পুরুলিয়া, 28 মে : তীব্র ঝড়-বৃষ্টির পর দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও পুরুলিয়া শহরের পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি l এর পাশাপাশি এখনও বিদ্যুৎহীন হয়ে রয়েছে পুরুলিয়া 1 ও 2 নম্বর ব্লকের বেশ কয়েকটি গ্রামসহ বিভিন্ন এলাকা l পুরুলিয়া শহরের রাস্তায় পড়ে রয়েছে বড় বড় গাছ, বিদ্যুতের তার l গাছের ডাল, পাতা পড়ে রয়েছে প্রতিটি রাস্তার ধারেই l ফলে যানবাহন চলাচল বন্ধ রয়েছে শহরের বেশ কয়েকটি রাস্তায় l
গতকাল সন্ধে থেকে দ্রুত গাছ সরানোর কাজ চলছে পুরুলিয়া শহরজুড়ে l কিন্তু এখনও পর্যন্ত সমস্ত রাস্তা থেকে গাছ সরানো সম্ভব হয়ে ওঠেনি । বিদ্যুৎ পরিষেবাও সচল হয়েনি l এমনকী জেলাশাসক দপ্তর, জেলা আদালত চত্বর এবং জেলা বিজ্ঞান কেন্দ্রেও গাছ পড়ে জঞ্জালে ভরতি হয়ে রয়েছে l জোরকদমে চলছে গাছ সরানোর কাজ l
বিগত কয়েকদিন ধরে তীব্র রোদে নাজেহাল হয়ে পড়েছিল পুরুলিয়াবাসী l কিন্তু গতকাল দুপুর 3 টে থেকেই ঘন কালো মেঘে ছেয়ে যায় আকাশ l শুরু হয় বজ্র বিদ্যুতের সাথে ব্যাপক ঝড়-বৃষ্টি l প্রায় এক ঘণ্টা ধরে চলে বৃষ্টিপাত l আর এতেই লন্ডভন্ড হয়ে যায় পুরুলিয়া শহরসহ জেলার বিভিন্ন এলাকা l ঝড়ের দাপটে রাস্তার উপর ভেঙে পড়ে বড় বড় গাছ l তার ছিঁড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে পুরুলিয়া শহরসহ পুরুলিয়া 1 ও 2 নম্বর ব্লকের বেশ কয়েকটি গ্রামে l বৃষ্টি শেষ হওয়ার পর ময়দানে নেমে পড়েন বিদ্যুৎকর্মীরা l দ্রুততার সঙ্গে রাস্তা থেকে গাছ সরানোর কাজ শুরু হয় l আজ সকালেও পুরুলিয়ার আকাশ রয়েছে মেঘাছন্ন l ঠান্ডা হাওয়া বইছে জেলাজুড়ে l তবে সকাল 10টা পর্যন্ত পুরুলিয়া শহরের পরিস্থিতি স্বাভাবিক হয়নি l এখনও শহরের বেশ কয়েকটি এলাকা বিদ্যুৎহীন হয়ে রয়েছে l