পুরুলিয়া, 24 অগাস্ট: বিচারাধীন অবস্থায় এক বন্দির মৃত্যু ৷ নাম বিনোদ সরেণ (28) ৷ রঘুনাথপুর উপ-সংশোধনাগারে বন্দি ছিল সে ৷ পরিবারের অভিযোগ, দীর্ঘদিন তার উপর পুলিশি অত্যাচার ও অন্যান্য বন্দিরা পাশবিক নির্যাতন চালাত ৷ সেই কারণেই মৃত্যু হয়েছে তার ৷ তবে মৃত্যুর সঠিক কারণ এখনও স্পষ্ট নয় ৷ মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ ৷
সালটা 2018 সালের নভেম্বর মাস ৷ গ্রামের এক মহিলাকে ডাইনি অপবাদে পিটিয়ে খুনের মামলায় কাশীপুর থানার পুলিশ গ্রেপ্তার করে বিনোদকে (28) ৷ পুরুলিয়ার কাশীপুর থানার লফরমন্ডলডি গ্রামের বাসিন্দা সে ৷ গতকাল সংশোধনাগারের মধ্যে থাকাকালীন হঠাৎই বুকে ব্যথা অনুভব করে বিনোদ ৷ জানায় সংশোধনাগার কর্তৃপক্ষকে ৷ সঙ্গে সঙ্গেই তাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ৷ কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় বিনোদের ৷ পুরুলিয়া দেবেন মাহাত সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য মৃতদেহ পাঠানো হয়েছে ৷