পুরুলিয়া, 29 এপ্রিল : আন্তরাজ্য বাইক পাচারচক্রের পর্দা ফাঁস করল পুরুলিয়া জেলা পুলিশ ৷ গতকাল জেলার একাধিক এলাকায় অভিযান চালিয়ে মোট 17টি বাইক উদ্ধার করল পুরুলিয়া টাউন থানার পুলিশ (Purulia Police Caught Inter-State Bike Trafficking Gang) ৷ এই পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে 3 জনকে গ্রেফতার করা হয়েছে ৷
পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরে পুরুলিয়া শহরে বাইক চুরির ঘটনা ক্রমশ বাড়ছিল ৷ এই পরিস্থিতিতে পুলিশ বিভিন্ন এলাকায় বাইক চুরির ঘটনায় নিজেদের নেটওয়ার্ককে সক্রিয় করে ৷ এর পর লাগাতার নজরদারি চালাচ্ছিল প্রশাসন ৷ সেই মতো গোপনসূত্র মারফত খবর পেয়ে পুলিশ জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায় ৷ বাইক পাচারকারীদের ডেরা থেকে মোট 17টি গাড়ি উদ্ধার করেছে পুলিশ ৷ সেই সঙ্গে 3 জনকে গ্রেফতার করা হয়েছে ৷
আরও পড়ুন : Inter District Bike Trafficking : আন্তঃজেলা বাইক পাচার চক্রের পাণ্ডা গ্রেফতার, জেরায় উদ্ধার 9টি বাইক
ধৃতদের মধ্যে অনুপ বাউড়ি নামে এক যুবক ঝাড়খণ্ডের ধানবাদ জেলার চিরকুন্ডা এলাকার বাসিন্দা ৷ সঞ্জু কালিন্দী পশ্চিম বর্ধমানের রানিতলার বাসিন্দা এবং অয়ন মুখোপাধ্যায় পুরুলিয়া পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের বাসিন্দা ৷ পুলিশের প্রাথমিক তদন্তের পর অনুমান, অয়ন মুখোপাধ্যায় পুরুলিয়া শহরের বাইক চুরির তথ্যগুলি দিত ৷ কারণ, স্থানীয় হওয়ায় তাঁর পক্ষেই কোন এলাকায়, কখন এবং কোন বাইক চুরি করা সহজ হবে ? তার টিপ দিতেন ৷ এ নিয়ে পুলিশ সুপার এস সেলভা মুরুগন জানিয়েছেন, ধৃতদের জেরা করে এই চক্রের বাকিদের খোঁজ চলছে ৷ আর ঝাড়খণ্ড সীমানায় নজরদারি আরও বাড়ানো হচ্ছে বলে জানান তিনি ৷