ETV Bharat / state

Jhalda Councillor Murder Case : কংগ্রেস কাউন্সিলর খুনে 6 সদস্যের সিট গঠন, ধৃত ভাইপোকে তোলা হল কোর্টে - nephew arrested in jhalda congress councillor murder case

ধৃতের বিরুদ্ধে খুনের ঘটনায় ষড়যন্ত্র ও অস্ত্র ধারায় মামলা রুজু করেছে পুলিশ (Jhalda Councillor Murder Case) । খুনের ঘটনায় আর কারা জড়িত তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ । যদিও মৃতের পরিবার সিবিআই তদন্তের দাবি জানিয়েছে ৷

Jhalda Councillor Murder Case
Jhalda Councillor Murder Case
author img

By

Published : Mar 16, 2022, 1:38 PM IST

Updated : Mar 16, 2022, 1:57 PM IST

পুরুলিয়া, 16 মার্চ : কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনে অভিযুক্ত তাঁর ভাইপো দীপক কান্দুকে তোলা হল কোর্টে ৷ শনিবার রাতে কাউন্সিলর খুনের পর রবিবার থেকে নিহতের ভাইপোকে ডেকে লাগাতার জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ ৷ এরপর গতকাল রাতে তাকে গ্রেফতার করা হয় (Nephew arrested in jhalda congress councillor murder case) ৷ আজ অভিযুক্তকে জিআরও পুলিশ কোর্টে তোলা হয় ৷ সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় পুরুলিয়া জেলা আদালতে । সূত্রের খবর, জেলা পুলিশের পক্ষ থেকে 14 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে ৷ এর পাশাপাশি 6 সদস্যের বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করেছে জেলা পুলিশ (SIT forms for Jhalda murder case probe) ৷

সদ্য পৌরসভা নির্বাচনে ঝালদা পৌরসভার 2 নম্বর ওয়ার্ডে কংগ্রেস প্রার্থী তপন কান্দু এবং তৃণমূল প্রার্থী দীপক কান্দু একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন । সম্পর্কে তাঁরা কাকা-ভাইপো ৷ তবে লড়াইয়ে জয়ী হন কংগ্রেস প্রার্থী তপন কান্দু । তবে পৌরবোর্ড গঠিত হওয়ার আগেই রবিবার দুষ্কৃতীদের গুলিতে নিহত হন কংগ্রেস কাউন্সিলার । রাজনৈতিক কারণেই এই খুন, তা অনুমান করেই নিহতের দাদা নরেন কান্দু ও ভাইপোকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায় ঝালদা পুলিশ ৷ জেরায় দীপক কান্দুর বয়ানে সন্দেহ হওয়ায় মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করা হয় ৷ রাজনৈতিক রং না দেখে তদন্তের নির্দেশ দেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

ধৃতের বিরুদ্ধে খুনের ঘটনায় ষড়যন্ত্র ও অস্ত্র ধারায় মামলা রুজু করেছে পুলিশ (Jhalda Councillor Murder Case) । খুনের ঘটনায় আর কারা জড়িত তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ । যদিও মৃতের পরিবার সিবিআই তদন্তের দাবি জানিয়েছে ৷ স্থানীয় সূত্রে খবর, দুই পরিবারের মধ্যে পারিবারিক বিবাদ ছিল বহুদিন ধরে । তার জেরেই এই খুন কি না তা জানতে তদন্তে নেমেছে পুলিশ ৷ এদিকে ধৃতের মা বাবি কান্দুর দাবি, তাঁর ছেলেকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে ৷ অন্যদিকে নিহতের স্ত্রী পূর্ণিমা কান্দু বলেছেন, "একজন গ্রেফতার হওয়ায় আমরা খুশি নই ৷ ঘটনায় জড়িত বাকিদের শীঘ্রই গ্রেফতার করতে হবে ৷ আমরা তাদের ফাঁসি চাই ৷" পাশাপাশি ঝালদা থানার আইসি-কে সরানোর দাবি করেছেন তিনি ৷ নিহতের স্ত্রীর অভিযোগ, ওসির কারণেই এই খুনের ঘটনা ৷ তাঁকে না সরালে তদন্ত এগোবে না ৷

কংগ্রেস কাউন্সিলর খুনে 6 সদস্যের সিট গঠন

আরও পড়ুন : Abdul Mannan in Jhalda : ঝালদায় নিহত কংগ্রেস কাউন্সিলরের বাড়িতে আব্দুল মান্নান

এদিকে খুনের ঘটনায় 6 জন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা পুলিশ । ওই তদন্ত কমিটিতে রয়েছেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার (অপারেশন) চিন্ময় মিত্তল, প্রভেশনারী আইপিএস অফিসার, জেলা পুলিশের ডিএসপি পদ মর্যাদার দু'জন আধিকারিক ও বলরামপুরের সিআই পার্থ সিং । এই ঘটনার তদন্ত করবে ডিএসপি হেডকোয়ার্টার । গোটা বিষয়টি মনিটারিং হবে জেলা পুলিশ অফিস থেকে । একইসঙ্গে তদন্তের ক্ষেত্রে সিআইডির সাহায্য নিচ্ছে জেলা পুলিশ ।

পুরুলিয়া, 16 মার্চ : কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনে অভিযুক্ত তাঁর ভাইপো দীপক কান্দুকে তোলা হল কোর্টে ৷ শনিবার রাতে কাউন্সিলর খুনের পর রবিবার থেকে নিহতের ভাইপোকে ডেকে লাগাতার জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ ৷ এরপর গতকাল রাতে তাকে গ্রেফতার করা হয় (Nephew arrested in jhalda congress councillor murder case) ৷ আজ অভিযুক্তকে জিআরও পুলিশ কোর্টে তোলা হয় ৷ সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় পুরুলিয়া জেলা আদালতে । সূত্রের খবর, জেলা পুলিশের পক্ষ থেকে 14 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে ৷ এর পাশাপাশি 6 সদস্যের বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করেছে জেলা পুলিশ (SIT forms for Jhalda murder case probe) ৷

সদ্য পৌরসভা নির্বাচনে ঝালদা পৌরসভার 2 নম্বর ওয়ার্ডে কংগ্রেস প্রার্থী তপন কান্দু এবং তৃণমূল প্রার্থী দীপক কান্দু একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন । সম্পর্কে তাঁরা কাকা-ভাইপো ৷ তবে লড়াইয়ে জয়ী হন কংগ্রেস প্রার্থী তপন কান্দু । তবে পৌরবোর্ড গঠিত হওয়ার আগেই রবিবার দুষ্কৃতীদের গুলিতে নিহত হন কংগ্রেস কাউন্সিলার । রাজনৈতিক কারণেই এই খুন, তা অনুমান করেই নিহতের দাদা নরেন কান্দু ও ভাইপোকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায় ঝালদা পুলিশ ৷ জেরায় দীপক কান্দুর বয়ানে সন্দেহ হওয়ায় মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করা হয় ৷ রাজনৈতিক রং না দেখে তদন্তের নির্দেশ দেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

ধৃতের বিরুদ্ধে খুনের ঘটনায় ষড়যন্ত্র ও অস্ত্র ধারায় মামলা রুজু করেছে পুলিশ (Jhalda Councillor Murder Case) । খুনের ঘটনায় আর কারা জড়িত তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ । যদিও মৃতের পরিবার সিবিআই তদন্তের দাবি জানিয়েছে ৷ স্থানীয় সূত্রে খবর, দুই পরিবারের মধ্যে পারিবারিক বিবাদ ছিল বহুদিন ধরে । তার জেরেই এই খুন কি না তা জানতে তদন্তে নেমেছে পুলিশ ৷ এদিকে ধৃতের মা বাবি কান্দুর দাবি, তাঁর ছেলেকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে ৷ অন্যদিকে নিহতের স্ত্রী পূর্ণিমা কান্দু বলেছেন, "একজন গ্রেফতার হওয়ায় আমরা খুশি নই ৷ ঘটনায় জড়িত বাকিদের শীঘ্রই গ্রেফতার করতে হবে ৷ আমরা তাদের ফাঁসি চাই ৷" পাশাপাশি ঝালদা থানার আইসি-কে সরানোর দাবি করেছেন তিনি ৷ নিহতের স্ত্রীর অভিযোগ, ওসির কারণেই এই খুনের ঘটনা ৷ তাঁকে না সরালে তদন্ত এগোবে না ৷

কংগ্রেস কাউন্সিলর খুনে 6 সদস্যের সিট গঠন

আরও পড়ুন : Abdul Mannan in Jhalda : ঝালদায় নিহত কংগ্রেস কাউন্সিলরের বাড়িতে আব্দুল মান্নান

এদিকে খুনের ঘটনায় 6 জন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা পুলিশ । ওই তদন্ত কমিটিতে রয়েছেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার (অপারেশন) চিন্ময় মিত্তল, প্রভেশনারী আইপিএস অফিসার, জেলা পুলিশের ডিএসপি পদ মর্যাদার দু'জন আধিকারিক ও বলরামপুরের সিআই পার্থ সিং । এই ঘটনার তদন্ত করবে ডিএসপি হেডকোয়ার্টার । গোটা বিষয়টি মনিটারিং হবে জেলা পুলিশ অফিস থেকে । একইসঙ্গে তদন্তের ক্ষেত্রে সিআইডির সাহায্য নিচ্ছে জেলা পুলিশ ।

Last Updated : Mar 16, 2022, 1:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.