ETV Bharat / state

Puruluia Incident: রাউরকেল্লার যুবক তলিয়ে গেল পুরুলিয়ায় নদীতে

রাত পর্যন্ত তল্লাশি অভিযান চালিয়ে এখনও পর্যন্ত ওই যুবকের সন্ধান মেলেনি। রাতে উদ্ধার কাজ স্থগিত রাখা হয়। এরপর সকাল থেকেই ফের যুবকের খোঁজে তল্লাশি চলছে (Boy Drowned in Purulia ) ।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Sep 19, 2022, 7:54 AM IST

পুরুলিয়া, 19 সেপ্টেম্বর: বরাবাজার থানার ফতেপুর নদীঘাটে স্নান করতে নেমে তলিয়ে গেল এক যুবক। জানা গিয়েছে, মানজার ইমাম নামে বছর কুড়ির ওই যুবক ফতেপুর গ্রামে আত্মীয় বাড়ি এসেছিল। তার বাড়ি রাউরকেল্লায়। রবিবার দুপুরে স্নান করতে নেমে তলিয়ে যায় সে (Boy Drowned in Purulia)।

স্থানীয় বরাবাজার থানার পুলিশ, বিপর্যয় মোকাবিলা বাহিনী থেকে শুরু করে পুরুলিয়া জেলা সদর থেকে ঘটনাস্থলে যায় সিভিল ডিফেন্সের দলও। তবে রাত পর্যন্ত তল্লাশি অভিযান চালিয়ে এখনও পর্যন্ত ওই যুবকের সন্ধান মেলেনি। রাতে উদ্ধার কাজ স্থগিত রাখা হয়। এরপর সকাল থেকেই ফের যুবকের খোঁজে তল্লাশি চলছে ।

আরও পড়ুন: নিম্নচাপের প্রভাবে রাজ্যজুড়ে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস

স্থানীয়রা জানিয়েছেন, বর্ষার সময় কুমারী নদীতে জলের গভীরতা যথেষ্ঠ বেশি থাকে। যুবকটি স্থানীয় নন বলে জলের গভীরতা আন্দাজ করতে পারেন নি। আর তার জেরেই এই ঘটনা ।

পুরুলিয়া, 19 সেপ্টেম্বর: বরাবাজার থানার ফতেপুর নদীঘাটে স্নান করতে নেমে তলিয়ে গেল এক যুবক। জানা গিয়েছে, মানজার ইমাম নামে বছর কুড়ির ওই যুবক ফতেপুর গ্রামে আত্মীয় বাড়ি এসেছিল। তার বাড়ি রাউরকেল্লায়। রবিবার দুপুরে স্নান করতে নেমে তলিয়ে যায় সে (Boy Drowned in Purulia)।

স্থানীয় বরাবাজার থানার পুলিশ, বিপর্যয় মোকাবিলা বাহিনী থেকে শুরু করে পুরুলিয়া জেলা সদর থেকে ঘটনাস্থলে যায় সিভিল ডিফেন্সের দলও। তবে রাত পর্যন্ত তল্লাশি অভিযান চালিয়ে এখনও পর্যন্ত ওই যুবকের সন্ধান মেলেনি। রাতে উদ্ধার কাজ স্থগিত রাখা হয়। এরপর সকাল থেকেই ফের যুবকের খোঁজে তল্লাশি চলছে ।

আরও পড়ুন: নিম্নচাপের প্রভাবে রাজ্যজুড়ে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস

স্থানীয়রা জানিয়েছেন, বর্ষার সময় কুমারী নদীতে জলের গভীরতা যথেষ্ঠ বেশি থাকে। যুবকটি স্থানীয় নন বলে জলের গভীরতা আন্দাজ করতে পারেন নি। আর তার জেরেই এই ঘটনা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.