পুরুলিয়া, 31 জুলাইব : কোরোনা পরিস্থিতিতে কলেজে ভরতির ফি মুকুবের দাবিতে আজ নিস্তারিণী কলেজের বাইরে অল ইন্ডিয়া DSO সমর্থিত ছাত্রীদের অবস্থান বিক্ষোভ। পাশাপাশি 'জাতীয় শিক্ষানীতি 2020'-র প্রতিবাদ জানিয়ে পোড়ানো হয় পোস্টারও। আজকের এই অবস্থান বিক্ষোভে নেতৃত্ব দেন নিস্তারিণী কলেজের প্রাক্তন জেনারেল সেক্রেটারি উষা মাহাতো l আন্দোলন চলাকালীন ফি কমানোর আশ্বাস দেন নিস্তারিণী কলেজের প্রিন্সিপাল ইন্দ্রাণী দেব ।
কলেজের প্রাক্তন জেনারেল সেক্রেটারি উষা মাহাতো বলেন, “বর্তমান কোরোনা পরিস্থিতিতে বেশিরভাগ ছাত্র-ছাত্রীর পরিবারে অভাব দেখা দিয়েছে l এই রকম অবস্থায় কলেজে ভরতির জন্য ফি জোগাড় করবে কীভাবে । তাই কলেজে সমস্ত ফি মুকুবের দাবিতে আজ অবস্থান বিক্ষোভ প্রদর্শন করা হল । সকল ছাত্র-ছাত্রীরা ঐক্যবদ্ধ ভাবে আন্দোলনের দ্বারা যে কোনও দাবি আদায় করতে পারে আজ তা আমরা প্রমাণ করলাম। কলেজ কর্তৃপক্ষ ভরতির ফি কমানোর আশ্বাস দিয়েছেন। ”
প্রসঙ্গত, গত 29 জুলাই একই দাবিতে কলেজ কর্তৃপক্ষের নিকট স্মারকলিপি প্রদান করা হয় l সেই সময় কলেজ কর্তৃপক্ষ ভরতির ফি মকুবের বিষয়ের কলেজের পরিচালন কমিটির সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস দিয়েছিলেন l আর আজ যতটা সম্ভব ফি কমানোর আশ্বাস দেন কলেজ কর্তৃপক্ষ l পাশাপাশি ফি জমা দেওয়ার সময়সীমা আরও পাঁচ দিন বাড়ানোর কথাও জানান হয় l