ETV Bharat / state

Purulia Theft Incident: পুরুলিয়া শহরে মোবাইলের দোকানে দুঃসাহসিক চুরি - পুরুলিয়া

রাতে দোকান বন্ধের পর শার্টার তুলে দোকানে ঢুকে মোবাইল, টাকা নিয়ে চম্পট দিয়েছে চোরেরা ৷ সকালে কর্মচারীরা এসে দোকান খুলে হতবাক ৷ চারদিকে ছড়িয়ে মোবাইলের খাপ, ক্যাশবাক্স ভাঙা (Mobile Shop Theft in Purulia) ৷

Mobile Shop
ETV Bharat
author img

By

Published : Nov 20, 2022, 6:53 PM IST

পুরুলিয়া, 20 নভেম্বর: মোবাইল ফোনের দোকানে দুঃসাহসিক চুরি ৷ শনিবার রাতে ঘটনাটি ঘটেছে পুরুলিয়ায় ৷ রাজ্যের পুরুলিয়া শহরে জনবহুল এলাকায় একটি মোবাইল দোকানে চুরি হয়েছে । চুরি গিয়েছে কয়েক লক্ষ টাকার মোবাইল ।

রবিবার সকালে এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে পুরুলিয়া শহরের 3 নম্বর ওয়ার্ডের ট্যাক্সিস্ট্যান্ড এলাকায় । এদিন দোকানের কর্মচারীরা দোকানের শার্টার খুলতেই দেখেন এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মোবাইলের খাপ, দোকানের ক্যাশ বাক্স ভাঙা অবস্থায় পড়ে রয়েছে । তখনই তাঁরা বুঝতে পারেন চুরি হয়েছে । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুরুলিয়া সদর থানার পুলিশ । তদন্ত শুরু হয়েছে ৷

পুরুলিয়ায় মোবাইল ফোনের দোকানে চুরি

আরও পড়ুন: সোনামুখী পুলিশের বড় সাফল্য, উদ্ধার চুরি যাওয়া গয়না

এই ঘটনায় নিরাপত্তার অভাব বোধ করছে এলাকার ব্যবসায়ীরা । ঢিল ছোড়া দূরত্বে রয়েছে জেলা পুলিশ সুপার অফিস, 400 মিটারের মধ্যে আছে সদর থানা । অথচ এমন জনবহুল এলাকায় কীভাবে এই বিশাল ডাকাতির ঘটনা ঘটল ? প্রশ্ন উঠেছে । পুলিশি টহলদারি এবং শহরে নিরাপত্তা বাড়ানোর দাবি জানিয়েছেন শহরবাসী । 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুনয় কবিরাজ জানান, এর আগেও একটি চুরির ঘটনা ঘটেছে এলাকায় ৷ প্রশাসনের কাছে তাঁর আবেদন, এলাকার নিরাপত্তা ব্যবস্থায় আরও জোর দেওয়া হোক ৷

পুরুলিয়া, 20 নভেম্বর: মোবাইল ফোনের দোকানে দুঃসাহসিক চুরি ৷ শনিবার রাতে ঘটনাটি ঘটেছে পুরুলিয়ায় ৷ রাজ্যের পুরুলিয়া শহরে জনবহুল এলাকায় একটি মোবাইল দোকানে চুরি হয়েছে । চুরি গিয়েছে কয়েক লক্ষ টাকার মোবাইল ।

রবিবার সকালে এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে পুরুলিয়া শহরের 3 নম্বর ওয়ার্ডের ট্যাক্সিস্ট্যান্ড এলাকায় । এদিন দোকানের কর্মচারীরা দোকানের শার্টার খুলতেই দেখেন এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মোবাইলের খাপ, দোকানের ক্যাশ বাক্স ভাঙা অবস্থায় পড়ে রয়েছে । তখনই তাঁরা বুঝতে পারেন চুরি হয়েছে । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুরুলিয়া সদর থানার পুলিশ । তদন্ত শুরু হয়েছে ৷

পুরুলিয়ায় মোবাইল ফোনের দোকানে চুরি

আরও পড়ুন: সোনামুখী পুলিশের বড় সাফল্য, উদ্ধার চুরি যাওয়া গয়না

এই ঘটনায় নিরাপত্তার অভাব বোধ করছে এলাকার ব্যবসায়ীরা । ঢিল ছোড়া দূরত্বে রয়েছে জেলা পুলিশ সুপার অফিস, 400 মিটারের মধ্যে আছে সদর থানা । অথচ এমন জনবহুল এলাকায় কীভাবে এই বিশাল ডাকাতির ঘটনা ঘটল ? প্রশ্ন উঠেছে । পুলিশি টহলদারি এবং শহরে নিরাপত্তা বাড়ানোর দাবি জানিয়েছেন শহরবাসী । 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুনয় কবিরাজ জানান, এর আগেও একটি চুরির ঘটনা ঘটেছে এলাকায় ৷ প্রশাসনের কাছে তাঁর আবেদন, এলাকার নিরাপত্তা ব্যবস্থায় আরও জোর দেওয়া হোক ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.