পুরুলিয়া, 4 জুলাই : পুরুলিয়ার বাঘমুণ্ডী বিধানসভায় তৃণমূল ও CPI(M) থেকে BJP-তে যোগ দিলেন 350 জন কর্মী-সমর্থক । তাঁদের হাতে আজ পতাকা তুলে দেন জ্যোতির্ময় সিং মাহাত । অন্যদিকে, আজই বলরামপুর ব্লকের ডাভা এলাকার 150 জন BJP সদস্য যোগ দিলেন তৃণমূলে । পুরুলিয়ার রাঁচি রোডের তৃণমূলের দলীয় কার্যালয়ে তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা তৃণমূল সভাপতি তথা মন্ত্রী শান্তিরাম মাহাত ।
BJP-তে যোগদানকারীরা জানান, "তৃণমূলে নিচুতলার কর্মীদের কোনও প্রাধান্যই দেওয়া হয় না । অনুষ্ঠানে ডাকও পান না তাঁরা । এলাকার তৃণমূল নেতারা উন্নয়নের কাজ বলতে কিছুই করেনি । তাই BJP-র উপর ভরসা রেখে এলাকার মানুষর উন্নয়নের জন্যই BJP-তে যোগদান ।" অন্যদিকে তৃণমূলে যোগদানকারীরা জানান, "এলাকার মানুষ BJP-র উপর ভরসা রেখে পঞ্চায়েত থেকে লোকসভা নির্বাচনে সাথ দিয়েছিল । কিন্তু এতদিনে মানুষ BJP-র থেকে কী সুযোগ সুবিধা পেয়েছে? মানুষের উন্নয়ন বলতে কী হয়েছে? কিছুই হয়নি, তাই বলরামপুরের মানুষ আজ বুঝতে পেরেছে । ফলে তৃণমূলের হাতকে শক্ত করতে, এলাকার উন্নয়নে জন্য এলাকাবাসীরা একজোট হয়ে তৃণমূলে যোগদান করলেন ।"
এবিষয়ে BJP সাংসদ জ্যোতির্ময় সিং মাহাত বলেন, "জেলার প্রান্তিক এলাকার বাঘমুণ্ডী ব্লকের বুরদা-কালিমাটি অঞ্চলের উন্নয়ন টা যে কী সেটাই জানে না তৃণমূল । এখানকার মানুষকে শুধু ভোট ব্যাঙ্ক হিসেবে ব্যবহার করা হয় । মানুষকে সবদিন বোকা বানিয়ে রাখা যায় না । তৃণমূলের সব কীর্তি আজ ধরে মানুষ ফেলেছে । তাই এলাকার যুবকর্মীরা এবং তৃণমূল ও অন্যান্য দলের সমর্থকেরা আজ BJP-তে যোগদান করলেন ।" জেলা তৃণমূল সভাপতি তথা মন্ত্রী শান্তিরাম মাহাত অপরদিকে জানান, "BJP মানুষকে ভুল বুঝিয়ে নিজেদের দলে টেনেছিল । আজ তাঁরা সকলেই BJP-র আসল রূপটা চিনতে পারছেন । জেলায় তৃণমূল যেভাবে উন্নয়নের গতি এনেছে তা কেউ করতে পারেনি আর তৃণমূল ছাড়া কেউ উন্নয়নের কাজও করতে পারবে না । তাই তৃণমূলের হাতকে শক্ত করতে BJP সমর্থিত কর্মীরা তৃণমূলে যোগ দিলেন ।"