ETV Bharat / state

পুরুলিয়ায় "আমার পরিবার, BJP পরিবার" কর্মসূচির সূচনা - আমার পরিবার, BJP পরিবার

মিসকল দিলেই হওয়া যাবে BJP-র সদস্য ৷ পুরুলিয়ায় "আমার পরিবার, BJP পরিবার" কর্মসূচির সূচনা ৷

press meet in purulia
আমার পরিবার, BJP পরিবার
author img

By

Published : Aug 11, 2020, 4:01 PM IST

পুরুলিয়া, 11 অগাস্ট : 2021-র বিধানসভা নির্বাচনকে "পাখির চোখ" করে সদস্য সংখ্যা বাড়াতে চাইছে BJP ৷ সেই লক্ষে পুরুলিয়ায় "আমার পরিবার, BJP পরিবার" কর্মসূচির সূচনা করল জেলা BJP ৷ আগামীদিনে জেলার বিভিন্ন প্রান্ত, বুথ স্তরে এনিয়ে প্রচার চালানো হবে ৷ আজ পুরুলিয়া শহরের দুলমি-নডিহা জেলা BJP কার্যালয়ে একটি সাংবাদিক বৈঠক করে একথা জানান দলের জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী ৷

তিনি বলেন, "BJP-র সদস্য সংখ্যা বাড়ানোর লক্ষে পুরুলিয়ায় শুরু হল এই অভিযান ৷ BJP-র সকল নেতা-কর্মী অভিযানে শামিল হবেন ৷ জেলার প্রতি প্রান্তে গিয়ে সাধারণ মানুষের কাছে BJP-র আদর্শ ও নীতি তুলে ধরা হবে ৷ পাশাপাশি 9727294294 এই বিশেষ নম্বরে মিসকল দিলেই BJP-র সদস্য হওয়া যাবে৷"

কোরোনা পরিস্থিতিতে এই কর্মসূচি পালনের বিষয়ে তিনি জানান, "বর্তমান পরিস্থিতিতে তৃণমূলের নেতা-মন্ত্রীরা বিভিন্ন জায়গায় মিটিং মিছিল চালিয়ে যাচ্ছেন ৷ আর বিরোধী দল হিসেবে আমরা কোনও কর্মসূচি করলেই বাধা দেওয়া হচ্ছে ৷ এটা কোনওভাবেই মানা সম্ভব নয় ৷ সরকারে যারা রয়েছে তারা আগে নিয়মনীতি পালন করুক, তাহলে আমরাও করব ৷"

পুরুলিয়া, 11 অগাস্ট : 2021-র বিধানসভা নির্বাচনকে "পাখির চোখ" করে সদস্য সংখ্যা বাড়াতে চাইছে BJP ৷ সেই লক্ষে পুরুলিয়ায় "আমার পরিবার, BJP পরিবার" কর্মসূচির সূচনা করল জেলা BJP ৷ আগামীদিনে জেলার বিভিন্ন প্রান্ত, বুথ স্তরে এনিয়ে প্রচার চালানো হবে ৷ আজ পুরুলিয়া শহরের দুলমি-নডিহা জেলা BJP কার্যালয়ে একটি সাংবাদিক বৈঠক করে একথা জানান দলের জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী ৷

তিনি বলেন, "BJP-র সদস্য সংখ্যা বাড়ানোর লক্ষে পুরুলিয়ায় শুরু হল এই অভিযান ৷ BJP-র সকল নেতা-কর্মী অভিযানে শামিল হবেন ৷ জেলার প্রতি প্রান্তে গিয়ে সাধারণ মানুষের কাছে BJP-র আদর্শ ও নীতি তুলে ধরা হবে ৷ পাশাপাশি 9727294294 এই বিশেষ নম্বরে মিসকল দিলেই BJP-র সদস্য হওয়া যাবে৷"

কোরোনা পরিস্থিতিতে এই কর্মসূচি পালনের বিষয়ে তিনি জানান, "বর্তমান পরিস্থিতিতে তৃণমূলের নেতা-মন্ত্রীরা বিভিন্ন জায়গায় মিটিং মিছিল চালিয়ে যাচ্ছেন ৷ আর বিরোধী দল হিসেবে আমরা কোনও কর্মসূচি করলেই বাধা দেওয়া হচ্ছে ৷ এটা কোনওভাবেই মানা সম্ভব নয় ৷ সরকারে যারা রয়েছে তারা আগে নিয়মনীতি পালন করুক, তাহলে আমরাও করব ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.