ETV Bharat / state

পুরুলিয়ায় করোনা নিয়ে সচেতন করতে অভিযানে জেলাশাসক - জেলাশাসক রাহুল মজুমদার

সংক্রমণ ঠেকাতে তৎপর হয়েছে পুরুলিয়া জেলার পুলিশ প্রশাসন । একেবারে রাস্তায় নেমে সচেতন করা হল সাধারণ মানুষকে । সামাজিক দূরত্ব মেনে চলা এবং সকলকে নাক-মুখ ঢেকে দৈনন্দিন কাজে বেরোনোর বার্তা দেন সদ্য পুরুলিয়ায় দায়িত্ব নেওয়া জেলাশাসক রাহুল মজুমদার ।

পুরুলিয়ায় করোনা নিয়ে সচেতন করতে অভিযানে জেলাশাসক
পুরুলিয়ায় করোনা নিয়ে সচেতন করতে অভিযানে জেলাশাসক
author img

By

Published : May 7, 2021, 11:35 AM IST

পুরুলিয়া, 7 মে : পুরুলিয়ায় করোনার সচেতনতা বাড়াতে রাস্তায় নামলেন খোদ জেলাশাসক ৷ সঙ্গে ছিলেন পুরুলিয়া পৌরসভা ও পুলিশের একাধিক আধিকারিক ।

রাজ্যের প্রান্তিক জেলা পুরুলিয়ায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ । গত 24 ঘন্টায় জেলায় করোনা আক্রান্তের সংখ্যা 311 । তাই এবার সংক্রমণ ঠেকাতে তৎপর হয়েছে পুরুলিয়া জেলার পুলিশ প্রশাসন । একেবারে রাস্তায় নেমে সচেতন করা হল সাধারণ মানুষকে । সামাজিক দূরত্ব মেনে চলা এবং সকলকে নাক-মুখ ঢেকে দৈনন্দিন কাজে বেরোনোর বার্তা দেন সদ্য পুরুলিয়ায় দায়িত্ব নেওয়া জেলাশাসক রাহুল মজুমদার । তাঁর সঙ্গে ছিলেন পুরুলিয়া পৌরসভা ও পুলিশের একাধিক আধিকারিক ।

আরও পড়ুন : করোনা রোগীর মৃতদেহ দাহ করতে হবে, আতঙ্কে শ্মশান ছেড়ে পালাল ডোম

এদিন পুরুলিয়া শহরের হাটবাজার সহ প্রতিটি জনবহুল এলাকা ঘুরে করোনা সচেতনতার বার্তা দেন জেলাশাসক । পাশাপাশি মাস্কবিহীন অসচেতন মানুষদের কড়া ধমকও দেন জেলাশাসক ও পুলিশ অধিকারিকরা । জেলাজুড়ে লাগাতার এই অভিযান চলতে থাকবে বলেও জানান জেলাশাসক রাহুল মজুমদার ।

পুরুলিয়া, 7 মে : পুরুলিয়ায় করোনার সচেতনতা বাড়াতে রাস্তায় নামলেন খোদ জেলাশাসক ৷ সঙ্গে ছিলেন পুরুলিয়া পৌরসভা ও পুলিশের একাধিক আধিকারিক ।

রাজ্যের প্রান্তিক জেলা পুরুলিয়ায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ । গত 24 ঘন্টায় জেলায় করোনা আক্রান্তের সংখ্যা 311 । তাই এবার সংক্রমণ ঠেকাতে তৎপর হয়েছে পুরুলিয়া জেলার পুলিশ প্রশাসন । একেবারে রাস্তায় নেমে সচেতন করা হল সাধারণ মানুষকে । সামাজিক দূরত্ব মেনে চলা এবং সকলকে নাক-মুখ ঢেকে দৈনন্দিন কাজে বেরোনোর বার্তা দেন সদ্য পুরুলিয়ায় দায়িত্ব নেওয়া জেলাশাসক রাহুল মজুমদার । তাঁর সঙ্গে ছিলেন পুরুলিয়া পৌরসভা ও পুলিশের একাধিক আধিকারিক ।

আরও পড়ুন : করোনা রোগীর মৃতদেহ দাহ করতে হবে, আতঙ্কে শ্মশান ছেড়ে পালাল ডোম

এদিন পুরুলিয়া শহরের হাটবাজার সহ প্রতিটি জনবহুল এলাকা ঘুরে করোনা সচেতনতার বার্তা দেন জেলাশাসক । পাশাপাশি মাস্কবিহীন অসচেতন মানুষদের কড়া ধমকও দেন জেলাশাসক ও পুলিশ অধিকারিকরা । জেলাজুড়ে লাগাতার এই অভিযান চলতে থাকবে বলেও জানান জেলাশাসক রাহুল মজুমদার ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.