পুরুলিয়া , 10 এপ্রিল : জেলায় রক্তের সংকট মেটাতে রক্তদান শিবিরের আয়োজন করল পুরুলিয়া জেলা পুলিশ ৷ আজ রঘুনাথপুর এক নম্বর ব্লক কমিউনিটি হলে আয়োজিত শিবিরে পুলিশ সুপার ছাড়াও রক্তদান করেন 51 জন পুলিশকর্মী ৷ এরপর মোট 51 বোতল রক্ত তুলে দেওয়া হয় রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ৷
কোরোনা সংক্রমণ রোধে দেশজুড়ে লকডাউন চলছে । জমায়েত এড়াতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা , ক্লাবের রক্তদান শিবিরও বন্ধ রয়েছে ৷ ফলে হাসপাতালেগুলিতে দেখা দিয়েছে রক্তের সংকট ৷ সমস্যায় পড়ছেন থ্যালাসেমিয়া রোগীরা ৷ সময়ে রক্ত মিলছে না l আর সেই রক্তের সংকট মেটাতে জেলা পুলিশকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ আর তাই পুরুলিয়া জেলার বিভিন্ন থানায় জেলা পুলিশের পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে ৷
জেলা পুলিশ সুপার এস সেলভামুরুগান বলেন , "জেলার প্রতিটি হাসপাতালে রক্ত সংকট দেখা দিয়েছে ৷ কারণ , জমায়েত এড়াতে বর্তমানে কোনও সংস্থা বা ক্লাবের পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে না ৷ ফলে সমস্যায় পড়ছেন অনেকেই ৷ তাই পুরুলিয়া জেলা পুলিশের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে ৷ আজ 51 জন পুলিশকর্মী রক্তদান করলেন ৷ তাঁদের সকলকেই এক হাজার টাকা করে দেওয়া হয়েছে ৷ পাশাপাশি জেলা পুলিশ সাধ্যমতো গ্রামে গিয়ে দুস্থদের খাদ্য সামগ্রী তুলে দিচ্ছে ৷"