পুরুলিয়া, 5 মে : রাজ্যের গ্রিন জ়োনে পুরুলিয়া । তবুও সতর্কতায় কোনওরকম খামতি রাখছে না পুরুলিয়া জেলা পুলিশ । এখনও পর্যন্ত লকডাউন অমান্য করায় গ্রেপ্তার হয়েছে 362 জন । আটক করা হয়েছে 10 টি টোটো, 130 টি মোটর বাইক ও 1 টি সাইকেল ।
ফের বাড়ানো হয়েছে লকডাউনের মেয়াদ । 17 মে পর্যন্ত চলবে তৃতীয় দফার লকডাউন । লকডাউনকে সফল করতে পুরুলিয়ার বিভিন্ন এলাকায় চলছে নাকা চেকিং । বিনা অনুমতিতে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সদর শহর থেকে সীমান্ত এলাকা সর্বত্র নজর রাখতে ব্যবহার করা হচ্ছে ড্রোনের । পাশাপাশি সীমান্ত লাগোয়া প্রতিটি এলাকায় পুলিশি টহলদারি চলছে । শুধু তাই নয়, পুলিশকর্মীরা যাতে সুরক্ষিত থাকেন তাই তাঁদের গাড়িও স্যানিটাইজ় করা হচ্ছে ।
সরকারি অনুমতি মিললেও পুরুলিয়া জেলায় বন্ধ রয়েছে বেসরকারি বাস চলাচল । বন্ধ করা হয়েছে পুরুলিয়া সংলগ্ন বাঁকুড়া, ঝাড়গ্রাম, আসানসোল ও ঝাড়খণ্ড সীমান্ত । জেলা পুলিশ প্রশাসনের তরফেও সচেতনতামূলক প্রচার করা হচ্ছে ।