কর্মী সুমিতা দেবীর গাফিলতির জেরেই এই ঘটনা ঘটেছে ৷ কারণ প্রতিদিনই দেখা যায়, খাবার উনুনের উপর চাপিয়ে দিয়ে তাঁরা গল্পে মেতে থাকেন ৷ খাবার খোলা অবস্থাতেই রেখে দেন তাঁরা ৷ অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে বেঁচে গিয়েছে শিশুরা ৷" এই ঘটনায় ICDS কর্মীদের শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা ।

পুরুলিয়া, 10 নভেম্বর : ICDS কেন্দ্রে মিড ডে মিলের খিচুড়িতে মিলল সাপ ৷ সাপটি দেখার আগে কয়েকজন শিশু সেই খাবার খেয়ে ফেলে ৷ সঙ্গে সঙ্গে অসুস্থ হয়ে পড়ে তারা ৷ তড়িঘড়ি তাদের নিয়ে যাওয়া হয় প্রাথমিক চিকিৎসাকেন্দ্রে ৷ অনেকে আতঙ্কে বাড়ি চলে যায় ৷ ঘটনা ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা ছড়ায় ৷

পুরুলিয়ার রঘুনাথপুর মহকুমার গোপীনাথপুর গ্রামের 1 নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে প্রতিদিনে মতো গতকালও পড়ুয়ারা খিচুড়ি খেতে যায় ৷ বাচ্চাদের জন্য খিচুড়ি রান্না করে রেখেছিলেন ICDS-র কর্মীরা ৷ শিশুদের খাবার দিতে গিয়ে একজনের পাতে খিচুরির সঙ্গে একটি সাপ পড়ে যায় ৷ তা দেখে ভয়ে চিৎকার শুরু করে তারা ৷ আতঙ্কে অনেকে উঠে সেখান থেকে পালিয়ে যায় ৷

দেখুন ভিডিয়ো

শিশুদের থেকে ঘটনার কথা শুনে ঘটনাস্থানে আসেন অভিভাবকরা ৷ রান্নার দায়িত্বে থাকা কর্মীদের ঘিরে বিক্ষোভ শুরু দেখান তাঁরা ৷ গোপীনাথপুর সংখ্যালঘু সেলের সভাপতি জাকির আনসারি ও এলাকার বাসিন্দা মনিরুদ্দিন আনসারির অভিযোগ, "অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী রান্নার দায়িত্বে থাকা সুমিতা সিনহা মুখোপাধ্যায় ও কর্মী সুমিতা দেবীর গাফিলতির জেরেই এই ঘটনা ঘটেছে ৷ কারণ প্রতিদিনই দেখা যায়, খাবার উনুনের উপর চাপিয়ে দিয়ে তাঁরা গল্পে মেতে থাকেন ৷ খাবার খোলা অবস্থাতেই রেখে দেন তাঁরা ৷ অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে বেঁচে গিয়েছে শিশুরা ৷" এই ঘটনায় ICDS কর্মীদের শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা ।

Intro:পুরুলিয়া : আইসিডিএস কেন্দ্রে মিড-ডে-মিলের খিচুড়িতে সাপ l আর সেই খাবার শিশুদের পাতে পড়তেই ভয়ে চিৎকার করে ওঠে এক শিশু, ভয়ে বাড়িও পালিয়ে গিয়ে বাড়ির লোকজনকে সেই কথা জানায় l ঘটনার আগেই কয়েকটি শিশু সেই খাবার খেয়ে ফেলে l সঙ্গে সঙ্গে অসুস্থ হয়ে পড়ে তারা l তড়িঘড়ি তাদের নিয়ে যাওয়া প্রাথমিক চিকিৎসাকেন্দ্রে l ঘটনা জানাজানি হতেই ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় l ঘটনায় অল্পের জন্য প্রাণে বাঁচলো শিশুরা l বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা l ঘটনা পুরুলিয়া জেলার রঘুনাথপুর মহকুমার গোপীনাথপুর গ্রামে l মুসলিম প্রধান এই গ্রামটির 1 নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এদিন ছোট ছোট ছেলেমেয়েদের জন্য খিচুড়ি রান্না করা হয় l আর সেই খাবার শিশুদের থালায় পড়তেই নজরে আসে শিশুদের l ভয়ে চিৎকার করে তারা l এরপরই অভিভাবকেরা ওই আইসিডিএস কেন্দ্রে গিয়ে রান্নার দায়িত্বে থাকা আইসিডিএস কর্মীদের ঘিরে বিক্ষোভ দেখান l Body:গোপীনাথপুর সংখ্যালঘু সেলের সভাপতি জাকির আনসারি এবং এলাকার বাসিন্দা মনিরুদ্দিন আনসারির অভিযোগ, "অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী রান্নার দায়িত্বে থাকা সুমিতা সিনহা মুখোপাধ্যায় ও কর্মী সুমিতা দেবীর গাফিলতির জেরেই এই ঘটনা ঘটেছে l কারণ প্রতিদিনই দেখা যায় খাবার উনুনের উপর চাপিয়ে দিয়ে তারা যেযার কাজ করে বেড়ান, গল্পে মেতে থাকেন l খাবার আঢাকাই রেখে দেন তারা l এর জেরেই এই ঘটনা ঘটেছে l এর ফলে বড়োসড়ো ঘটনা থেকে অল্পের জন্য বেঁচে গিয়েছে শিশুরা l" ঘটনায় তাদের চরমতম শাস্তির দাবি জানিয়েছেন গোটা পাড়ার মানুষ lConclusion:পুরুলিয়া
Last Updated : Nov 11, 2019, 5:26 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.