পুরুলিয়া, 14 ফেব্রুয়ারি: ঝোপ থেকে উদ্ধার হল এক সদ্যোজাত ৷ আজ বাঘমুণ্ডি থানার অন্তর্গত নেতাজি সুভাষ বিদ্যালয়ের পাশের ঘটনা । পুরুলিয়া সদর হাসপাতালে শিশুটি আপাতত চিকিৎসাধীনে রয়েছে ।
বিদ্যালয়ের পাশের ওই ঝোপ থেকে হঠাৎ কান্নার শব্দ শুনতে পায় স্থানীয় কয়েকজন মহিলা । খবরটি চাউর হতে স্থানীয় বাসিন্দারা জড়ো হয় । সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় সুইসা ফাঁড়িতে । ঘটনাস্থান থেকে পুলিশ শিশুটিকে উদ্ধার করে পাথরডি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠায় ।
সদ্যোজাতের উপযুক্ত চিকিৎসা এবং প্রয়োজনীয় যত্নের জন্য পরে পুরুলিয়া সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয় । বর্তমানে শিশুটির অবস্থা স্থিতিশীল । শিশুটির মায়ের খোঁজ চলছে । কীভাবে সদ্যোজাত ওই ঝোপের মধ্যে এল, তা খতিয়ে দেখছে পুলিশ ।