ETV Bharat / state

ভিন রাজ্য থেকে পুরুলিয়ায় আসা রেলযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা

ভিল্লুপুরম-পুরুলিয়া সুপার ফাস্ট একপ্রেস ট্রেনে আসা 80 জন রেলযাত্রীদের পুরুলিয়া রেল স্টেশন থেকে বেরোনোর মুখে যাত্রীদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হয় ৷ এদের মধ্যে 26 জনকে স্পেশাল বাসে করে পুরুলিয়া সদর হাসপাতালে নিয়ে আনা হয় ৷ সেখানে তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করা হয় ৷ এঁদের মধ্যে 12 জন জ্বর-কাশি সহ বিভিন্ন উপসর্গ রয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর ৷

return peoples from other states were health checkup in Purulia
ভিন রাজ্য থেকে পুরুলিয়ায় আসা রেলযাত্রীদের হল স্বাস্থ্য পরীক্ষা
author img

By

Published : Mar 23, 2020, 11:54 AM IST

পুরুলিয়া, 23 মার্চ : ভিন রাজ্য থেকে পুরুলিয়ায় আসা প্রায় 80 জন রেলযাত্রীদের করানো হল স্বাস্থ্য পরীক্ষা ৷ গতকাল গভীর রাতে পুরুলিয়া স্টেশনে ভিল্লুপুরম-পুরুলিয়া সুপার ফাস্ট একপ্রেস ট্রেনে এসে পৌঁছায় তারা ৷ পুরুলিয়া রেল স্টেশন থেকে বেরোনোর মুখে যাত্রীদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হয় ৷ এদের মধ্যে 26 জনকে স্পেশাল বাসে করে পুরুলিয়া সদর হাসপাতালে নিয়ে আনা হয় ৷ সেখানে তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয় ৷ এদের মধ্যে 12 জন জ্বর-কাশি সহ বিভিন্ন উপসর্গ রয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর ৷ তাদের হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি রেখে বাকিদের ছেড়ে দেওয়া হয় ৷

জানা গেছে, এদিন ভিল্লুপুরম-পুরুলিয়া সুপার ফাস্ট একপ্রেস ট্রেনটি পুরুলিয়া ঢুকতেই স্টেশনের বাইরে স্বাস্থ্য দপ্তরের একটি বিশেষ টিম ভিন রাজ্য থেকে আসা ব্যক্তিদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করে ৷ সেখান থেকে তাদের মধ্যে 26 জনকে তাঁদের স্পেশাল বাসে করে পুরুলিয়া সদর হাসপাতালে পাঠানো হয় ৷ পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে তাদের আবার স্বাস্থ্য পরীক্ষা করা হয় হাসপাতালে ৷ 12 জনের মধ্যে জ্বর-কাশি সহ বিভিন্ন উপসর্গ রয়েছে চিকিৎসকেরা জানান ৷ 12 জনের চিকিৎসা করা হয় হাসপাতাল ৷ বাকিদের স্পেশাল বাসে করেই মধ্য রাতে বাড়ি ছেড়ে দেওয়া হয় ৷

ভিন রাজ্য থেকে পুরুলিয়ায় আসা রেলযাত্রীদের হল স্বাস্থ্য পরীক্ষা

এদিন গভীর রাতে স্বাস্থ্যকর্মীদের সাথে হাত মেলান পুরুলিয়া শহরবাসী তথা কাউন্সিলর বিভাসরঞ্জন দাস ৷ তিনি বলেন, ‘‘কোরোনা সংক্রমণের বিরুদ্ধে সকলকেই একজোট হয়ে লড়াইয়ে নামতে হবে ৷ কেন্দ্র ও রাজ্য যা যা পদক্ষেপ করছেন তা খুবই ভালো ৷ ভিন রাজ্য থেকে আসা 26 জনকে পুরুলিয়া রেলস্টেশন থেকে স্পেশাল বাসে করে পুরুলিয়া সদর হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষার জন্য আনা হয় ৷ আমরা রেল ও স্বাস্থ্য দপ্তরের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি ৷’’

পুরুলিয়া, 23 মার্চ : ভিন রাজ্য থেকে পুরুলিয়ায় আসা প্রায় 80 জন রেলযাত্রীদের করানো হল স্বাস্থ্য পরীক্ষা ৷ গতকাল গভীর রাতে পুরুলিয়া স্টেশনে ভিল্লুপুরম-পুরুলিয়া সুপার ফাস্ট একপ্রেস ট্রেনে এসে পৌঁছায় তারা ৷ পুরুলিয়া রেল স্টেশন থেকে বেরোনোর মুখে যাত্রীদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হয় ৷ এদের মধ্যে 26 জনকে স্পেশাল বাসে করে পুরুলিয়া সদর হাসপাতালে নিয়ে আনা হয় ৷ সেখানে তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয় ৷ এদের মধ্যে 12 জন জ্বর-কাশি সহ বিভিন্ন উপসর্গ রয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর ৷ তাদের হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি রেখে বাকিদের ছেড়ে দেওয়া হয় ৷

জানা গেছে, এদিন ভিল্লুপুরম-পুরুলিয়া সুপার ফাস্ট একপ্রেস ট্রেনটি পুরুলিয়া ঢুকতেই স্টেশনের বাইরে স্বাস্থ্য দপ্তরের একটি বিশেষ টিম ভিন রাজ্য থেকে আসা ব্যক্তিদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করে ৷ সেখান থেকে তাদের মধ্যে 26 জনকে তাঁদের স্পেশাল বাসে করে পুরুলিয়া সদর হাসপাতালে পাঠানো হয় ৷ পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে তাদের আবার স্বাস্থ্য পরীক্ষা করা হয় হাসপাতালে ৷ 12 জনের মধ্যে জ্বর-কাশি সহ বিভিন্ন উপসর্গ রয়েছে চিকিৎসকেরা জানান ৷ 12 জনের চিকিৎসা করা হয় হাসপাতাল ৷ বাকিদের স্পেশাল বাসে করেই মধ্য রাতে বাড়ি ছেড়ে দেওয়া হয় ৷

ভিন রাজ্য থেকে পুরুলিয়ায় আসা রেলযাত্রীদের হল স্বাস্থ্য পরীক্ষা

এদিন গভীর রাতে স্বাস্থ্যকর্মীদের সাথে হাত মেলান পুরুলিয়া শহরবাসী তথা কাউন্সিলর বিভাসরঞ্জন দাস ৷ তিনি বলেন, ‘‘কোরোনা সংক্রমণের বিরুদ্ধে সকলকেই একজোট হয়ে লড়াইয়ে নামতে হবে ৷ কেন্দ্র ও রাজ্য যা যা পদক্ষেপ করছেন তা খুবই ভালো ৷ ভিন রাজ্য থেকে আসা 26 জনকে পুরুলিয়া রেলস্টেশন থেকে স্পেশাল বাসে করে পুরুলিয়া সদর হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষার জন্য আনা হয় ৷ আমরা রেল ও স্বাস্থ্য দপ্তরের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.