পুরুলিয়া, 29 মে : আমফান পরবর্তী কালবৈশাখীতে ক্ষতিগ্রস্ত পুরুলিয়ার বহু পরিবার । ক্ষতিগ্রস্ত কৃষিজমি । পাশাপাশি শ্রমিক স্পেশাল ট্রেনে ফিরছেন ভিন রাজ্যে কাজ করতে যাওয়া পুরুলিয়ার বাসিন্দারা । ক্ষতিগ্রস্ত চাষিদের ক্ষতিপূরণ দেওয়া ও জেলায় ফেরত আসা পরিযায়ী শ্রমিকদের নির্দিষ্ট কোয়ারানটিন সেন্টারে রাখার দাবি জানিয়ে জেলাশাসককে ডেপুটেশন দিল পুরুলিয়া BJP ।
স্মারকলিপি দিতে আসেন পুরুলিয়া জেলা BJP সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী, জেলা BJP-র সাধারণ সম্পাদক বিবেক রাঙা, কমলাকান্ত হাঁসদা, BJP নেতা নরহরি মাহাত । সামাজিক দূরত্ব বজায় রেখে মাস্ক পরেই জেলা BJP-র পক্ষ থেকে আজ স্মারকলিপি জমা দেওয়া হয় । পুরুলিয়ার জেলাশাসক রাহুল মজুমদার বিষয়টি আলোচনা করে ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন ।
27 মে দুপুর 3টা থেকে টানা এক ঘণ্টা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়। কালবৈশাখীতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় গোটা জেলায় । শহরের রাস্তায় বড় বড় গাছ ভেঙে পড়ে , বিদ্যুতের তার ছিঁড়ে বিদ্যুৎহীন হয়ে যায় পুরুলিয়া শহর, পুরুলিয়া 1 ও 2 নম্বর ব্লকসহ বেশ কয়েকটি এলাকা । ঝড়ের দাপটে বহু কাঁচা বাড়ি ক্ষতিগ্রস্ত হয় । ক্ষেতের সবজিও নষ্ট হয়ে যায় বেশ কয়েকটি এলাকায় ।
এছাড়া লকডাউন জারি হওয়ার পর ভিন রাজ্য থেকে ফিরছেন হাজার হাজার পরিযায়ী শ্রমিক । উপসর্গহীন পরিযায়ীদের হোম কোয়ারানটিনে না রেখে সরকারিভাবে নির্দিষ্ট কোয়ারানটিন সেন্টারে রাখার দাবি জানিয়েছে জেলা BJP নেতৃত্ব ।
জেলা BJP সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী বলেন, "বাইরে থেকে যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা জেলায় ফিরছেন তাঁদের হোম কোয়ারানটিনে রাখার ফলে সমস্যায় পড়তে পারেন গ্রামবাসীরা । তাই তাঁদের সরকারি কোয়ারানটিন সেন্টারে রাখার ব্যবস্থা করতে হবে । তা ছাড়া বুধবার কালবৈশাখী ঝড়ের দাপটে পুরুলিয়া জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে । নষ্ট হয়ছে বহু কাঁচা বাড়ি । সবজি চাষেও ব্যাপক ক্ষতি হয়েছে । যার ফলে মাথায় হাত পড়েছে সবজি চাষিদের । তাই জেলা প্রশাসনের পক্ষ থেকে ওই সমস্ত ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে চিহ্নিত করে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়ে জেলাশাসককে স্মারকলিপি দেওয়া হল ।"