ETV Bharat / state

Purulia Robbery : ঝালদায় ডাকাতির ঘটনায় চাঞ্চল্য, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন - পুরুলিয়ায় ডাকাতি

গৃহস্থের বাড়িতে লক্ষাধিক ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়াল (Purulia Robbery) পুরুলিয়ার ঝালদা শহরে ৷ এতে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে ৷ আতঙ্কিত এলাকাবাসী ৷

Purulia Robbery news
ঝালদায় ডাকাতির ঘটনায় চাঞ্চল্য
author img

By

Published : Jun 14, 2022, 8:33 AM IST

পুরুলিয়া, 13 জুন : একের পর এক চুরির ঘটনা ঘটে চলেছে ৷ রাতে পুলিশের নৈশপ্রহরী গাড়ি টহল দিলেও সমস্যা মেটেনি পুরুলিয়ার ঝালদা শহর লাগোয়া (Purulia Robbery) মসিনা, দঁড়দা-সহ একাধিক এলাকায় । রবিবার মধ্যরাতে ফের ভয়াবহ ডাকাতি হয় ঝালদা-ব্রজপুর রাস্তায় গোলা রোডের (ঝালদা ব্লক থেকে যার দূরত্ব মাত্র 500 মিটার) প্রয়াত চিকিৎসক ডাঃ ভগীরথ মাহাতোর বাড়িতে ।

মৃত ভগীরথ স্ত্রী প্রতিমা মঞ্জুরি মাহাতোও চিকিৎসক । বাড়ির কাছেই স্বামীর চেম্বারে তিনি এখন প্রাইভেট প্র্যাকটিস করেন । তাঁদের একটি পেট্রল পাম্প আছে । সেটি দেখাশোনা করেন তাঁর ছেলে অভেদানন্দ মাহাতো । একমাত্র মেয়ে নিবেদিতা আমেরিকা-প্রবাসী । ক'দিন আগে তিনি মায়ের সঙ্গে দেখা করতে বাড়িতে এসেছেন ।

ঝালদায় ডাকাতির ঘটনায় চাঞ্চল্য

আরও পড়ুন : সশস্ত্র ডাকাতদলের হামলা সেনাকর্মীর বাড়িতে, আক্রান্ত বৃদ্ধ বাবা-মা

রবিবার রাত প্রায় 12টা 48 মিনিট নাগাদ 6 জন সশস্ত্র দুষ্কৃতী মুখ ঢাকা অবস্থায় ওই বাড়িতে হামলা চালায় । তারা বাংলা এবং হিন্দি ভাষায় নিজেদের মধ্যে কথা বলছিল । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়ির পিছনের দিকের কোলাপসিবল গেটের তালা ভেঙে তারা ভিতরে ঢোকে ৷ এরপর ঘরের পিছনের সিঁড়ি দিয়ে উপরে উঠে যায় । সেখানে প্রথমে অভেদানন্দ মাহাতোর মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে তাঁর মা ও দিদিকে ভয় দেখায় এবং তাঁদের সকলকে একটি ঘরে বন্দি করে বাইরে থেকে ছিটকিনি লাগিয়ে দেয় । এরপর প্রায় 45 মিনিট ধরে লুঠপাট চালিয়ে তড়িঘড়ি এলাকা থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা ।

পরিবার সূত্রে জানা গিয়েছে, নগদ প্রায় লক্ষাধিক টাকা এবং সোনার গয়না ডাকাতি করেছে দুষ্কৃতীরা । সোমবার সকালে পরিবারের পক্ষ থেকে ঝালদা থানায় অভিযোগ দায়ের করা হয় । এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে । গত কয়েকদিনে ঝালদা এলাকায় বেশ কিছু চুরির ঘটনা ঘটলেও পুলিশ, প্রশাসনের টনক নড়েনি বলে অভিযোগ এলাকাবাসীর । সাধারণ মানুষ তাদের নিরাপত্তা নিয়েও দুশ্চিন্তায় ৷

পুরুলিয়া, 13 জুন : একের পর এক চুরির ঘটনা ঘটে চলেছে ৷ রাতে পুলিশের নৈশপ্রহরী গাড়ি টহল দিলেও সমস্যা মেটেনি পুরুলিয়ার ঝালদা শহর লাগোয়া (Purulia Robbery) মসিনা, দঁড়দা-সহ একাধিক এলাকায় । রবিবার মধ্যরাতে ফের ভয়াবহ ডাকাতি হয় ঝালদা-ব্রজপুর রাস্তায় গোলা রোডের (ঝালদা ব্লক থেকে যার দূরত্ব মাত্র 500 মিটার) প্রয়াত চিকিৎসক ডাঃ ভগীরথ মাহাতোর বাড়িতে ।

মৃত ভগীরথ স্ত্রী প্রতিমা মঞ্জুরি মাহাতোও চিকিৎসক । বাড়ির কাছেই স্বামীর চেম্বারে তিনি এখন প্রাইভেট প্র্যাকটিস করেন । তাঁদের একটি পেট্রল পাম্প আছে । সেটি দেখাশোনা করেন তাঁর ছেলে অভেদানন্দ মাহাতো । একমাত্র মেয়ে নিবেদিতা আমেরিকা-প্রবাসী । ক'দিন আগে তিনি মায়ের সঙ্গে দেখা করতে বাড়িতে এসেছেন ।

ঝালদায় ডাকাতির ঘটনায় চাঞ্চল্য

আরও পড়ুন : সশস্ত্র ডাকাতদলের হামলা সেনাকর্মীর বাড়িতে, আক্রান্ত বৃদ্ধ বাবা-মা

রবিবার রাত প্রায় 12টা 48 মিনিট নাগাদ 6 জন সশস্ত্র দুষ্কৃতী মুখ ঢাকা অবস্থায় ওই বাড়িতে হামলা চালায় । তারা বাংলা এবং হিন্দি ভাষায় নিজেদের মধ্যে কথা বলছিল । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়ির পিছনের দিকের কোলাপসিবল গেটের তালা ভেঙে তারা ভিতরে ঢোকে ৷ এরপর ঘরের পিছনের সিঁড়ি দিয়ে উপরে উঠে যায় । সেখানে প্রথমে অভেদানন্দ মাহাতোর মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে তাঁর মা ও দিদিকে ভয় দেখায় এবং তাঁদের সকলকে একটি ঘরে বন্দি করে বাইরে থেকে ছিটকিনি লাগিয়ে দেয় । এরপর প্রায় 45 মিনিট ধরে লুঠপাট চালিয়ে তড়িঘড়ি এলাকা থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা ।

পরিবার সূত্রে জানা গিয়েছে, নগদ প্রায় লক্ষাধিক টাকা এবং সোনার গয়না ডাকাতি করেছে দুষ্কৃতীরা । সোমবার সকালে পরিবারের পক্ষ থেকে ঝালদা থানায় অভিযোগ দায়ের করা হয় । এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে । গত কয়েকদিনে ঝালদা এলাকায় বেশ কিছু চুরির ঘটনা ঘটলেও পুলিশ, প্রশাসনের টনক নড়েনি বলে অভিযোগ এলাকাবাসীর । সাধারণ মানুষ তাদের নিরাপত্তা নিয়েও দুশ্চিন্তায় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.