ETV Bharat / state

Police Victim: ফাঁদে পড়লেন খোদ রক্ষক, লক্ষাধিক টাকার প্রতারণার শিকার পুলিশকর্মী

প্রতারণার ফাঁদে পুলিশ কর্মী নিজেই ৷ নামী রং কোম্পানির ডিলারশিপ নিতে গিয়ে প্রতারিত হয়েছেন ওই পুলিশ কর্মী ৷

Etv Bharat
প্রতীকী ছবি
author img

By

Published : May 2, 2023, 11:07 PM IST

Updated : May 3, 2023, 12:59 PM IST

পুরুলিয়া, 2 মে: প্রতারকদের হাত থেকে বাঁচতে প্রতিনিয়ত জনসাধারণার্থে প্রচার চলাচ্ছেন পুলিশকর্মীরা ৷ অথচ প্রতারকের ফাঁদে পড়লেন খোদ পুলিশকর্মী ৷ ঘটনাটি পুরুলিয়ার কোটশিলা থানা এলাকার বাসিন্দা এক পুলিশকর্মীর সঙ্গে ঘটেছে ৷ প্রতারিত ওই পুলিশকর্মী রূপেশচন্দ্র গড়াই পুরুলিয়ার বেলগুমা পুলিশ লাইনে কর্মরত ৷

ঘটনাটি হল, রং কোম্পানির ডিলারশিপ নিতে গিয়েই বিপত্তি ঘটে ৷ অভিযোগ, পুলিশকর্মী রূপেশ চন্দ্র বড়াই তাঁর বাবার নামে একটি নামী রং কোম্পানির ডিলারশিপ নিতে গিয়ে প্রতারিত হন ৷ সোমবার পুরুলিয়ার সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেছেন ওই পুলিশকর্মী ৷ প্রতারিত ওই পুলিশকর্মীর দাবি, এপ্রিল মাসের দু’তারিখ তিনি ইন্টারনেট থেকে খোঁজ করে একটি রং কোম্পানির আইডি ও ফোন নম্বর পান ৷ সেই ফোন নম্বরে ফোন করে তিনি কথা বলেন ৷

ফোনে কথা বলা ওই ব্যক্তি নিজেকে ওই রং কোম্পানির প্রতিনিধি বলেও পরিচয় দেন ৷ এরপর তাঁরা রেজিস্ট্রেশন ফি ও সিকিউরিটি ডিপোজিট বাবদ ওই ব্যক্তির দেওয়া দু’টি ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা দিতে বলেন ৷ ওই পুলিশকর্মী তাঁর বাবার অ্যাকাউন্ট থেকে ধাপে ধাপে 2 লাখ 24 হাজার টাকা পাঠিয়ে দেন রং কোম্পানির পরিচয় দেওয়া প্রতিনিধিদের অ্যাকাউন্টে । ওই পরিমাণ টাকা পাঠানোর পর উলটো দিক থেকে আরও টাকা পাঠাতে বলা হয় । কিন্তু রংয়ের ডিলারশিপ কাজের কোনও অগ্রগতি হয়নি । তখনই সন্দেহ হয় ওই পুলিশকর্মীর ৷

আরও পড়ুন: মাসের মধ্যেই বদলি বীরভূমের পুলিশ সুপার

এরপরেই তিনি ব্যাংকে গিয়ে জানতে পারেন যে ওই অ্যাকাউন্ট রং কোম্পানির নয় । সেগুলি অন্য ব্যক্তিদের অ্যাকাউন্ট । তখন তিনি বুঝতে পারেন যে তাঁরা প্রতারণার শিকার হয়েছেন । দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও টাকা ফেরতের আবেদন জানিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন ওই পুলিশকর্মী । এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে পুরুলিয়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন) চিন্ময় মিত্তল বলেন, "আমরা অভিযোগ পেয়ে নির্দিষ্ট ধারায় কেস করেছি , ঘটনার তদন্ত করা হচ্ছে । তবে প্রতারকরা যেহেতু প্রতারণার নিত্য নতুন কৌশল অবলম্বন করছেন, তাই জনগণকে আমরা বলবো খুব সাবধানে লেনদেন সংক্রান্ত কাজ গুলি করুন ।"

পুরুলিয়া, 2 মে: প্রতারকদের হাত থেকে বাঁচতে প্রতিনিয়ত জনসাধারণার্থে প্রচার চলাচ্ছেন পুলিশকর্মীরা ৷ অথচ প্রতারকের ফাঁদে পড়লেন খোদ পুলিশকর্মী ৷ ঘটনাটি পুরুলিয়ার কোটশিলা থানা এলাকার বাসিন্দা এক পুলিশকর্মীর সঙ্গে ঘটেছে ৷ প্রতারিত ওই পুলিশকর্মী রূপেশচন্দ্র গড়াই পুরুলিয়ার বেলগুমা পুলিশ লাইনে কর্মরত ৷

ঘটনাটি হল, রং কোম্পানির ডিলারশিপ নিতে গিয়েই বিপত্তি ঘটে ৷ অভিযোগ, পুলিশকর্মী রূপেশ চন্দ্র বড়াই তাঁর বাবার নামে একটি নামী রং কোম্পানির ডিলারশিপ নিতে গিয়ে প্রতারিত হন ৷ সোমবার পুরুলিয়ার সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেছেন ওই পুলিশকর্মী ৷ প্রতারিত ওই পুলিশকর্মীর দাবি, এপ্রিল মাসের দু’তারিখ তিনি ইন্টারনেট থেকে খোঁজ করে একটি রং কোম্পানির আইডি ও ফোন নম্বর পান ৷ সেই ফোন নম্বরে ফোন করে তিনি কথা বলেন ৷

ফোনে কথা বলা ওই ব্যক্তি নিজেকে ওই রং কোম্পানির প্রতিনিধি বলেও পরিচয় দেন ৷ এরপর তাঁরা রেজিস্ট্রেশন ফি ও সিকিউরিটি ডিপোজিট বাবদ ওই ব্যক্তির দেওয়া দু’টি ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা দিতে বলেন ৷ ওই পুলিশকর্মী তাঁর বাবার অ্যাকাউন্ট থেকে ধাপে ধাপে 2 লাখ 24 হাজার টাকা পাঠিয়ে দেন রং কোম্পানির পরিচয় দেওয়া প্রতিনিধিদের অ্যাকাউন্টে । ওই পরিমাণ টাকা পাঠানোর পর উলটো দিক থেকে আরও টাকা পাঠাতে বলা হয় । কিন্তু রংয়ের ডিলারশিপ কাজের কোনও অগ্রগতি হয়নি । তখনই সন্দেহ হয় ওই পুলিশকর্মীর ৷

আরও পড়ুন: মাসের মধ্যেই বদলি বীরভূমের পুলিশ সুপার

এরপরেই তিনি ব্যাংকে গিয়ে জানতে পারেন যে ওই অ্যাকাউন্ট রং কোম্পানির নয় । সেগুলি অন্য ব্যক্তিদের অ্যাকাউন্ট । তখন তিনি বুঝতে পারেন যে তাঁরা প্রতারণার শিকার হয়েছেন । দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও টাকা ফেরতের আবেদন জানিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন ওই পুলিশকর্মী । এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে পুরুলিয়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন) চিন্ময় মিত্তল বলেন, "আমরা অভিযোগ পেয়ে নির্দিষ্ট ধারায় কেস করেছি , ঘটনার তদন্ত করা হচ্ছে । তবে প্রতারকরা যেহেতু প্রতারণার নিত্য নতুন কৌশল অবলম্বন করছেন, তাই জনগণকে আমরা বলবো খুব সাবধানে লেনদেন সংক্রান্ত কাজ গুলি করুন ।"

Last Updated : May 3, 2023, 12:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.