কলকাতা, 1 এপ্রিল : ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের মামলায় আদালতে বিস্তারিত রিপোর্ট ও কেস ডায়েরি পেশ করল রাজ্য সরকার ৷ রাজ্য সরকার গঠিত বিশেষ তদন্তকারী দলের তরফ থেকে পুরুলিয়ার পুলিশ সুপার এস সেলভামুরুগন কেস ডায়েরি জমা দেন হাইকোর্টে (Purulia SP submits case diary in Jhalda Congress Councillor murder case to HC) ৷ ঘটনায় ইতিমধ্যেই দু'জনকে গ্রেফতারির বিষয়টি রাজ্য সরকারের পেশ করা রিপোর্টে উল্লেখ করা হয়েছে ৷ একইসঙ্গে তদন্ত চলছে বলেও রিপোর্টে উল্লিখিত ৷
যদিও তপন কান্দুর তরফে আইনজীবী কৌস্তভ বাগচি জানান, এই ধরনের গ্রেফতারি লোক দেখানো ছাড়া কিছুই নয় । ঘটনায় অন্যতম অভিযুক্ত ঝালদা থানার আইসিকে শুধুমাত্র জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়ার অভিযোগও করেছেন তিনি। পাশাপাশি তপন কান্দুর স্ত্রীয়ের অভিযোগের পরও কেন গ্রেফতার করা হয়নি অভিযুক্তদের ? প্রশ্ন তোলেন তপন কান্দুর তরফের আইনজীবী ৷
ফটোগ্রাফের প্রশ্নে আদালত এদিন রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের কাছে জানতে চায়, কেন রিপোর্টে পেশ করা ছবিগুলি ঘটনার একদিন পরের ৷ এরপর বিচারপতি রাজাশেখার মান্থা নির্দেশে জানান, রাজ্য যে রিপোর্ট দিয়েছে মামলাকারী আগে সেটি বিস্তারিত খুঁটিয়ে পড়ে দেখুক ৷ তারপর আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি হবে। ইতিমধ্যে তদন্ত যেমন চলছে চলবে।
আরও পড়ুন : কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের ঘটনায় পুলিশের কেস ডায়েরি তলব হাইকোর্টের
গত 13 মার্চ এক দুষ্কৃতীর গুলিতে খুন হন ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু। অভিযোগ, ঝালদা পৌরনির্বাচন ত্রিশঙ্কু হয়ে যাওয়ায় তপন কান্দুকে শাসক দলে যোগদানের জন্য চাপ দেওয়া হচ্ছিল। কিন্তু সেই প্রস্তাব প্রত্যাখ্যান করায় খুন হতে হয় তপন কান্দুকে । ঝালদা থানার পুলিশ সরাসরি এই কাজে জড়িত ৷ দাবি করেন নিহত কাউন্সিলরের স্ত্রী পূর্ণিমা কান্দু ৷ সিবিআই তদন্তের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হন তিনি ।