ETV Bharat / state

NVF officer sucide : পুরুলিয়ায় নিজের সার্ভিস রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মঘাতী এক এনভিএফ কর্মী - para police

পুরুলিয়ার সাঁওতালডিহি সড়কের কাছে রয়েছে পাড়া থানা ৷ সেখানের এনভিএফ (NVF)-এর কর্মী ছিলেন প্রণব মহান্তি ৷ বয়স 30 বছর ৷ এদিন রাতে কর্মরত অবস্থাতে নিজের সার্ভিস রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মহত্যা করেন তিনি ৷ প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, মানসিক অবসাদে ভুগছিলেন তিনি ৷ এই কারণেই আত্মহত্যা না আর অন্য কোনও কারণ রয়েছে তার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

NVF officer sucide
NVF কর্মী
author img

By

Published : Sep 5, 2021, 10:09 PM IST

পুরুলিয়া, 5 সেপ্টেম্বর : কর্মরত অবস্থায় নিজের সার্ভিস রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মহত্যা করলেন এক এনভিএফ (NVF) কর্মী। এদিন রাতে ঘটনাটি ঘটেছে পুরুলিয়া পাড়া থানার অন্তর্গত রঘুনাথপুর সাঁওতালডিহি সড়কের কোল্ডি মোড়ের কাছে। পুরুলিয়া জেলার পাড়া থানায় কর্মরত ছিলেন ওই এনভিএফ (NVF) কর্মী।

পুলিশ সূত্রে জানা যায়, মৃতের নাম প্রণব মহান্তি, তাঁর বয়স 30 বছর। বাড়ি পুরুলিয়া জেলার বলারামপুর থানার বাঁশঘর এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন কর্মরত অবস্থায় নিজের থ্রি নট থ্রি রাইফেল থেকে নিজেকে গুলি করে আত্মঘাতী হন প্রণব মহান্তি। ঘটনার পর তাঁকে পাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন : Chas Road Station : প্রতীক্ষালয়ে তালা, রোদ-ঝড়-বৃষ্টিতে নাকাল নিত্যযাত্রীরা

প্রাথমিক তদন্তের পর পুলিশের দাবি, মানসিক অবসাদে ভুগছিলেন প্রণব। সেই কারণে নিজের সার্ভিস রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন তিনি। তবে গোটা ঘটনার আসল রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে পাড়া থানার পুলিশ।

পুরুলিয়া, 5 সেপ্টেম্বর : কর্মরত অবস্থায় নিজের সার্ভিস রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মহত্যা করলেন এক এনভিএফ (NVF) কর্মী। এদিন রাতে ঘটনাটি ঘটেছে পুরুলিয়া পাড়া থানার অন্তর্গত রঘুনাথপুর সাঁওতালডিহি সড়কের কোল্ডি মোড়ের কাছে। পুরুলিয়া জেলার পাড়া থানায় কর্মরত ছিলেন ওই এনভিএফ (NVF) কর্মী।

পুলিশ সূত্রে জানা যায়, মৃতের নাম প্রণব মহান্তি, তাঁর বয়স 30 বছর। বাড়ি পুরুলিয়া জেলার বলারামপুর থানার বাঁশঘর এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন কর্মরত অবস্থায় নিজের থ্রি নট থ্রি রাইফেল থেকে নিজেকে গুলি করে আত্মঘাতী হন প্রণব মহান্তি। ঘটনার পর তাঁকে পাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন : Chas Road Station : প্রতীক্ষালয়ে তালা, রোদ-ঝড়-বৃষ্টিতে নাকাল নিত্যযাত্রীরা

প্রাথমিক তদন্তের পর পুলিশের দাবি, মানসিক অবসাদে ভুগছিলেন প্রণব। সেই কারণে নিজের সার্ভিস রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন তিনি। তবে গোটা ঘটনার আসল রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে পাড়া থানার পুলিশ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.