ETV Bharat / state

নিজ়ামউদ্দিন যোগ, 54 জনকে পুরুলিয়ায় ঢুকতে বাধা জেলা প্রশাসনের - Corona

পুরুলিয়া থেকে অনেকেই গিয়েছিল নিজ়ামউদ্দিনে । তাই জেলায় তাদের ঢুকতে দিল না প্রশাসন ।

Police Super
এস সেলভামুরুগান
author img

By

Published : Apr 4, 2020, 10:17 AM IST

পুরুলিয়া, 4 এপ্রিল : নিজ়ামউদ্দিন গেছিলেন পুরুলিয়ার 54 জন । তাই তাঁদের প্রবেশ করতে দেওয়া হয়নি জেলায় । তাঁরা যাতে কোনওভাবে জেলায় প্রবেশ করতে না পারেন সেদিকে নজর রাখা হচ্ছে । গতকাল জেলা শাসক কার্যালয়ে বৈঠক করে একথা জানান পুলিশ সুপার এস সেলভামুরুগান ।

বৈঠকে পুলিশ সুপার জানান, "জেলা থেকে যে 54 জন নিজ়ামউদ্দিনে গেছিলেন তাঁদের কাউকে পুরুলিয়ায় ঢুকতে দেওয়া হয়নি । বর্তমানে তাঁরা উত্তরপ্রদেশ, রাজস্থান, জয়পুরসহ বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছেন । তাঁদের নজরদারিতে রাখা হয়ছে । জেলার সব বর্ডার এলাকায় নাকা চেকিং করা হচ্ছে ।"

গতকাল সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন জেলা শাসক রাহুল মজুমদার । তিনি বলেন, "এখনও পর্যন্ত পুরুলিয়ায় কোরোনা আক্রান্তের সন্ধান মেলেনি । জেলার প্রতিটি ব্লকে কোয়ারানটাইন সেন্টার খোলা হয়েছে । সেখানে ভিন জেলা বা রাজ্য থেকে আসা 339 জন রয়েছেন । এছাড়াও হোম কোয়ারানটাইনে রয়েছেন 18 হাজার 764 জন ।"

পুরুলিয়া, 4 এপ্রিল : নিজ়ামউদ্দিন গেছিলেন পুরুলিয়ার 54 জন । তাই তাঁদের প্রবেশ করতে দেওয়া হয়নি জেলায় । তাঁরা যাতে কোনওভাবে জেলায় প্রবেশ করতে না পারেন সেদিকে নজর রাখা হচ্ছে । গতকাল জেলা শাসক কার্যালয়ে বৈঠক করে একথা জানান পুলিশ সুপার এস সেলভামুরুগান ।

বৈঠকে পুলিশ সুপার জানান, "জেলা থেকে যে 54 জন নিজ়ামউদ্দিনে গেছিলেন তাঁদের কাউকে পুরুলিয়ায় ঢুকতে দেওয়া হয়নি । বর্তমানে তাঁরা উত্তরপ্রদেশ, রাজস্থান, জয়পুরসহ বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছেন । তাঁদের নজরদারিতে রাখা হয়ছে । জেলার সব বর্ডার এলাকায় নাকা চেকিং করা হচ্ছে ।"

গতকাল সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন জেলা শাসক রাহুল মজুমদার । তিনি বলেন, "এখনও পর্যন্ত পুরুলিয়ায় কোরোনা আক্রান্তের সন্ধান মেলেনি । জেলার প্রতিটি ব্লকে কোয়ারানটাইন সেন্টার খোলা হয়েছে । সেখানে ভিন জেলা বা রাজ্য থেকে আসা 339 জন রয়েছেন । এছাড়াও হোম কোয়ারানটাইনে রয়েছেন 18 হাজার 764 জন ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.