বাঘমুণ্ডি, 21 জুলাই : ভূতের ভয়! অশরীরী আত্মার উপস্থিতি, এ জাতীয় দাবিতেই বন্ধ স্কুলের পঠনপাঠন ৷ সাত-আট দিন ধরে নাকি স্কুলের কয়েকজন ছাত্রী অস্বাভাবিক আচরণ করছে ৷ ছাত্রছাত্রী এবং গ্রামবাসীদের ধারণা, স্কুলে নাকি ভূত রয়েছে! এই আতঙ্কে কোনও অভিভাবক ছেলেমেয়েদের পাঠাচ্ছেন না পড়তে ৷ এমন কী দিনরাত পুজো-অর্চনাতেই কাটিয়ে দিচ্ছেন তাঁরা ৷ পুরুলিয়া জেলার বাঘমুণ্ডি থানার ধনুডি হাইস্কুলের ঘটনা ৷ আতঙ্কের পরিবেশে স্কুলের পড়ুয়াসহ গোটা গ্রাম ৷ বাধ্য হয়ে স্কুল কর্তৃপক্ষ শিক্ষা দপ্তরকে গোটা বিষয়টি জানায় ৷ শিক্ষা দপ্তরের আধিকারিকরা ব্যাপারটা যদিও হাস্যকর বলে উড়িয়ে দিয়েছেন ৷
স্থানীয় থানায় এবং বিজ্ঞান মঞ্চে খবর দেওয়া হয় ৷ খবর পেয়ে বিজ্ঞান মঞ্চের সদস্যরা পুলিশকে সঙ্গে নিয়ে ঘটনার অনুসন্ধান করতে গ্রামে পৌঁছান ৷
গ্রামবাসী এবং ছাত্র-ছাত্রীদের মন থেকে এ জাতীয় আতঙ্ক কাটাতে বিজ্ঞান মঞ্চের সদস্যরা গ্রামবাসী এবং ছাত্র-ছাত্রীদের সঙ্গে কথা বলেন এবং হাতেকলমে বিষয়টি সকলের কাছে তুলে ধরেন ৷
এবিষয়ে স্কুলের পড়ুয়ারা জানায়, "কয়েকদিন ধরেই স্কুলের পড়ুয়ারা অস্বাভাবিক আচরণ করছে ৷ সেই ভয়ে আর স্কুলে যেতে পারছি না ৷ '' পরিস্থিতি স্বাভাবিক না হলে স্কুলে যাব না বলেও জানিয়েছে পড়ুয়ারা ৷ অন্যদিকে স্কুলের প্রধান শিক্ষক শোভনলাল মণ্ডল বলেন, "এক সপ্তাহ ধরে প্রায় প্রতিদিন কিছু পড়ুয়া মাথা ঝাঁকিয়ে শরীর দুলিয়ে অস্বাভাবিক আচরণ করছে ৷ তারা বলছে, এটা নাকি মায়ের ভর ৷ এই আতঙ্কে বহু পড়ুয়া স্কুলে আসা বন্ধ করে দিয়েছে ৷ পরে বিষয়টি নিয়ে শিক্ষা দপ্তর, পুলিশ এবং বিজ্ঞান মঞ্চের দ্বারস্থ হই ৷ পুলিশ ও বিজ্ঞানমঞ্চের সদস্যরা গ্রামে এসে সেই আতঙ্ক কাটানোর চেষ্টা করেন ৷ ''
![Image](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/3901195_wb_pur.jpg)
বিজ্ঞান মঞ্চের জেলা সম্পাদক তথা পুরুলিয়া সদর হাসপাতালের চিকিৎসক ডাঃ নয়ন মুখার্জি বলেন, "ঘটনার খবর পেয়ে গ্রামের ওই বিদ্যালয়ে গিয়ে প্রথমে ছাত্রছাত্রী ও গ্রামবাসীদের সঙ্গে কথা বলেছি ৷ বোঝানো হয় এটা বুজরুকি ছাড়া আর কিছু নয় ৷ ভূত-ডায়েন-ঝাঁড়ফুক বলে কিছু হয় না, তা আমরা ওদের হাতে কলমে সমস্ত বিষয় বুঝিয়েছি ৷ " তিনি জানান, যে সমস্ত ছাত্রছাত্রী স্কুলের মধ্যে অস্বাভাবিক আচরণ করে স্কুলে আতঙ্ক ছড়িয়েছিল, তাদের পরিবারের সঙ্গেও কথা বলা হয়েছে ৷ অস্বাভাবিক কোনও আচরণ দেখলে আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়েও সতর্ক করা হয়েছে ৷
তবে এই ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়েছে ৷ সেই আতঙ্ক দূর করার চেষ্টাই করছেন তাঁরা ৷
বিশেষ দ্রষ্টব্য : ETV ভারত কোনওরকম ভূতপ্রেত যাবতীয় তত্ত্বে বিশ্বাস করে না, সমর্থন করে না । প্রশাসন এব্যাপারে পদক্ষেপ করেছে । সাধারণ মানুষের মন থেকে কুসংস্কার দূর করতে এবং তাদের সচেতন করার উদ্দেশ্যে এই খবরটি করা হয়েছে । এই ধরনের ঘটনা ঘটতে পারে আমরা তা বিশ্বাস করি না । মানুষের এই ভুল ভাঙুক সেটাই আমাদের লক্ষ্য ।