ETV Bharat / state

Child Fever : পরিকাঠামোর অভাব, পুরুলিয়া মেডিক্যালের শিশুবিভাগে বিক্ষোভ পরিজনদের

পুরুলিয়া মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে শিশুবিভাগে পরিকাঠামোর অভাবের অভিযোগ ৷ 116 শয্যার ওয়ার্ডে ভর্তি 214 জন শিশু ৷ পাশাপাশি শিশুদের চিকিৎসা নিয়ে পরিবারের লোকজনদের অবগত করা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে ৷

Poor Infrastructure in Child Ward of Purulia Medical College and Hospital
পুরুলিয়া মেডিক্যাল কলেজে পরিকাঠামোর অভাবের অভিযোগ শিশুবিভাগে বিক্ষোভ পরিজনদের
author img

By

Published : Sep 19, 2021, 10:38 PM IST

পুরুলিয়া, 19 সেপ্টেম্বর : পুরুলিয়া মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে শিশু বিভাগের বাইরে রোগীর পরিবারের বিক্ষোভ । চিকিৎসা পরিষেবায় গাফিলতি, পর্যাপ্ত বেডের অভাব সহ নানা অভিযোগে সরব শিশুর পরিবারের সদস্যরা ৷ অভিযোগ, চিকিৎসকরা ঠিক মতো শিশুবিভাগে ভিজিট করছেন না বলে অভিযোগ তুলেছেন তাঁরা ৷ এমনকি শিশুদের আদৌ চিকিৎসা হচ্ছে কি না, সেটাও জানতে দেওয়া হচ্ছে না বাচ্চার মা-বাবাকে ৷ সেই বিক্ষোভের মাঝেই এ দিন হাসপাতালে যান পুরুলিয়ার বিজেপি বিধায়ক সুদীপ মুখোপাধ্যায় ৷ তিনি হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসা ব্যবস্থার গাফিলতি ও পরিকাঠামোর অভাবের অভিযোগে স্বাস্থ্য দফতরের সমালোচনা করেন ৷ শিশু বিভাগের পরিকাঠামো এবং বেডের অভাবের কথা স্বীকারও করেছেন পুরুলিয়া মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের সুপার সুকমল বিষয়ী ৷

রাজ্যজুড়ে শিশুদের মধ্যে জ্বর, সর্দি, কাশির প্রকোপ বেড়ে চলেছে ৷ পুরুলিয়া দেবেন মাহাত মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে অর্থাৎ, পুরুলিয়া মেডিক্যাল কলেজের শিশু বিভাগে প্রতিদিন বাড়ছে জ্বরে আক্রান্ত শিশুর সংখ্যা ৷ অথচ হাসপাতালের শিশুবিভাগে শয্যার সংখ্যা মাত্র 116টি ৷ কিন্তু, শিশু ভর্তি রয়েছে 214 জন ৷ অভিযোগ কোনও শয্যায় 3 শিশু, তো কোথাও 4 শিশুর চিকিৎসা একসঙ্গে চলছে ৷ যে ছবি ঘটনায় উদ্বেগ বাড়িয়েছে জেলা স্বাস্থ্য দফতরের ৷

আরও পড়ুন: Fever in Children : শিশুদের অজানা জ্বরে সময়মতো চিকিৎসকের পরামর্শ নিতে আর্জি বিশেষজ্ঞদের

আজ পুরুলিয়া মেডিক্যাল হাসপাতালের শিশু বিভাগের পরিস্থিতি খতিয়ে দেখেন সেখানকার বিজেপি বিধায়ক সুদীপ মুখোপাধ্যায় ৷ পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের প্রতিমন্ত্রী সন্ধ্যারানী টুডু সেখানে ছিলেন ৷ তাঁরা কথা বলেন, হাসপাতালের সুপার চিকিৎসক সুকমল বিষয়ীর সঙ্গেও ৷ হাসপাতাল পরিদর্শনের পর বিজেপি বিধায়ক সুদীপ মুখোপাধ্যায় অভিযোগ করেছেন, ‘‘পরিস্থিতি ভয়াবহ হয়ে দাঁড়িয়েছে ৷ সুচিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে শিশুরা ৷’’

পুরুলিয়া মেডিক্যাল কলেজে পরিকাঠামোর অভাবের অভিযোগ শিশুবিভাগে বিক্ষোভ পরিজনদের

আরও পড়ুন: Child Fever : শিশুদের জ্বরে উদ্বেগের কিছু নেই ; আশ্বাস উত্তরবঙ্গে পরিদর্শনে আসা বিশেষজ্ঞদের

হাসপাতাল সুপার সুকমল বিষয়ী জানান, ‘‘বেডের সংখ্যার চেয়ে ভর্তি থাকা শিশুদের সংখ্যা অনেক বেশি ৷ তাই এই সমস্যা বরাবরই আছে হাসপাতালে ৷ এখানে বেড সংখ্যা বাড়ানোও সম্ভব নয় ৷’’ যদিও উল্টো কথা বললেন প্রতিমন্ত্রী সন্ধ্যারানী টুডু ৷ তিনি বলেন, "চিকিৎসা ভাল হচ্ছে ৷ হাসপাতালে কোনও সমস্যা নেই ৷’’

আরও পড়ুন: Jalpaiguri Special : স্বাস্থ্যকেন্দ্রে ডাক্তার নেই, জ্বরে আক্রান্ত শিশুদের রেফার করা হচ্ছে 20 কিমি দূরের হাসপাতালে

পুরুলিয়া, 19 সেপ্টেম্বর : পুরুলিয়া মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে শিশু বিভাগের বাইরে রোগীর পরিবারের বিক্ষোভ । চিকিৎসা পরিষেবায় গাফিলতি, পর্যাপ্ত বেডের অভাব সহ নানা অভিযোগে সরব শিশুর পরিবারের সদস্যরা ৷ অভিযোগ, চিকিৎসকরা ঠিক মতো শিশুবিভাগে ভিজিট করছেন না বলে অভিযোগ তুলেছেন তাঁরা ৷ এমনকি শিশুদের আদৌ চিকিৎসা হচ্ছে কি না, সেটাও জানতে দেওয়া হচ্ছে না বাচ্চার মা-বাবাকে ৷ সেই বিক্ষোভের মাঝেই এ দিন হাসপাতালে যান পুরুলিয়ার বিজেপি বিধায়ক সুদীপ মুখোপাধ্যায় ৷ তিনি হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসা ব্যবস্থার গাফিলতি ও পরিকাঠামোর অভাবের অভিযোগে স্বাস্থ্য দফতরের সমালোচনা করেন ৷ শিশু বিভাগের পরিকাঠামো এবং বেডের অভাবের কথা স্বীকারও করেছেন পুরুলিয়া মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের সুপার সুকমল বিষয়ী ৷

রাজ্যজুড়ে শিশুদের মধ্যে জ্বর, সর্দি, কাশির প্রকোপ বেড়ে চলেছে ৷ পুরুলিয়া দেবেন মাহাত মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে অর্থাৎ, পুরুলিয়া মেডিক্যাল কলেজের শিশু বিভাগে প্রতিদিন বাড়ছে জ্বরে আক্রান্ত শিশুর সংখ্যা ৷ অথচ হাসপাতালের শিশুবিভাগে শয্যার সংখ্যা মাত্র 116টি ৷ কিন্তু, শিশু ভর্তি রয়েছে 214 জন ৷ অভিযোগ কোনও শয্যায় 3 শিশু, তো কোথাও 4 শিশুর চিকিৎসা একসঙ্গে চলছে ৷ যে ছবি ঘটনায় উদ্বেগ বাড়িয়েছে জেলা স্বাস্থ্য দফতরের ৷

আরও পড়ুন: Fever in Children : শিশুদের অজানা জ্বরে সময়মতো চিকিৎসকের পরামর্শ নিতে আর্জি বিশেষজ্ঞদের

আজ পুরুলিয়া মেডিক্যাল হাসপাতালের শিশু বিভাগের পরিস্থিতি খতিয়ে দেখেন সেখানকার বিজেপি বিধায়ক সুদীপ মুখোপাধ্যায় ৷ পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের প্রতিমন্ত্রী সন্ধ্যারানী টুডু সেখানে ছিলেন ৷ তাঁরা কথা বলেন, হাসপাতালের সুপার চিকিৎসক সুকমল বিষয়ীর সঙ্গেও ৷ হাসপাতাল পরিদর্শনের পর বিজেপি বিধায়ক সুদীপ মুখোপাধ্যায় অভিযোগ করেছেন, ‘‘পরিস্থিতি ভয়াবহ হয়ে দাঁড়িয়েছে ৷ সুচিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে শিশুরা ৷’’

পুরুলিয়া মেডিক্যাল কলেজে পরিকাঠামোর অভাবের অভিযোগ শিশুবিভাগে বিক্ষোভ পরিজনদের

আরও পড়ুন: Child Fever : শিশুদের জ্বরে উদ্বেগের কিছু নেই ; আশ্বাস উত্তরবঙ্গে পরিদর্শনে আসা বিশেষজ্ঞদের

হাসপাতাল সুপার সুকমল বিষয়ী জানান, ‘‘বেডের সংখ্যার চেয়ে ভর্তি থাকা শিশুদের সংখ্যা অনেক বেশি ৷ তাই এই সমস্যা বরাবরই আছে হাসপাতালে ৷ এখানে বেড সংখ্যা বাড়ানোও সম্ভব নয় ৷’’ যদিও উল্টো কথা বললেন প্রতিমন্ত্রী সন্ধ্যারানী টুডু ৷ তিনি বলেন, "চিকিৎসা ভাল হচ্ছে ৷ হাসপাতালে কোনও সমস্যা নেই ৷’’

আরও পড়ুন: Jalpaiguri Special : স্বাস্থ্যকেন্দ্রে ডাক্তার নেই, জ্বরে আক্রান্ত শিশুদের রেফার করা হচ্ছে 20 কিমি দূরের হাসপাতালে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.