পুরুলিয়া, 30 অক্টোবর : আজ কোজাগরী লক্ষ্মীপুজো । আর কোরোনা পরিস্থিতির মাঝেই পুরুলিয়ার বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ্মী প্রতিমা ও পুজোর সামগ্রী কেনার জন্য ভিড় জমিয়েছে সাধারণ মানুষ । এমনকী পুরুলিয়া শহরে বাজারগুলিতে উপচে পড়ছে ভিড় । তিল ধারণের জায়াগাটুকুও নেই সেখানে । ভিড় সামাল দিতে পুজোর বাজারে মোতায়েন ছিল পুরুলিয়া সদর থানার পুলিশ । মূর্তি থেকে ফুল-ফলের বাজার সর্বত্র একই ছবি ৷
পুজোর সামগ্রী কিনতে বাজারে আসা অনেকেই বলছেন, কোরোনা পরিস্থিতির মধ্যে নিজেকে সতর্ক রেখেই কেনাকাটা সারতে হচ্ছে । তবে বাজারের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখা সবসময় সম্ভব হচ্ছে না ৷ বিক্রেতারা জানিয়েছেন, মূর্তি ও পুজোর সামগ্রী বিক্রি হচ্ছে ঠিকই । তবে অন্য বছরের তুলনায় এবার সেই পরিমাণটা কিছুটা কম রয়েছে । সব মিলিয়ে এবছর কোরোনা পরিস্থিতির জেরে কিছুটা কাটছাঁট করেই পুজোর কেনাকাটা সারছেন গৃহস্থেরা ।
প্রতিমা বিক্রেতা লাল্টু মল্লিক বলেন, এবছর সব পুজোর বাজারেই কোরোনার থাবা পড়েছে । অনেক ক্রেতা বাইরে থেকে আসতে পারেনি । গ্রামগঞ্জের ছোটো হাটে জিনিসপত্র কিনছেন অনেকেই । এমনকী বড় মূর্তির তুলনায় ছোটো মূর্তি বিক্রি হচ্ছে বেশি । এনিয়ে প্রতিমা বিক্রেতা শান্তনু দত্ত বলেন, ছোটো মূর্তির চাহিদা সব বছরেই বেশি থাকে । তবে এবার কোরোনার কারণে বড় মূর্তির বিক্রি অনেকটাই কমে গিয়েছে ৷
এমনকী যাঁদের বাড়িতে বড় করে লক্ষ্মীপুজো হয়, তেমন গৃহস্থের ঘরেও এবছর পুজো হচ্ছে ছোটো করেই ৷ সামাজিক দূরত্ব বজায় রাখতে কোনও অতিথি ছাড়াই পরিবারের সদস্য়রা মিলে ধনদেবীর আরাধনা করছেন ৷