ঝালদা, 22 অগস্ট : ঝালদায় পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে অনাস্থা আনল বিরোধীরা ৷ উল্লেখ্য, 24টি আসনের এই সমিতিতে কংগ্রেস জেতে 11টি আসন ৷ বামেরা পায় 5টি ৷ তৃণমূল 5টি ও বিজেপি 3 টি আসনে জয়ী হয় ৷
পরে একজন কংগ্রেস সদস্য তৃণমূলে যোগ দেন ৷ তাতে কংগ্রেসের আসন সংখ্যা কমে হয় 10টি এবং তৃণমূলের বেড়ে হয় 6টি ৷ সভাপতি নির্বাচনের সময় ভোটাভুটিতে কংগ্রেস ও তৃণমূল প্রার্থী 12টি করে ভোট পান ৷
ফলে টস করতে হয় ৷ টসের মাধ্যমে সভাপতি হন তৃণমূলের সরলা মুর্মু আর সহ-সভাপতি হন কংগ্রেসের হেমানি সরেন ৷ এবার এই হেমানি সরেন-সহ মোট 13 জন তৃণমূল সভাপতি সরলা মুর্মুর বিরুদ্ধে অনাস্থা এনেছেন ৷ ওই 13 জনের মধ্যে রয়েছে কংগ্রেসের 10,বামেদের 2 এবং বিজেপির 1 জন সদস্য ৷
এই ঘটনায় অস্বস্থিতে পড়েছে শাসক শিবির ৷ অনাস্থা প্রস্তাবের উপর ভোটাভুটি সেপ্টেম্বর মাসের 1 তারিখে হবে বলে জানা গিয়েছে ৷