ETV Bharat / state

ছেলে-বউয়ের অত্যাচার, আদালতে বৃদ্ধা

ছেলে ও বউয়ের অত্যাচার সহ্য করতে না পেয়ে আদালতে বৃদ্ধা । ভিযুক্ত ছেলে সুকুমার বন্দ্যোপাধ্যায় পেশায় শিক্ষক ।

author img

By

Published : Jul 13, 2019, 1:19 PM IST

Updated : Jul 13, 2019, 2:20 PM IST

প্রভাতী বন্দ্যোপাধ্যায়

পুরুলিয়া, 13 জুলাই : ছেলে ও বউয়ের অত্যাচার সহ্য করতে না পেয়ে আদালতে বৃদ্ধা । ঘটনা পুরুলিয়ার বাগদা গ্রামের । অভিযুক্ত ছেলে সুকুমার বন্দ্যোপাধ্যায় পেশায় শিক্ষক । তাঁর স্ত্রীর নাম শ্রাবণী । অভিযোগ করা হয়েছে পরিচারিকা সনকা বাউরীর বিরুদ্ধেও । বৃদ্ধার অভিযোগ, 22 বছর ধরে শারীরিক ও মানসিক অত্যাচার চালাত ছেলে ও বউমা । বৃদ্ধার দাবি, স্থানীয় থানায় অভিযোগ জানানো হলেও লাভের লাভ কিছু হয়নি । অবশেষে পুরুলিয়া জেলা আদালতে গেলেন নির্যাতিতা মা 76 বছরের প্রভাতী বন্দ্যোপাধ্যায় ।

প্রভাতী বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, "22 বছর আগে স্বামী চণ্ডীদাস বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যু হয় । তিনি পেশায় প্রাথমিক শিক্ষক ছিলেন । স্বামীর মৃত্যুর পর একমাত্র ছেলে সুকুমার সেই চাকরি পান । চাকরি পাওয়ার পর ছেলে বিয়ে করে । বৃদ্ধার দাবি, তারপরই বদলে যায় সবকিছু । ছেলে ও ছেলের বউ দু'জনে মিলে নানাভাবে মানসিক ও শারীরিক অত্যাচার শুরু করে । লাঠি দিয়ে মারধর শুরু করে, গরম তেল ছিটিয়ে দেয় মায়ের শরীরে । কোনও কোনও দিন খালি পেটেও থাকতে হয়েছিল । তাঁর আরও অভিযোগ, তাঁর দুই বিবাহিত মেয়েকে বাড়িতে ঢুকতে দেয় না ছেলে । বউমা শ্রাবণী বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার হুমকিও দিতে থাকে । তখনই পুঞ্চা থানায় অভিযোগ করেন বৃদ্ধা । কিন্তু, পুলিশ কোনও ব্যবস্থা না নেওয়ায় আদালতে যান তিনি ।

বৃদ্ধার আইনজীবী অমিয় বন্দ্যোপাধ্যায় বলেন, "শিক্ষক সমাজ গড়ার কারিগর, কিন্তু সেই শিক্ষক ছেলের এই আচরণ কাম্য নয় । বৃদ্ধা যাতে আইনগত সাহায্য পান তার সব চেষ্টা করব ।" অভিযুক্ত ছেলেকে ফোন করা হলে তিনি ফোন ধরেননি ।

পুরুলিয়া, 13 জুলাই : ছেলে ও বউয়ের অত্যাচার সহ্য করতে না পেয়ে আদালতে বৃদ্ধা । ঘটনা পুরুলিয়ার বাগদা গ্রামের । অভিযুক্ত ছেলে সুকুমার বন্দ্যোপাধ্যায় পেশায় শিক্ষক । তাঁর স্ত্রীর নাম শ্রাবণী । অভিযোগ করা হয়েছে পরিচারিকা সনকা বাউরীর বিরুদ্ধেও । বৃদ্ধার অভিযোগ, 22 বছর ধরে শারীরিক ও মানসিক অত্যাচার চালাত ছেলে ও বউমা । বৃদ্ধার দাবি, স্থানীয় থানায় অভিযোগ জানানো হলেও লাভের লাভ কিছু হয়নি । অবশেষে পুরুলিয়া জেলা আদালতে গেলেন নির্যাতিতা মা 76 বছরের প্রভাতী বন্দ্যোপাধ্যায় ।

প্রভাতী বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, "22 বছর আগে স্বামী চণ্ডীদাস বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যু হয় । তিনি পেশায় প্রাথমিক শিক্ষক ছিলেন । স্বামীর মৃত্যুর পর একমাত্র ছেলে সুকুমার সেই চাকরি পান । চাকরি পাওয়ার পর ছেলে বিয়ে করে । বৃদ্ধার দাবি, তারপরই বদলে যায় সবকিছু । ছেলে ও ছেলের বউ দু'জনে মিলে নানাভাবে মানসিক ও শারীরিক অত্যাচার শুরু করে । লাঠি দিয়ে মারধর শুরু করে, গরম তেল ছিটিয়ে দেয় মায়ের শরীরে । কোনও কোনও দিন খালি পেটেও থাকতে হয়েছিল । তাঁর আরও অভিযোগ, তাঁর দুই বিবাহিত মেয়েকে বাড়িতে ঢুকতে দেয় না ছেলে । বউমা শ্রাবণী বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার হুমকিও দিতে থাকে । তখনই পুঞ্চা থানায় অভিযোগ করেন বৃদ্ধা । কিন্তু, পুলিশ কোনও ব্যবস্থা না নেওয়ায় আদালতে যান তিনি ।

বৃদ্ধার আইনজীবী অমিয় বন্দ্যোপাধ্যায় বলেন, "শিক্ষক সমাজ গড়ার কারিগর, কিন্তু সেই শিক্ষক ছেলের এই আচরণ কাম্য নয় । বৃদ্ধা যাতে আইনগত সাহায্য পান তার সব চেষ্টা করব ।" অভিযুক্ত ছেলেকে ফোন করা হলে তিনি ফোন ধরেননি ।

Intro:পুরুলিয়া : অকৃতজ্ঞ, অত্যাচারিত শিক্ষক ছেলে ও ছেলের বৌয়ের হাতে দীর্ঘ 22 বছর ধরে শারীরিক ও মানসিক অত্যাচারে জর্জরিত হয়ে অবশেষে আদালতের দ্বারস্থ 76 বছরের বৃদ্ধা মা l ঘটনা পুরুলিয়া জেলার পুঞ্চা থানার বাগদা গ্রামের l অভিযুক্ত শিক্ষক ছেলে ও ছেলের বৌয়ের নাম সুকুমার ব্যানার্জী ও শ্রাবনী ব্যানার্জী l এমনকি অভিযোগ ছেলে ও ছেলের বৌ বাড়ির পরিচারিকাকে দিয়েও নানাভাবে শারীরিক নির্যাতন করানো হয় l এ বিষয়ে স্থানীয় পুঞ্চা থানায় লিখিত অভিযোগ জানানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি l তাই এবার গুনধর ছেলে, ছেলের বৌ ও পরিচারিকা সনকা বাউরীর বিরুদ্ধে অভিযোগ জানাতে শুক্রবার সরাসরি পুরুলিয়া জেলা আদালতে হাজির নির্যাতিতা মা প্রভাতী ব্যানার্জী (76) l
Body:বৃদ্ধা মা প্রভাতী ব্যানার্জীর অভিযোগ, "22 বছর আগে প্রাথমিক শিক্ষক স্বামী চন্ডিদাস ব্যানার্জীর অস্বাভাবিক মৃত্যু হয় l স্বামীর মৃত্যুর পর একমাত্র ছেলে শুভঙ্কর ব্যানার্জী স্বামীর শিক্ষকতার চাকরি পান l চাকরি পাওয়ার পর ছেলে বিয়ে করে l তারপরই বদলে যায় সবকিছু l ছেলে ও ছেলের বৌ দুজনে মিলে নানাভাবে মানসিক ও স্বাররিক অত্যাচার শুরু করে l লাঠি দিয়ে মারধর শুরু করে, গরম তেলের ছিটে দেয় মায়ের শরীরে l কোনো কোনো দিন খালি পেটেই দিন কাটাতে হয় l অন্যের বাড়িতে খাবার খেয়ে দিন কাটান l" এমনকি অভিযোগ, "প্রভাতী দেবীর দুই বিবাহিত কন্যা সন্তান রয়েছে l তাঁদেরকেও বাপের বাড়িতে ঢুকতে বাধা দেন গুনধর ছেলে l বাড়ির পরিচারিকাকে দিয়েও নানান ভাবে অত্যাচার করানো হয় l অত্যাচার এতটাই চরমে পৌঁছায় যে ছেলের বৌ শ্রাবনী ব্যানার্জী তাকে হুমকি দেয় বাড়ি ছেড়ে চলে না গেলে খুন করা হবে l আতঙ্কিত হয়ে এ বিষয়ে স্থানীয় পুঞ্চা থানায় ছেলে সুকুমার ব্যানার্জী, ছেলের স্ত্রী শ্রাবনী ব্যানার্জী সহ পরিচারিকা সনকা বাউরীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয় l কিন্তু পুলিশ এ বিষয়ে কোনো কর্ণপাত না করায় অবশেষে শুক্রবার গুনধর শিক্ষক ছেলে সুকুমার ব্যানার্জী বিরুদ্ধে পুরুলিয়া জেলা আদালতের দ্বারস্থ হন অসহায় বৃদ্ধা মা প্রভাতী ব্যানার্জী l"Conclusion:অন্যদিকে এ বিষয়ে প্রভাতী দেবীর আইনজীবী অমিয় ব্যানার্জী বলেন, "শিক্ষক সমাজ গড়ার কারিগর, কিন্তু সেই শিক্ষক ছেলের এহেন আচরণ কাম্য নয় l এর থেকেই বোঝা যায় তার মানসিকতা কেমন l প্রায় 22 বছর ধরে নিজের বৃদ্ধ মায়ের উপর নানাভাবে শারীরিক ও মানসিক অত্যাচার চালানো হয়েছে l কিন্তু পুলিশ প্রশাসন এ বিষয়ে কোনো হস্তক্ষেপ করেনি l আমি বিষয়টি জানতে পারলাম l তাই আজকে আদালতে মামলা করা হবে ছেলে, ছেলের বৌ ও পরিচারিকার বিরুদ্ধে l অসহায় ওই বৃদ্ধা মা ন্যায় পাবে বলে আশা রাখছি l" যদিও এই বিষয়ে অভিযুক্ত শিক্ষক ছেলে সুকুমার ব্যানার্জীকে প্ৰতিক্ৰিয়া জানার জন্য বার বার ফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন তোলেন নি l"
Last Updated : Jul 13, 2019, 2:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.