ETV Bharat / state

দীর্ঘ লকডাউনে আর্থিক সংকটে পুরুলিয়ার বেসরকারি গাড়িচালক ও মালিকরা - লকডাউনে পুরুলিয়া

এক অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে বেসরকারি গাড়ি পরিবহন ব্যবস্থা । চালকদের ভাঁড়ারে টান, এইদিকে উপার্জন নেই বলে মালিকপক্ষ বেতন দিতে পারছে না । যদিও আজ থেকে লকডাউনের নিয়মের পরিবর্তন এনেছে রাজ্য সরকার ।  নির্দেশিকা প্রকাশ করেছে কেন্দ্রও । সেক্ষেত্রে প্রায় সবক্ষেত্রেই ছাড় দেওয়া হয়েছে । স্বাভাবিক হবে পরিবহনও । কিন্তু পর্যটন বন্ধ থাকলে লাভের মুখ দেখবে কীভাবে এই প্রশ্নও রয়েছে তাঁদের মধ্যে ।

purulia
purulia
author img

By

Published : May 31, 2020, 12:35 PM IST

পুরুলিয়া, 30 মে : দীর্ঘ লকডাউনে আর্থিক সংকটের মুখে পুরুলিয়া শহরের ছোটো গাড়ির চালক ও মালিকরা l পুরুলিয়া শহরের এই গাড়িগুলি বেসরকারি পরিবহন পরিষেবা দেয় l কিন্তু লকডাউনে গাড়ি ভাড়া করছেন কোনও মানুষ l ফলে এই মুহূর্তে জটিল আর্থিক সমস্যার মুখে পড়েছেন গাড়ির চালক ও মালিকরা l

এইদিকে বন্ধ পর্যটকদের আনাগোনা । বন্ধ যাতায়াত l ছোটো গাড়ি বুকিং বন্ধ l এমনকী বাইরের জেলা বা বাইরের রাজ্যে যাতায়াতও করছেন না কেউ l তাই দীর্ঘদিনের লকডাউনে এইবার চিন্তার ভাঁজ পড়েছে চালক ও গাড়ির মালিকদের l

পুরুলিয়া শহরের ট্যাক্সি স্ট্যান্ড, সাহেব বাঁধ স্ট্যান্ডে প্রায় 180টি ছোটো গাড়ি থাকে l এদের সকলেরই ভরসা বেসরকারি পরিবহন l কিন্তু লকডাউনের পর থেকে যান চলাচল বন্ধ l যার ফলে মালিকরা কিস্তি দিতে পারছেন না, চালকদের বেতন দেবেন কীভাবে ! যেদিন কোনও গাড়ি ভাড়া পাচ্ছেন, সেইদিন গাড়িচালক বেতন পাচ্ছেন l কীভাবে পরিস্থিতি সামাল দেবেন ভেবে পাচ্ছেন না তাঁরা l

গাড়িচালক ইয়াকুব আনসারি, রাম বাউরি এবং জগন্নাথ বাউরি জানান, বর্তমানে লকডাউনের কারণে কেউ গাড়ি বুকিং করছেন না l যার ফলে ভাড়াও পাচ্ছেন না l প্রতিদিন সকাল হলেই গাড়ি নিয়ে স্ট্যান্ডে এসেছেন । গাড়ি বুকিং কোনওদিন হয় বা কোনওদিন হয় না l তাই রোজগারও বন্ধ l মালিকপক্ষ মাসিক বেতনও বন্ধ করে দিয়েছে l এখন যদি কোনওদিন ভাড়া চলে তবেই তাঁরা বেতন পান, নয়তো রোজগার বন্ধ l বাড়ির লোকের ভরসা শুধু রেশনের চাল l তা দিয়েই কোনওরকমে চলছে অভাবের সংসার l

লকডাউনের কারণে কোনও পর্যটকও আসছেন না পুরুলিয়ায় l তাছাড়া এখন বাইরের জেলা এবং বাইরের রাজ্যে যাতায়াতও বন্ধ l কোরোনার আতঙ্কও রয়েছে l কখন কোনও রোগী কি উপসর্গ নিয়ে চাপছেন তাও জানা নেই l পর্যাপ্ত সুরক্ষাও নেই l আতঙ্ককে সঙ্গী করেই পেটের তাগিদে চালকের কাজ করে যাচ্ছেন l এরকম চলতে থাকলে অন্য কাজ দেখতে হবে বলে জানালেন ইয়াকুব, রাম এবং জগন্নাথ ।

গাড়ির মালিক সমীর বাউরি এবং হারাধন মাহাতজানান, গাড়ি থেকে কোনও উপার্জন হচ্ছে না l তাঁরা বলেন, “ লোন নিয়ে গাড়ি কিনেছি l এখন লকডাউনে মাসে মাসে কিস্তি দিতেই হিমশিম খেয়ে যাচ্ছি । চালকদের বেতন দেব কীভাবে ? অথচ অন্যদিকে গাড়ির রক্ষণাবেক্ষণের খরচ আছে । গাড়ির তেলের খরচাও বহন করতে হচ্ছে l অথচ উপার্জন নেই l এরকম চলতে থাকলে গাড়ির ব্যবসা চালাব কীভাবে।”

কার্যত, এক অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে বেসরকারি গাড়ি পরিবহন ব্যবস্থা । চালকদের ভাঁড়ারে টান, এইদিকে উপার্জন নেই বলে মালিকপক্ষ বেতন দিতে পারছে না । যদিও আজ থেকে লকডাউনের নিয়মের পরিবর্তন এনেছে রাজ্য সরকার । নির্দেশিকা প্রকাশ করেছে কেন্দ্রও । সেক্ষেত্রে প্রায় সবক্ষেত্রেই ছাড় দেওয়া হয়েছে । স্বাভাবিক হবে পরিবহনও । কিন্তু পর্যটন বন্ধ থাকলে লাভের মুখ দেখবেন কীভাবে এই প্রশ্নও রয়েছে তাঁদের মধ্যে ।

পুরুলিয়া, 30 মে : দীর্ঘ লকডাউনে আর্থিক সংকটের মুখে পুরুলিয়া শহরের ছোটো গাড়ির চালক ও মালিকরা l পুরুলিয়া শহরের এই গাড়িগুলি বেসরকারি পরিবহন পরিষেবা দেয় l কিন্তু লকডাউনে গাড়ি ভাড়া করছেন কোনও মানুষ l ফলে এই মুহূর্তে জটিল আর্থিক সমস্যার মুখে পড়েছেন গাড়ির চালক ও মালিকরা l

এইদিকে বন্ধ পর্যটকদের আনাগোনা । বন্ধ যাতায়াত l ছোটো গাড়ি বুকিং বন্ধ l এমনকী বাইরের জেলা বা বাইরের রাজ্যে যাতায়াতও করছেন না কেউ l তাই দীর্ঘদিনের লকডাউনে এইবার চিন্তার ভাঁজ পড়েছে চালক ও গাড়ির মালিকদের l

পুরুলিয়া শহরের ট্যাক্সি স্ট্যান্ড, সাহেব বাঁধ স্ট্যান্ডে প্রায় 180টি ছোটো গাড়ি থাকে l এদের সকলেরই ভরসা বেসরকারি পরিবহন l কিন্তু লকডাউনের পর থেকে যান চলাচল বন্ধ l যার ফলে মালিকরা কিস্তি দিতে পারছেন না, চালকদের বেতন দেবেন কীভাবে ! যেদিন কোনও গাড়ি ভাড়া পাচ্ছেন, সেইদিন গাড়িচালক বেতন পাচ্ছেন l কীভাবে পরিস্থিতি সামাল দেবেন ভেবে পাচ্ছেন না তাঁরা l

গাড়িচালক ইয়াকুব আনসারি, রাম বাউরি এবং জগন্নাথ বাউরি জানান, বর্তমানে লকডাউনের কারণে কেউ গাড়ি বুকিং করছেন না l যার ফলে ভাড়াও পাচ্ছেন না l প্রতিদিন সকাল হলেই গাড়ি নিয়ে স্ট্যান্ডে এসেছেন । গাড়ি বুকিং কোনওদিন হয় বা কোনওদিন হয় না l তাই রোজগারও বন্ধ l মালিকপক্ষ মাসিক বেতনও বন্ধ করে দিয়েছে l এখন যদি কোনওদিন ভাড়া চলে তবেই তাঁরা বেতন পান, নয়তো রোজগার বন্ধ l বাড়ির লোকের ভরসা শুধু রেশনের চাল l তা দিয়েই কোনওরকমে চলছে অভাবের সংসার l

লকডাউনের কারণে কোনও পর্যটকও আসছেন না পুরুলিয়ায় l তাছাড়া এখন বাইরের জেলা এবং বাইরের রাজ্যে যাতায়াতও বন্ধ l কোরোনার আতঙ্কও রয়েছে l কখন কোনও রোগী কি উপসর্গ নিয়ে চাপছেন তাও জানা নেই l পর্যাপ্ত সুরক্ষাও নেই l আতঙ্ককে সঙ্গী করেই পেটের তাগিদে চালকের কাজ করে যাচ্ছেন l এরকম চলতে থাকলে অন্য কাজ দেখতে হবে বলে জানালেন ইয়াকুব, রাম এবং জগন্নাথ ।

গাড়ির মালিক সমীর বাউরি এবং হারাধন মাহাতজানান, গাড়ি থেকে কোনও উপার্জন হচ্ছে না l তাঁরা বলেন, “ লোন নিয়ে গাড়ি কিনেছি l এখন লকডাউনে মাসে মাসে কিস্তি দিতেই হিমশিম খেয়ে যাচ্ছি । চালকদের বেতন দেব কীভাবে ? অথচ অন্যদিকে গাড়ির রক্ষণাবেক্ষণের খরচ আছে । গাড়ির তেলের খরচাও বহন করতে হচ্ছে l অথচ উপার্জন নেই l এরকম চলতে থাকলে গাড়ির ব্যবসা চালাব কীভাবে।”

কার্যত, এক অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে বেসরকারি গাড়ি পরিবহন ব্যবস্থা । চালকদের ভাঁড়ারে টান, এইদিকে উপার্জন নেই বলে মালিকপক্ষ বেতন দিতে পারছে না । যদিও আজ থেকে লকডাউনের নিয়মের পরিবর্তন এনেছে রাজ্য সরকার । নির্দেশিকা প্রকাশ করেছে কেন্দ্রও । সেক্ষেত্রে প্রায় সবক্ষেত্রেই ছাড় দেওয়া হয়েছে । স্বাভাবিক হবে পরিবহনও । কিন্তু পর্যটন বন্ধ থাকলে লাভের মুখ দেখবেন কীভাবে এই প্রশ্নও রয়েছে তাঁদের মধ্যে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.