ETV Bharat / state

Jhalda Congress Councillor Murder : তপন কান্দু খুনে সিবিআই তদন্তের দাবি, পোস্টারে ছয়লাপ ঝালদা

author img

By

Published : Mar 24, 2022, 9:18 PM IST

কংগ্রেস কাউন্সিলর খুনের ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়ে পোস্টার ঝালদায় (Posters demanding CBI probe into Tapan Kandu murder) । নিহত তপন কান্দুর ছবি সহ ওই পোস্টারের উপরে লেখা, 'জাস্টিস ফর তপন কান্দু' । 13 মার্চ ঝালদায় দুষ্কৃতীদের গুলিতে নিহত হন কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু ৷

Tapan Kandu
Tapan Kandu

পুরুলিয়া, 24 মার্চ : কংগ্রেস কাউন্সিলর খুনের ঘটনায় এবার সিবিআই তদন্তের দাবি জানিয়ে পোস্টারে ছয়লাপ ঝালদা পৌরশহর (Posters demanding CBI probe into Tapan Kandu's murder) । ঝালদার মূল রাস্তা থেকে শুরু করে পাড়ায় পাড়ায় দেখা যাচ্ছে পোস্টার । নিহত তপন কান্দুর ছবি সহ ওই পোস্টারের উপরে লেখা, 'জাস্টিস ফর তপন কান্দু', নিচে লেখা 'সিবিআই তদন্ত চাই' । তবে কারা, কখন এই পোস্টার দিয়েছে তা জানা যায়নি ।

অন্যদিকে আইসি পদে সঞ্জীব ঘোষ বহাল থাকলেও বর্তমানে পুরুলিয়ার ঝালদা থানার নজরদারিতে এসডিপিও সুব্রত দেবকে দায়িত্ব দিয়েছে জেলা পুলিশ । কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের ঘটনায় ঝালদা থানার আইসির বিরুদ্ধে একের পর এক অভিযোগ ওঠায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে পুলিশ সুত্রে জানা গিয়েছে । তবে ঝালদা থানার আইসির পদেই সঞ্জীব ঘোষ বহাল রয়েছেন ।

আরও পড়ুন : Mamata at Bagtui : বগটুই-কাণ্ডে ক্ষতিপূরণের ঘোষণা, তৃণমূল নেতা আনারুলকে গ্রেফতারের নির্দেশ মুখ্যমন্ত্রীর

প্রসঙ্গত, বিগত 13 মার্চ ঝালদা শহর লাগোয়া গোকুলনগর গ্রামের অদূরে দুষ্কৃতীদের গুলিতে নিহত হন কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু (Tapan Kandu murder case) । ঘটনায় তোলপাড় হয়ে ওঠে রাজ্য রাজনীতি । গোটা ঘটনার তদন্ত করছে জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের 6 সদস্যের সিট । তদন্তে সহযোগিতা করছে সিআইডি । এই খুনের ঘটনায় এখনও পর্যন্ত এক জন গ্রেফতার হয়েছে । কর্তব্যে গাফিলতির অভিযোগের ভিত্তিতে একজন মহিলা সাব ইন্সপেক্টর সহ 5 পুলিশ কর্মীকে ক্লোজ করেছে জেলা পুলিশ । নিহতের স্ত্রী পূর্ণিমা কান্দুর গোপন জবানবন্দিও নেওয়া হয়েছে । দুই সদস্যের ফরেনসিক দল এসে ঝালদা গুলিকাণ্ডের ঘটনার তদন্ত করেন ।

আরও পড়ুন : Rampurhat Bagtui Massacre : মমতাকে বগটুইয়ে স্বাগত জানাতে তৃণমূলের তোরণ ! শুরু বিতর্ক

ঘটনায় রাজ্য পুলিশের উপর ভরসা না রেখে প্রথম থেকেই সিবিআই তদন্তের দাবি জানিয়ে এসেছেন নিহতের পরিবার সহ গোটা ঝালদাবাসী । গোটা শহরবাসী সহ নিহতের পরিবার সিবিআই তদন্তের দাবিতে এখনও অনড় ।

পুরুলিয়া, 24 মার্চ : কংগ্রেস কাউন্সিলর খুনের ঘটনায় এবার সিবিআই তদন্তের দাবি জানিয়ে পোস্টারে ছয়লাপ ঝালদা পৌরশহর (Posters demanding CBI probe into Tapan Kandu's murder) । ঝালদার মূল রাস্তা থেকে শুরু করে পাড়ায় পাড়ায় দেখা যাচ্ছে পোস্টার । নিহত তপন কান্দুর ছবি সহ ওই পোস্টারের উপরে লেখা, 'জাস্টিস ফর তপন কান্দু', নিচে লেখা 'সিবিআই তদন্ত চাই' । তবে কারা, কখন এই পোস্টার দিয়েছে তা জানা যায়নি ।

অন্যদিকে আইসি পদে সঞ্জীব ঘোষ বহাল থাকলেও বর্তমানে পুরুলিয়ার ঝালদা থানার নজরদারিতে এসডিপিও সুব্রত দেবকে দায়িত্ব দিয়েছে জেলা পুলিশ । কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের ঘটনায় ঝালদা থানার আইসির বিরুদ্ধে একের পর এক অভিযোগ ওঠায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে পুলিশ সুত্রে জানা গিয়েছে । তবে ঝালদা থানার আইসির পদেই সঞ্জীব ঘোষ বহাল রয়েছেন ।

আরও পড়ুন : Mamata at Bagtui : বগটুই-কাণ্ডে ক্ষতিপূরণের ঘোষণা, তৃণমূল নেতা আনারুলকে গ্রেফতারের নির্দেশ মুখ্যমন্ত্রীর

প্রসঙ্গত, বিগত 13 মার্চ ঝালদা শহর লাগোয়া গোকুলনগর গ্রামের অদূরে দুষ্কৃতীদের গুলিতে নিহত হন কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু (Tapan Kandu murder case) । ঘটনায় তোলপাড় হয়ে ওঠে রাজ্য রাজনীতি । গোটা ঘটনার তদন্ত করছে জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের 6 সদস্যের সিট । তদন্তে সহযোগিতা করছে সিআইডি । এই খুনের ঘটনায় এখনও পর্যন্ত এক জন গ্রেফতার হয়েছে । কর্তব্যে গাফিলতির অভিযোগের ভিত্তিতে একজন মহিলা সাব ইন্সপেক্টর সহ 5 পুলিশ কর্মীকে ক্লোজ করেছে জেলা পুলিশ । নিহতের স্ত্রী পূর্ণিমা কান্দুর গোপন জবানবন্দিও নেওয়া হয়েছে । দুই সদস্যের ফরেনসিক দল এসে ঝালদা গুলিকাণ্ডের ঘটনার তদন্ত করেন ।

আরও পড়ুন : Rampurhat Bagtui Massacre : মমতাকে বগটুইয়ে স্বাগত জানাতে তৃণমূলের তোরণ ! শুরু বিতর্ক

ঘটনায় রাজ্য পুলিশের উপর ভরসা না রেখে প্রথম থেকেই সিবিআই তদন্তের দাবি জানিয়ে এসেছেন নিহতের পরিবার সহ গোটা ঝালদাবাসী । গোটা শহরবাসী সহ নিহতের পরিবার সিবিআই তদন্তের দাবিতে এখনও অনড় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.