ETV Bharat / state

চোলাই মদের ঘাঁটিতে হানা পুলিশের - illicit liquor

অবৈধ চোলাই মদ তৈরির ঘাঁটিতে হানা দিয়ে প্রায় 32 লিটার মদ ও মদ তৈরির সরঞ্জাম নষ্ট করল বাঘমুন্ডি থানার পুলিশ । যদিও ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি ।

illicit liquor
illicit liquor
author img

By

Published : Jul 5, 2020, 4:11 PM IST

পুরুলিয়া, 5 জুলাই : গোপন সূত্রে খবর পেয়ে অবৈধচোলাই মদ তৈরির ঘাঁটিতে হানা বাঘমুন্ডি থানার পুলিশের । বাঘমুন্ডি থানার মাঠাগ্রাম-পঞ্চায়েতের সোনকুপি এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোলাই মদ ও মদ তৈরিরসরঞ্জাম নষ্ট করল পুলিশ । তবে পুলিশ আসছে শুনেই সুযোগ বুঝে পালিয়ে যায় চোলাই মদেরকারবারিরা ।

পুলিশসূত্রে খবর, বাঘমুন্ডিথানার সোনকুপি এলাকায় দীর্ঘদিন ধরেই চোলাই মদ তৈরির খবর ছিল পুলিশের কাছে । সেইসূত্র ধরেই অভিযান চালায় বাঘমুন্ডি থানার পুলিশের বিশেষ দল । এ'দিনের অভিযানে প্রায় 32 লিটার অবৈধ চোলাই মদ নষ্ট করেছে পুলিশ। এর কয়েকদিন আগেও বাঘমুন্ডি থানা এলাকার সেরেংডি গ্রাম-পঞ্চায়েত এলাকারনিশ্চিন্তপুর গ্রামে প্রায় 45 লিটার অবৈধ চোলাই মদ নষ্ট করেছে পুলিশ । বাজেয়াপ্ত করেছে মদতৈরির বেশ কিছু সরঞ্জাম ।

বাঘমুন্ডিথানার OC জানান,"এইএলাকার বিভিন্ন জায়গায় অবৈধ মদ তৈরির বিরুদ্ধে লাগাতার অভিযান চলছে । নষ্ট করেদেওয়া হচ্ছে চোলাই মদ ও মদ তৈরির সামগ্রীগুলি । তবে পুলিশি হানার আগেই কারবাবিরাসুযোগ বুঝে পালিয়েছে । তাই কাউকে গ্রেপ্তার করতে পারা যায়নি l তবে এই অভিযান চলবে ।"

পুরুলিয়া, 5 জুলাই : গোপন সূত্রে খবর পেয়ে অবৈধচোলাই মদ তৈরির ঘাঁটিতে হানা বাঘমুন্ডি থানার পুলিশের । বাঘমুন্ডি থানার মাঠাগ্রাম-পঞ্চায়েতের সোনকুপি এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোলাই মদ ও মদ তৈরিরসরঞ্জাম নষ্ট করল পুলিশ । তবে পুলিশ আসছে শুনেই সুযোগ বুঝে পালিয়ে যায় চোলাই মদেরকারবারিরা ।

পুলিশসূত্রে খবর, বাঘমুন্ডিথানার সোনকুপি এলাকায় দীর্ঘদিন ধরেই চোলাই মদ তৈরির খবর ছিল পুলিশের কাছে । সেইসূত্র ধরেই অভিযান চালায় বাঘমুন্ডি থানার পুলিশের বিশেষ দল । এ'দিনের অভিযানে প্রায় 32 লিটার অবৈধ চোলাই মদ নষ্ট করেছে পুলিশ। এর কয়েকদিন আগেও বাঘমুন্ডি থানা এলাকার সেরেংডি গ্রাম-পঞ্চায়েত এলাকারনিশ্চিন্তপুর গ্রামে প্রায় 45 লিটার অবৈধ চোলাই মদ নষ্ট করেছে পুলিশ । বাজেয়াপ্ত করেছে মদতৈরির বেশ কিছু সরঞ্জাম ।

বাঘমুন্ডিথানার OC জানান,"এইএলাকার বিভিন্ন জায়গায় অবৈধ মদ তৈরির বিরুদ্ধে লাগাতার অভিযান চলছে । নষ্ট করেদেওয়া হচ্ছে চোলাই মদ ও মদ তৈরির সামগ্রীগুলি । তবে পুলিশি হানার আগেই কারবাবিরাসুযোগ বুঝে পালিয়েছে । তাই কাউকে গ্রেপ্তার করতে পারা যায়নি l তবে এই অভিযান চলবে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.