পুরুলিয়া , 10 সেপ্টেম্বর : মানুষকে সচেতন করতে ফের রাস্তায় নামল পুরুলিয়া জেলা পুলিশ ৷ কোরোনা পরিস্থিতিতে সাধারণ মানুষকে মাস্ক পরা ও সামাজিক দূরত্ব মেনে চলার বিষয়ে সচেতন করতে কড়া পদক্ষেপ করল পুলিশ ৷ পুরুলিয়া শহরের মাস্ক না পরা শতাধিক অসচেতন মানুষকে আটক করে তারা ৷
পুরুলিয়া জেলা জুড়ে দিন দিন বেড়ে চলেছে কোরোনা আক্রান্তের সংখ্যা ৷ সংক্রমণ ঠেকাতে স্বাস্থ্য দপ্তর ও প্রশাসনের পক্ষ থেকে বারবার জারি করা হয়েছে নানা নির্দেশিকা l সর্বদা মাস্ক পরে বাইরে বেরোনো , সামাজিক দূরত্ব মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে ৷ কিন্তু তা মানছে ক’জন ৷ জেলা প্রশাসনের নির্দেশিকাকে অগ্রাহ্য করে মাস্ক না পরেই বেরিয়ে পড়ছে রাস্তায় ৷ মানছেন না সামাজিক দূরত্ব l বাজারগুলিতে ভিড় করতে দেখা যাচ্ছে ৷ তাই সাধারণ মানুষকে সচেতন করতে কড়া পদক্ষেপ করছে পুরুলিয়া জেলা পুলিশ l পুরুলিয়া শহরে অভিযান চালিয়ে অসচেতন মানুষকে আটক করছে তারা l মাস্ক না পরলে এবং সামাজিক দূরত্ব না মানলেই আটক করা হচ্ছে ৷ গতকাল প্রায় শতাধিক মানুষকে আটক করেছে পুরুলিয়া সদর থানার পুলিশ l এর আগেও এই ধরনের পদক্ষেপ করতে দেখা গেছিল পুলিশকে ৷ ফের মানুষকে সচেতন করার জন্য রাস্তায় নামে তারা ৷ তবে পুলিশের এই অভিযান চালানোর পরই পুরুলিয়াবাসীকে কিছুটা হলেও সচেতন হতে দেখা গেল ৷ মাস্ক পরার পাশাপাশি সামাজিক দূরত্বও মেনে চলতে দেখা গেল শহরবাসীকে l
রাজ্য স্বাস্থ্য দপ্তরের শেষ বুলেটিন অনুযায়ী , 24 ঘণ্টায় পুরুলিয়ায় কোরোনায় আক্রান্ত হয়েছে 92 জন ৷ এই নিয়ে জেলায় মোট কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল 1 হাজার 849 ৷ মোট সুস্থ হয়েছে 1 হাজার 476 ৷ জেলায় সক্রিয় আক্রান্তের সংখ্যা 367 ৷