ETV Bharat / state

পুরুলিয়াতে কলেজে ভরতির ফি মুকুবের দাবিতে অল ইন্ডিয়া DSO এর বিক্ষোভ - ফি মুকুবের দাবিতে আজ নিস্তারিণী কলেজের বাইরে অল ইন্ডিয়া DSO সমর্থিত ছাত্রীদের অবস্থান বিক্ষোভ

বর্তমান কোরোনা পরিস্থিতিতে বেশিরভাগ ছাত্র-ছাত্রীর পরিবারে অভাব দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে কলেজে ভরতির ফি মুকুবের দাবিতে আজ নিস্তারিণী কলেজের বাইরে অল ইন্ডিয়া DSO সমর্থিত ছাত্রীদের অবস্থান বিক্ষোভ।

পরিস্থিতিতে কলেজে ভরতির ফি  নিস্তারিণী কলেজের বাইরে অল ইন্ডিয়া DSO সমর্থিত ছাত্রীদের অবস্থান বিক্ষোভ
পরিস্থিতিতে কলেজে ভরতির ফি নিস্তারিণী কলেজের বাইরে অল ইন্ডিয়া DSO সমর্থিত ছাত্রীদের অবস্থান বিক্ষোভ
author img

By

Published : Jul 31, 2020, 7:47 PM IST

পুরুলিয়া, 31 জুলাইব : কোরোনা পরিস্থিতিতে কলেজে ভরতির ফি মুকুবের দাবিতে আজ নিস্তারিণী কলেজের বাইরে অল ইন্ডিয়া DSO সমর্থিত ছাত্রীদের অবস্থান বিক্ষোভ। পাশাপাশি 'জাতীয় শিক্ষানীতি 2020'-র প্রতিবাদ জানিয়ে পোড়ানো হয় পোস্টারও। আজকের এই অবস্থান বিক্ষোভে নেতৃত্ব দেন নিস্তারিণী কলেজের প্রাক্তন জেনারেল সেক্রেটারি উষা মাহাতো l আন্দোলন চলাকালীন ফি কমানোর আশ্বাস দেন নিস্তারিণী কলেজের প্রিন্সিপাল ইন্দ্রাণী দেব ।

কলেজের প্রাক্তন জেনারেল সেক্রেটারি উষা মাহাতো বলেন, “বর্তমান কোরোনা পরিস্থিতিতে বেশিরভাগ ছাত্র-ছাত্রীর পরিবারে অভাব দেখা দিয়েছে l এই রকম অবস্থায় কলেজে ভরতির জন্য ফি জোগাড় করবে কীভাবে । তাই কলেজে সমস্ত ফি মুকুবের দাবিতে আজ অবস্থান বিক্ষোভ প্রদর্শন করা হল । সকল ছাত্র-ছাত্রীরা ঐক্যবদ্ধ ভাবে আন্দোলনের দ্বারা যে কোনও দাবি আদায় করতে পারে আজ তা আমরা প্রমাণ করলাম। কলেজ কর্তৃপক্ষ ভরতির ফি কমানোর আশ্বাস দিয়েছেন। ”

প্রসঙ্গত, গত 29 জুলাই একই দাবিতে কলেজ কর্তৃপক্ষের নিকট স্মারকলিপি প্রদান করা হয় l সেই সময় কলেজ কর্তৃপক্ষ ভরতির ফি মকুবের বিষয়ের কলেজের পরিচালন কমিটির সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস দিয়েছিলেন l আর আজ যতটা সম্ভব ফি কমানোর আশ্বাস দেন কলেজ কর্তৃপক্ষ l পাশাপাশি ফি জমা দেওয়ার সময়সীমা আরও পাঁচ দিন বাড়ানোর কথাও জানান হয় l

পুরুলিয়া, 31 জুলাইব : কোরোনা পরিস্থিতিতে কলেজে ভরতির ফি মুকুবের দাবিতে আজ নিস্তারিণী কলেজের বাইরে অল ইন্ডিয়া DSO সমর্থিত ছাত্রীদের অবস্থান বিক্ষোভ। পাশাপাশি 'জাতীয় শিক্ষানীতি 2020'-র প্রতিবাদ জানিয়ে পোড়ানো হয় পোস্টারও। আজকের এই অবস্থান বিক্ষোভে নেতৃত্ব দেন নিস্তারিণী কলেজের প্রাক্তন জেনারেল সেক্রেটারি উষা মাহাতো l আন্দোলন চলাকালীন ফি কমানোর আশ্বাস দেন নিস্তারিণী কলেজের প্রিন্সিপাল ইন্দ্রাণী দেব ।

কলেজের প্রাক্তন জেনারেল সেক্রেটারি উষা মাহাতো বলেন, “বর্তমান কোরোনা পরিস্থিতিতে বেশিরভাগ ছাত্র-ছাত্রীর পরিবারে অভাব দেখা দিয়েছে l এই রকম অবস্থায় কলেজে ভরতির জন্য ফি জোগাড় করবে কীভাবে । তাই কলেজে সমস্ত ফি মুকুবের দাবিতে আজ অবস্থান বিক্ষোভ প্রদর্শন করা হল । সকল ছাত্র-ছাত্রীরা ঐক্যবদ্ধ ভাবে আন্দোলনের দ্বারা যে কোনও দাবি আদায় করতে পারে আজ তা আমরা প্রমাণ করলাম। কলেজ কর্তৃপক্ষ ভরতির ফি কমানোর আশ্বাস দিয়েছেন। ”

প্রসঙ্গত, গত 29 জুলাই একই দাবিতে কলেজ কর্তৃপক্ষের নিকট স্মারকলিপি প্রদান করা হয় l সেই সময় কলেজ কর্তৃপক্ষ ভরতির ফি মকুবের বিষয়ের কলেজের পরিচালন কমিটির সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস দিয়েছিলেন l আর আজ যতটা সম্ভব ফি কমানোর আশ্বাস দেন কলেজ কর্তৃপক্ষ l পাশাপাশি ফি জমা দেওয়ার সময়সীমা আরও পাঁচ দিন বাড়ানোর কথাও জানান হয় l

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.