ETV Bharat / state

শ্রমিক স্পেশাল ট্রেনে শিশুমৃত্যুর ঘটনায় BJP সাংসদের বাড়ির সামনে বিক্ষোভ - শ্রমিক স্পেশাল ট্রেন

শ্রমিক স্পেশাল ট্রেনে শিশুমৃত্যুর ঘটনায় BJP সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতর বাড়ির সামনে বিক্ষোভ দেখাল ওই শিশুর পরিবার ও এলাকাবাসী ৷ একইসঙ্গে এই ঘটনায় প্রকৃত দায়ির বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তাঁরা ৷

Purulia
সাংসদের বাড়ির সামনে বিক্ষোভ
author img

By

Published : Jun 25, 2020, 8:07 PM IST

পুরুলিয়া, 25 জুন : শ্রমিক স্পেশাল ট্রেনে করে ফেরার সময় মৃত্যু হয়েছিল 18 দিনের শিশু রুবিয়ার ৷ এই ঘটনায় BJP সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতর বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে তাঁর বাড়ির সামনে বিক্ষোভ দেখাল ওই শিশুর পরিবার ও এলাকাবাসী ৷ একইসঙ্গে এই ঘটনায় প্রকৃত দায়ির বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তাঁরা ৷ পুরুলিয়ার রাঁচি রোডের ঘটনা ৷

পুরুলিয়ার জয়পুরের বালি গ্রামের বাসিন্দা দিলদার আনসারি ৷ কেরালার কাসরগড়ে ব্যাগ তৈরির কারখানায় কাজ করতেন তিনি ৷ সেখানেই বিবি রেশমা খাতুন ও রুবিয়া-সহ তিন সন্তানকে নিয়ে থাকতেন ৷ লকডাউনে কারখানা বন্ধ হয়ে যাওয়ায় কর্মহীন হয়ে পড়েন দিলদার ৷ তাই বাড়ি ফিরতে উদ্যোগী হন তিনি ৷ দীর্ঘ চেষ্টার পরে 9 জুন (মঙ্গলবার ) শ্রমিক স্পেশাল ট্রেনে সন্তান ও বিবিকে নিয়ে রওনা দেন দিলদার ৷ ট্রেন ওড়িশা পৌঁছালে দিলদার ও রেশমার 18 দিনের শিশুকন্যা অসুস্থ হয়ে পড়েন ৷ অভিযোগ, রেলের 139 নম্বরে ফোন করেও কোনও সাহায্য মেলেনি ৷ উলটে ট্রেন থেকে নামার চেষ্টা করলে রেলপুলিশ ধমক দেয় বলে অভিযোগ ৷ এরপরই ট্রেনের মধ্যেই মৃত্যু হয় রাবিয়ার ৷

আজ সেই ঘটনার প্রতিবাদেই BJP সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতর বাড়ির সামনে বিক্ষোভ দেখান রাবিয়ার পরিবারের সদস্যরা ও এলাকাবাসী ৷ রাবিয়ার পিসি লাডলি বলেন, "রেলের উদাসীনতায় রুবিয়ার মৃত্যু হয়েছে ৷ কিন্তু এই ঘটনার পরেও জেলা BJP-র তরফে একবারও পরিবারের সঙ্গে দেখা করা হয়নি ৷ আমরা কি অবস্থায় আছি সেবিষয়ে খোঁজ নেননি সাংসদ ৷ এমনকী, শিশু মৃত্যুর কোনও ন্যায়বিচারও পাইনি ৷ শুধুমাত্র আমরা অন্য সম্প্রদায়ের লোক বলে ? না কি আমরা গরীব বলে ? "

এই ঘটনাকে তৃণমূলের চক্রান্ত বলে দাবি করেছেন BJP সাংসদ জ্যোতির্ময় সিং মাহাত ৷ তিনি বলেন, "তৃণমূলের পায়ের তলা থেকে জমি সরে গেছে ৷ এখন কোনও ইশু পাচ্ছে না ৷ তাই এইসব করাচ্ছে ৷ জেলায় যে দুর্নীতি চলছে তা থেকে মানুষের নজর ঘোরাতেই এই সব করা হচ্ছে ৷ "

জেলায় ফেরার পরই দিলদার ও রেশমার পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন পুরুলিয়ার জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়, যুব সভাপতি সুশান্ত মাহাত-সহ অন্যরা ৷ দিলদারের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে কিছু অর্থ সাহায্যও করেন তাঁরা ৷

পুরুলিয়া, 25 জুন : শ্রমিক স্পেশাল ট্রেনে করে ফেরার সময় মৃত্যু হয়েছিল 18 দিনের শিশু রুবিয়ার ৷ এই ঘটনায় BJP সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতর বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে তাঁর বাড়ির সামনে বিক্ষোভ দেখাল ওই শিশুর পরিবার ও এলাকাবাসী ৷ একইসঙ্গে এই ঘটনায় প্রকৃত দায়ির বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তাঁরা ৷ পুরুলিয়ার রাঁচি রোডের ঘটনা ৷

পুরুলিয়ার জয়পুরের বালি গ্রামের বাসিন্দা দিলদার আনসারি ৷ কেরালার কাসরগড়ে ব্যাগ তৈরির কারখানায় কাজ করতেন তিনি ৷ সেখানেই বিবি রেশমা খাতুন ও রুবিয়া-সহ তিন সন্তানকে নিয়ে থাকতেন ৷ লকডাউনে কারখানা বন্ধ হয়ে যাওয়ায় কর্মহীন হয়ে পড়েন দিলদার ৷ তাই বাড়ি ফিরতে উদ্যোগী হন তিনি ৷ দীর্ঘ চেষ্টার পরে 9 জুন (মঙ্গলবার ) শ্রমিক স্পেশাল ট্রেনে সন্তান ও বিবিকে নিয়ে রওনা দেন দিলদার ৷ ট্রেন ওড়িশা পৌঁছালে দিলদার ও রেশমার 18 দিনের শিশুকন্যা অসুস্থ হয়ে পড়েন ৷ অভিযোগ, রেলের 139 নম্বরে ফোন করেও কোনও সাহায্য মেলেনি ৷ উলটে ট্রেন থেকে নামার চেষ্টা করলে রেলপুলিশ ধমক দেয় বলে অভিযোগ ৷ এরপরই ট্রেনের মধ্যেই মৃত্যু হয় রাবিয়ার ৷

আজ সেই ঘটনার প্রতিবাদেই BJP সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতর বাড়ির সামনে বিক্ষোভ দেখান রাবিয়ার পরিবারের সদস্যরা ও এলাকাবাসী ৷ রাবিয়ার পিসি লাডলি বলেন, "রেলের উদাসীনতায় রুবিয়ার মৃত্যু হয়েছে ৷ কিন্তু এই ঘটনার পরেও জেলা BJP-র তরফে একবারও পরিবারের সঙ্গে দেখা করা হয়নি ৷ আমরা কি অবস্থায় আছি সেবিষয়ে খোঁজ নেননি সাংসদ ৷ এমনকী, শিশু মৃত্যুর কোনও ন্যায়বিচারও পাইনি ৷ শুধুমাত্র আমরা অন্য সম্প্রদায়ের লোক বলে ? না কি আমরা গরীব বলে ? "

এই ঘটনাকে তৃণমূলের চক্রান্ত বলে দাবি করেছেন BJP সাংসদ জ্যোতির্ময় সিং মাহাত ৷ তিনি বলেন, "তৃণমূলের পায়ের তলা থেকে জমি সরে গেছে ৷ এখন কোনও ইশু পাচ্ছে না ৷ তাই এইসব করাচ্ছে ৷ জেলায় যে দুর্নীতি চলছে তা থেকে মানুষের নজর ঘোরাতেই এই সব করা হচ্ছে ৷ "

জেলায় ফেরার পরই দিলদার ও রেশমার পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন পুরুলিয়ার জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়, যুব সভাপতি সুশান্ত মাহাত-সহ অন্যরা ৷ দিলদারের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে কিছু অর্থ সাহায্যও করেন তাঁরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.