পুরুলিয়া, 3 জুলাই: দিন-দিন পেট্রলের দাম বেড়ে যাওয়ায় যখন নাভিশ্বাস উঠেছে মধ্যবিত্তের, তখন পুরুলিয়া জেলা থেকে কয়েকশো মিটার এগোলেই সাত টাকা কমে মিলছে পেট্রল (Petrol available at lower price in Bengal Jharkhand border)। বিশ্বাস হচ্ছে না তো ? কিন্তু বাস্তবে ঘটছে এমনটাই ৷ পুরুলিয়া থেকে ঢিল ছোড়া দূরত্বে ঝাড়খণ্ড সীমানায়ন এক পেট্রল পাম্পে মিলছে কম দামে পেট্রল । স্বাভাবিকভাবেই এ রাজ্যের মানুষ ভিড় করছেন সেখানে।
পুরুলিয়া জেলার বরাবাজার থানার অন্তর্গত বামনিডি গ্রামের বান্দোয়ান এলাকায় রাস্তার উপরেই রয়েছে একটি পেট্রল পাম্প ৷ যেটির আদতে অবস্থান ঝাড়খণ্ডে। সে রাজ্যের পূর্ব সিংভূম জেলার বড়াম থানা এলাকায় অবস্থান পাম্পটির। কিন্তু পুরুলিয়া জেলার বরাবাজার থানার সীমানা যেখানে শেষ হচ্ছে সেখান থেকে ওই পাম্পটির দূরত্ব 500 মিটারের বেশি নয়। যার ফলে ওই থানা এলাকার মানুষ শুধু নন, আশেপাশের প্রচুর মানুষ সেখানে যান পেট্রল নিতে।
আরও পড়ুন : রাজ্য তেলের উপর ভ্যাট ছাড়ে অপারগ : মমতা
অনেকে আবার ঝাড়খণ্ডের ওই পাম্প থেকে তেল নিয়ে গিয়ে পুরুলিয়া জেলার বাজারে খুচরো বিক্রি করেও আয় করেন ৷ এমন জানালেন স্থানীয় বাসিন্দা বিষ্ণুপদ মাহাতো, চণ্ডি পাত্র-সহ কয়েকজন। এই বিষয়ে জানতে ইটিভি ভারতের প্রতিনিধি দেখেন পুরুলিয়া জেলায় যখন পেট্রলের মূল্য 107 টাকা, তখন প্রতিবেশী রাজ্যে ঝাড়খণ্ডের ওই পাম্পে পেট্রল মিলছে 100 টাকাতেই। তবে শুধু এখানেই নয়, পুরুলিয়া-বোকারো রোডে রয়েছে খুঁটাডি পেট্রল পাম্প সেখানেও নির্ধারিত মূল্যের তুলনায় কম দামে পেট্রল নিতে ভিড় জমান সাধারণ মানুষ। অনেকে আবার পাম্পে গিয়ে একবারেই বেশি তেল ভরে আনছেন ৷