ETV Bharat / state

Cow Rearing: দুগ্ধ বিক্রি করে, সংসার নির্বাহ ও পড়াশোনা চালিয়ে মন্ত্রীর প্রশংসা কুড়োলেন সরস্বতী - প্রাণী সম্পদ উন্নয়ন মন্ত্রী

গাভী পালন (Cow Rearing) করে সংসার ও পড়াশোনার খরচ বহন করে বেকারদের দিশা দেখাচ্ছেন সরস্বতী ৷ সরস্বতী পুরুলিয়ার সিধু-কানহু-বীরসা বিশ্ববিদ্যালয়ের (Sidho-Kanho-Birsha University) স্নাতকোত্তরের প্রথম বর্ষের ছাত্রী। বাড়িতে 5টি গরু রয়েছে তাঁদের। দু'টি গাভীর দুধের টাকায় এখন আর্থিকভাবে সাবলম্বী হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

Cow Rearing
সংসার নির্বাহ ও পড়াশোনা চালিয়ে মন্ত্রীর প্রশংসা কুড়োলেন সরস্বতী
author img

By

Published : Dec 14, 2022, 10:16 PM IST

সংসার নির্বাহ ও পড়াশোনা চালিয়ে মন্ত্রীর প্রশংসা কুড়োলেন সরস্বতী

পুরুলিয়া, 14 ডিসেম্বর: মনের জোর আর অদম্য ইচ্ছাশক্তি থাকলেই যে অভাবকে জয় করে জীবনের পথে এগিয়ে যাওয়া যায় তার জ্বলন্ত প্রমাণ পুরুলিয়ার সরস্বতী মাহাতো (Purulia Girl Selling Milk, Maintaining Family and Her Studying)। অভাবের সংসার সরস্বতীদের। তাই গাভী পালন করে তার দুধ বিক্রি করে সংসার খরচে বাবাকে সাহায্য করার পাশাপাশি নিজের পড়াশোনার খরচ চালাচ্ছেন পুরুলিয়ার শিমুলিয়ার বাসিন্দা সরস্বতী মাহাতো।

বুধবার পুরুলিয়ার প্রাণী সম্পদ বিকাশ সপ্তাহ পালনের অনুষ্ঠানে তাঁর উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তাঁকে ভবিষ্যতে পড়াশোনায় সাহায্য করার আশ্বাস দিয়েছেন প্রাণী সম্পদ উন্নয়ন মন্ত্রী স্বপন দেবনাথ (Swapan Debnath)। এদিন এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে সরস্বতী বলেন, "বাড়িতে অভাব তাই যতদিন না-পর্যন্ত কোনও সরকারি চাকরি কিছু পাচ্ছি ততদিন এই গাভী পালন করে স্বনির্ভর হতে চাই।" সরস্বতীর বাড়িতে চারজন সদস্য বাবা, মা, ভাই ও তিনি নিজে।

আরও পড়ুন: স্কুলছাত্রীর থেকে এলাকার সমস্যার কথা শুনে সকাল হতেই সেখানে ছুটলেন মন্ত্রী

বাবা বুদ্ধেশ্বর মাহাতো দিনমজুরি করেন, মা কল্পনা মাহাতো গৃহবধূ। সরস্বতী নিজে পুরুলিয়ার সিধু-কানহু-বীরসা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরের প্রথম বর্ষের ছাত্রী। বাড়িতে 5টি গরু রয়েছে তাঁদের। দু'টি গাভীর দুধের টাকায় এখন আর্থিকভাবে সাবলম্বী হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আজ যখন বেকার যুবক-যুবতিরা আয়ের উৎস খুঁজে পেতে দিশেহারা তখন তাঁদের কাছে এমএ পড়ুয়া সরস্বতী একটা উদাহরণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

সংসার নির্বাহ ও পড়াশোনা চালিয়ে মন্ত্রীর প্রশংসা কুড়োলেন সরস্বতী

পুরুলিয়া, 14 ডিসেম্বর: মনের জোর আর অদম্য ইচ্ছাশক্তি থাকলেই যে অভাবকে জয় করে জীবনের পথে এগিয়ে যাওয়া যায় তার জ্বলন্ত প্রমাণ পুরুলিয়ার সরস্বতী মাহাতো (Purulia Girl Selling Milk, Maintaining Family and Her Studying)। অভাবের সংসার সরস্বতীদের। তাই গাভী পালন করে তার দুধ বিক্রি করে সংসার খরচে বাবাকে সাহায্য করার পাশাপাশি নিজের পড়াশোনার খরচ চালাচ্ছেন পুরুলিয়ার শিমুলিয়ার বাসিন্দা সরস্বতী মাহাতো।

বুধবার পুরুলিয়ার প্রাণী সম্পদ বিকাশ সপ্তাহ পালনের অনুষ্ঠানে তাঁর উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তাঁকে ভবিষ্যতে পড়াশোনায় সাহায্য করার আশ্বাস দিয়েছেন প্রাণী সম্পদ উন্নয়ন মন্ত্রী স্বপন দেবনাথ (Swapan Debnath)। এদিন এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে সরস্বতী বলেন, "বাড়িতে অভাব তাই যতদিন না-পর্যন্ত কোনও সরকারি চাকরি কিছু পাচ্ছি ততদিন এই গাভী পালন করে স্বনির্ভর হতে চাই।" সরস্বতীর বাড়িতে চারজন সদস্য বাবা, মা, ভাই ও তিনি নিজে।

আরও পড়ুন: স্কুলছাত্রীর থেকে এলাকার সমস্যার কথা শুনে সকাল হতেই সেখানে ছুটলেন মন্ত্রী

বাবা বুদ্ধেশ্বর মাহাতো দিনমজুরি করেন, মা কল্পনা মাহাতো গৃহবধূ। সরস্বতী নিজে পুরুলিয়ার সিধু-কানহু-বীরসা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরের প্রথম বর্ষের ছাত্রী। বাড়িতে 5টি গরু রয়েছে তাঁদের। দু'টি গাভীর দুধের টাকায় এখন আর্থিকভাবে সাবলম্বী হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আজ যখন বেকার যুবক-যুবতিরা আয়ের উৎস খুঁজে পেতে দিশেহারা তখন তাঁদের কাছে এমএ পড়ুয়া সরস্বতী একটা উদাহরণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.