ETV Bharat / state

Rath Yatra 2022: 190 বছর পর কেশরগড়ে গড়াল পঞ্চকোটদের রথের চাকা

author img

By

Published : Jul 2, 2022, 12:13 PM IST

190 বছর পর পঞ্চকোট রাজ পরিবারের রথযাত্রা আবারও শুরু হল (After 190 Years Keshargarh Rath Yatra Start Again in Purulia) ৷ পুরুলিয়ার কেশরগড়ের এই রথযাত্রা (Rath Yatra 2022) 1832 সালে বন্ধ হয়ে যায় ৷ সেই রথযাত্রাই স্থানীয়রা ফের শুরু করলেন ৷

Rath Yatra 2022 After 190 Years Keshargarh Rath Yatra Start Again in Purulia
Rath Yatra 2022 After 190 Years Keshargarh Rath Yatra Start Again in Purulia

পুরুলিয়া, 2 জুলাই: পুরুলিয়ার হুড়া থানা এলাকার কেশরগড়ে 190 বছর পর গড়াল রথের চাকা (After 190 Years Keshargarh Rath Yatra Start Again in Purulia) ৷ এই কেশরগড় পঞ্চকোট রাজ পরিবারের রাজধানী ছিল ৷ আর রথযাত্রার সূচনায় দেখা গেল ভক্তদের উপচে পড়া ভিড় ৷ যা শুরু হয়েছিল 1793 সালে পঞ্চকোট রাজ পরিবারের হাতে ৷ 1832 সালে পঞ্চকোট রাজ পরিবার কেশরগড় ছেড়ে চলে গেলে, রথযাত্রা বন্ধ হয়ে যায় ৷ সেই রথযাত্রাই ফের শুরু হল ৷ অন্যদিকে, পুরুলিয়ার টামনায় চাকলতোড়েও এবছর থেকে শুরু হল রথযাত্রার উৎসব ৷ এই রথযাত্রার (Rath Yatra 2022) সূচনাও এদিন পঞ্চকোট রাজ পরিবারের সদস্য অমিতলাল সিং দেও শুরু করলেন ৷

কেশরগড়ের রথের দড়ি টানতে অসংখ্য ভক্ত ভিড় করেছিলেন ৷ এই রথযাত্রার ইতিহাস নিয়ে অন্যতম উদ্যোক্তা বঙ্কিম চক্রবর্তী জানান, 1973-1832 সাল পর্যন্ত কেশরগড় পঞ্চকোট রাজ পরিবারের রাজধানী ছিল ৷ সেখানে 1793 সালের পর এই রথযাত্রার সূচনা করেন রাজা ভারত কিশোর ৷ 1832 সালের পর রাজ পরিবার কাশিপুর চলে যায় ৷ তখন থেকেই রথযাত্রা বন্ধ হয়ে যায় ৷ এবার কেশরগড়ের বাসিন্দারাই সেই রথযাত্রার সূচনা করলেন ৷ পঞ্চকোট রাজ পরিবারের বর্তমান সদস্যদের হাতেই এর সূচনা করা হয় ৷ পুরী থেকে এই রথ আনিয়েছেন রাজ পরিবারের সদস্যরাই ৷

কেশরগড়ে গড়াল পঞ্চকোটদের রথের চাকা

আরও পড়ুন: Kolkata ISKCON Rath Yatra 2022: কলকাতার ইসকনে রথযাত্রার সূচনায় মুখ্যমন্ত্রী

অন্যদিকে, পুরুলিয়ার টামনার চাকলতোড়ে এই পঞ্চকোট রাজ পরিবারের সদস্যরাই আরও একটি রথযাত্রার সূচনা করল ৷ চাকলতোড় গ্রামের বাসিন্দা রাজ পরিবারের সদস্য অমিতলাল সিং দেও শুক্রবার রাজবেশে জগন্নাথ মন্দিরে পুজো দিয়ে রথযাত্রার সূচনা করেন ৷ তিনি নিজে রাস্তা ঝাঁট দেন রথযাত্রার জন্য ৷ এই রথযাত্রার সূচনা হয় চাকলতোড় মিশ্র পাড়ার জগন্নাথ মন্দির থেকে ৷ সেখান থেকে ছাতা মাঠে রথ রাখা হয়েছে ৷ উলটোরথের দিন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা এখান থেকে বাড়ি ফিরবেন ৷

পুরুলিয়া, 2 জুলাই: পুরুলিয়ার হুড়া থানা এলাকার কেশরগড়ে 190 বছর পর গড়াল রথের চাকা (After 190 Years Keshargarh Rath Yatra Start Again in Purulia) ৷ এই কেশরগড় পঞ্চকোট রাজ পরিবারের রাজধানী ছিল ৷ আর রথযাত্রার সূচনায় দেখা গেল ভক্তদের উপচে পড়া ভিড় ৷ যা শুরু হয়েছিল 1793 সালে পঞ্চকোট রাজ পরিবারের হাতে ৷ 1832 সালে পঞ্চকোট রাজ পরিবার কেশরগড় ছেড়ে চলে গেলে, রথযাত্রা বন্ধ হয়ে যায় ৷ সেই রথযাত্রাই ফের শুরু হল ৷ অন্যদিকে, পুরুলিয়ার টামনায় চাকলতোড়েও এবছর থেকে শুরু হল রথযাত্রার উৎসব ৷ এই রথযাত্রার (Rath Yatra 2022) সূচনাও এদিন পঞ্চকোট রাজ পরিবারের সদস্য অমিতলাল সিং দেও শুরু করলেন ৷

কেশরগড়ের রথের দড়ি টানতে অসংখ্য ভক্ত ভিড় করেছিলেন ৷ এই রথযাত্রার ইতিহাস নিয়ে অন্যতম উদ্যোক্তা বঙ্কিম চক্রবর্তী জানান, 1973-1832 সাল পর্যন্ত কেশরগড় পঞ্চকোট রাজ পরিবারের রাজধানী ছিল ৷ সেখানে 1793 সালের পর এই রথযাত্রার সূচনা করেন রাজা ভারত কিশোর ৷ 1832 সালের পর রাজ পরিবার কাশিপুর চলে যায় ৷ তখন থেকেই রথযাত্রা বন্ধ হয়ে যায় ৷ এবার কেশরগড়ের বাসিন্দারাই সেই রথযাত্রার সূচনা করলেন ৷ পঞ্চকোট রাজ পরিবারের বর্তমান সদস্যদের হাতেই এর সূচনা করা হয় ৷ পুরী থেকে এই রথ আনিয়েছেন রাজ পরিবারের সদস্যরাই ৷

কেশরগড়ে গড়াল পঞ্চকোটদের রথের চাকা

আরও পড়ুন: Kolkata ISKCON Rath Yatra 2022: কলকাতার ইসকনে রথযাত্রার সূচনায় মুখ্যমন্ত্রী

অন্যদিকে, পুরুলিয়ার টামনার চাকলতোড়ে এই পঞ্চকোট রাজ পরিবারের সদস্যরাই আরও একটি রথযাত্রার সূচনা করল ৷ চাকলতোড় গ্রামের বাসিন্দা রাজ পরিবারের সদস্য অমিতলাল সিং দেও শুক্রবার রাজবেশে জগন্নাথ মন্দিরে পুজো দিয়ে রথযাত্রার সূচনা করেন ৷ তিনি নিজে রাস্তা ঝাঁট দেন রথযাত্রার জন্য ৷ এই রথযাত্রার সূচনা হয় চাকলতোড় মিশ্র পাড়ার জগন্নাথ মন্দির থেকে ৷ সেখান থেকে ছাতা মাঠে রথ রাখা হয়েছে ৷ উলটোরথের দিন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা এখান থেকে বাড়ি ফিরবেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.