ETV Bharat / state

Corona Awarness In Purulia: সাধারণ মানুষকে সচেতন করতে পথে পুরুলিয়ার জেলাশাসক

রাজ্যে উর্ধ্বমুখী করোনার গ্রাফ ৷ এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে সচেতন করতে পথে নামলেন পুরুলিয়ার জেলাশাসক রাহুল মজুমদার এবং পুরুলিয়া পৌরসভার পৌরপ্রশাসক নবেন্দু মাহালি (Corona Awarness In Purulia) ৷

Corona Awarness In Purulia
সাধারণ মানুষকে সচতেন করতে পথে পুরুলিয়ার জেলাশাসক
author img

By

Published : Jan 9, 2022, 6:40 PM IST

পুরুলিয়া, 9 জানুয়ারি : পুরুলিয়া জেলাতে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে হাজারের গণ্ডি। যা নিয়ে স্বভাবতই চিন্তায় জেলা প্রশাসনও। এদিকে এখনও সেইভাবে করোনার বিধি-নিষেধ সম্পর্কে সচেতন নন জেলার মানুষজন। তাই যা নিয়ে দুশ্চিন্তায় রয়েছে পুরুলিয়া জেলা প্রশাসনও (Corona Awarness In Purulia)। যদিও পুরুলিয়া পৌরসভার পক্ষ থেকে আগে থেকেই সচেতনতামূলক প্রচার অভিযান চালিয়ে যাচ্ছে। আজ পুরুলিয়ার জেলাশাসক রাহুল মজুমদার এবং পুরুলিয়া পৌরসভার পৌরপ্রশাসক নবেন্দু মাহালি যুগ্মভাবে পুরুলিয়া শহরের মানুষকে সচেতন করতে পথে নামেন। পুরুলিয়া শহরের বাজার, বাসস্ট্যান্ড, ট্যাক্সিস্ট্যান্ড প্রভৃতি জায়গায় গিয়ে তারা জনসাধারণকে মাস্ক ব্যবহার করার জন্য সচেতন করেন এবং ব্যবসায়ীদেরকেও সচেতন করেন। এই বিষয়ে পুরুলিয়ার জেলাশাসক রাহুল মজুমদার বলেন, "প্রশাসনের তরফে প্রচার চলছেই আজকে মূলত পৌর প্রশাসককে সঙ্গে নিয়ে গিয়ে বাজার-দোকান এলাকাগুলিতে অকারণে বেশি জমায়েত করতে নিষেধ করেছি। "

জেলাশাসকের সঙ্গে পুরুলিয়া পৌরসভার প্রশাসক নবেন্দু মাহালি শহরের বিভিন্ন জায়গায় করোনা বিধি-নিষেধ মানার জন্য প্রচার অভিযান করেন। নবেন্দুবাবু বলেন, "পুরুলিয়া শহরের বড়হাট, সুপার মার্কেট, ট্যাক্সিস্ট্যান্ড-সহ যে জায়গাগুলিতে বেশি ভিড় হয় সেই জায়গাগুলিতে মানুষকে সচেতন করার জন্যই আমাদের এই কর্মসূচি। যাতে সকলেই মাস্ক ব্যবহার করেন এবং অযথা যাতে মানুষজন জমায়েত না করেন, এই বিষয়গুলিই বার বার বলা হয়েছে আজকের প্রচারে। দোকানদারদেরও সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। "

সাধারণ মানুষকে সচতেন করতে পথে পুরুলিয়ার জেলাশাসক

আরও পড়ুন: যুবকের মৃত্যুর কারণ জানতে মৌন মিছিল গ্রামবাসীদের

পুরুলিয়া জেলাশাসকের অফিস ও সংলগ্ন চত্বর জীবাণুমুক্ত করার কাজ করান পুরুলিয়া পৌরসভার পৌরপ্রশাসক নবেন্দু মাহালি। এই মুহূর্তে পুরুলিয়া জেলায় করোনা আক্রান্তের সংখ্যা হাজারের বেশি। তার মধ্যে শুধু পুরুলিয়া পৌর এলাকাতেই আক্রান্ত হয়েছেন 324 জন।

পুরুলিয়া, 9 জানুয়ারি : পুরুলিয়া জেলাতে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে হাজারের গণ্ডি। যা নিয়ে স্বভাবতই চিন্তায় জেলা প্রশাসনও। এদিকে এখনও সেইভাবে করোনার বিধি-নিষেধ সম্পর্কে সচেতন নন জেলার মানুষজন। তাই যা নিয়ে দুশ্চিন্তায় রয়েছে পুরুলিয়া জেলা প্রশাসনও (Corona Awarness In Purulia)। যদিও পুরুলিয়া পৌরসভার পক্ষ থেকে আগে থেকেই সচেতনতামূলক প্রচার অভিযান চালিয়ে যাচ্ছে। আজ পুরুলিয়ার জেলাশাসক রাহুল মজুমদার এবং পুরুলিয়া পৌরসভার পৌরপ্রশাসক নবেন্দু মাহালি যুগ্মভাবে পুরুলিয়া শহরের মানুষকে সচেতন করতে পথে নামেন। পুরুলিয়া শহরের বাজার, বাসস্ট্যান্ড, ট্যাক্সিস্ট্যান্ড প্রভৃতি জায়গায় গিয়ে তারা জনসাধারণকে মাস্ক ব্যবহার করার জন্য সচেতন করেন এবং ব্যবসায়ীদেরকেও সচেতন করেন। এই বিষয়ে পুরুলিয়ার জেলাশাসক রাহুল মজুমদার বলেন, "প্রশাসনের তরফে প্রচার চলছেই আজকে মূলত পৌর প্রশাসককে সঙ্গে নিয়ে গিয়ে বাজার-দোকান এলাকাগুলিতে অকারণে বেশি জমায়েত করতে নিষেধ করেছি। "

জেলাশাসকের সঙ্গে পুরুলিয়া পৌরসভার প্রশাসক নবেন্দু মাহালি শহরের বিভিন্ন জায়গায় করোনা বিধি-নিষেধ মানার জন্য প্রচার অভিযান করেন। নবেন্দুবাবু বলেন, "পুরুলিয়া শহরের বড়হাট, সুপার মার্কেট, ট্যাক্সিস্ট্যান্ড-সহ যে জায়গাগুলিতে বেশি ভিড় হয় সেই জায়গাগুলিতে মানুষকে সচেতন করার জন্যই আমাদের এই কর্মসূচি। যাতে সকলেই মাস্ক ব্যবহার করেন এবং অযথা যাতে মানুষজন জমায়েত না করেন, এই বিষয়গুলিই বার বার বলা হয়েছে আজকের প্রচারে। দোকানদারদেরও সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। "

সাধারণ মানুষকে সচতেন করতে পথে পুরুলিয়ার জেলাশাসক

আরও পড়ুন: যুবকের মৃত্যুর কারণ জানতে মৌন মিছিল গ্রামবাসীদের

পুরুলিয়া জেলাশাসকের অফিস ও সংলগ্ন চত্বর জীবাণুমুক্ত করার কাজ করান পুরুলিয়া পৌরসভার পৌরপ্রশাসক নবেন্দু মাহালি। এই মুহূর্তে পুরুলিয়া জেলায় করোনা আক্রান্তের সংখ্যা হাজারের বেশি। তার মধ্যে শুধু পুরুলিয়া পৌর এলাকাতেই আক্রান্ত হয়েছেন 324 জন।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.