পুরুলিয়া, 28 সেপ্টেম্বর : কোরোনা পরিস্থিতিতে সরকারি নির্দেশিকা অনুযায়ী 19 মার্চ থেকে বন্ধ ছিল পুরুলিয়া শহরের ঐতিহ্যবাহী সুভাষ উদ্যান । অবশেষে দীর্ঘ অপেক্ষার পর সরকারি নির্দেশ মেনে খুলল বন বিভাগের এই উদ্যান । তবে মাস্ক পরে উদ্যানে প্রবেশ করতে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, যত্রতত্ৰ পান বা গুটখার পিক ফেলা যাবে না ইত্যাদি একাধিক নির্দেশিকা জারি করেছে বন বিভাগ কর্তৃপক্ষ । অন্যদিকে উদ্যান খোলার খবরে খুশি আট থেকে আশি সকলেই ।
উদ্যানের দেখভালের দায়িত্বে থাকা বনকর্মী লোকনাথ সিংদেও বলেন, "সরকারি নির্দেশিকা অনুযায়ী প্রায় 7 মাস পর পুরুলিয়া সুভাষ উদ্যানের দরজা খোলা হল সাধারণ মানুষের জন্য । কোরোনা পরিস্থিতির কারণে উদ্যানে প্রবেশের ক্ষেত্রে মাস্ক ব্যবহারসহ স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশিকা রয়েছে । তবে এই মুহূর্তে দর্শনার্থীদের সংখ্যা খুবই কম । সাধারণ দিনগুলিতে প্রতিদিন প্রায় 400-500-র বেশি মানুষের ভিড় থাকত এই উদ্যানে । সেই জায়গায় বর্তমান পরিস্থিতিতে 30-50 জন মানুষ আসছেন ।"