ETV Bharat / state

Jhalda Congress Councillor Murder Case : পুলিশে ভরসা নেই, সিবিআই তদন্তের দাবি ঝালদায় নিহত কাউন্সিলরের স্ত্রীর - Latest News on Purulia

পুরুলিয়ার ঝালদায় কংগ্রেস কাউন্সিলর খুনে সিবিআই তদন্তের দাবি করেছেন নিহত তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দু (Murdered Congress councillor Wife wants CBI Investigation in her Husband Murder Case) ৷ যদিও সিটের তদন্ত চলছে ৷ কর্তব্যে গাফিলতির অভিযোগে ইতিমধ্যে পাঁচজন পুলিশকর্মীকে ক্লোজ করেছে পুরুলিয়া জেলা পুলিশ ৷

murdered-congress-leader-wife-wants-cbi-investigation-in-her-husband-murder-case
Jhalda Congress Leader Murder Case : পুলিশে ভরসা নেই, সিবিআই তদন্তের দাবি ঝালদায় নিহতের স্ত্রীর
author img

By

Published : Mar 21, 2022, 4:09 PM IST

কলকাতা, 21 মার্চ : পুরুলিয়ার ঝালদার কংগ্রেস কাউন্সিলর খুনের ঘটনার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসল দোষীরা এখনও অধরা । তাই রাজ্য পুলিশের উপর ভরসা না রেখে সিবিআই তদন্তের দাবি জানালেন নিহত তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দু (Murdered Congress councillor Wife wants CBI Investigation in her Husband Murder Case) ৷

যদিও ঝালদায় নিহত তপন কান্দুর খুনের ঘটনায় (Jhalda Congress Councillor Murder Case) কর্তব্যে গাফিলতির অভিযোগে 5 পুলিশ কর্মীকে ক্লোজ করা হয়েছে পুরুলিয়া জেলা পুলিশের পক্ষ থেকে । এই তালিকায় রয়েছেন মহিলা সাব ইন্সপেক্টর অনিমা অধিকারী, 2 জন কনস্টেবল ও 1 জন এনভিএফ কর্মী ও একজন স্পেশাল হোমগার্ড ।

জানা গিয়েছে, গুলিকাণ্ডের ঘটনার সময় ঘটনাস্থল থেকে প্রায় এক কিমি দূরে ঝালদা থানার পুলিশের মোবাইল ভ্যানের দায়িত্বে ছিলেন ওই 5 পুলিশ কর্মী । সেদিন কর্তব্যে গাফিলতির জন্য ওই 5 পুলিশ কর্মীকে জেলা পুলিশ লাইনে ক্লোজ করা হয় । অন্যদিকে রবিবার দুই সদস্যের ফরেনসিক দল এসে ঝালদা গুলিকাণ্ডের ঘটনার তদন্ত করে । ঘটনাস্থল ঘুরে দেখার পাশপাশি উদ্ধার হওয়া ম্যাগাজিন ও গুলির খোল পরীক্ষা করে ।

পুলিশে ভরসা নেই, সিবিআই তদন্তের দাবি ঝালদায় নিহতের স্ত্রীর

গোটা ঘটনার তদন্ত করছে জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে গঠন করা 6 সদস্যের সিট । তদন্তে সহযোগিতা করছে সিআইডি । এই খুনের ঘটনায় এখনও পর্যন্ত এক জন গ্রেফতার হয়েছেন । নিহতের স্ত্রীর গোপন জবানবন্দিও নেওয়া হয়েছে । যদিও পুলিশের তদন্তে ভরসা নেই বলে জানাচ্ছেন নিহতের স্ত্রী ।

এ বিষয়ে নিহত তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দু বলেন, "পুলিশ যেভাবে তদন্ত করছে তাতে আমরা মোটেও খুশি নই । যাদের বিরুদ্ধে মূল অভিযোগ, তাদের বিরুদ্ধে এখনও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি । 5 জন পুলিশ কর্মীকে ক্লোজ করা হলেও, মূল অভিযুক্ত ঝালদা থানার আইসি এখনও নিজের চেয়ারে বসে আছেন । তাই রাজ্য পুলিশের তদন্তের উপর আমাদের ভরসা নেই । আমরা চাই সিবিআই তদন্ত । ঝালদাবাসী আমার সঙ্গে আছে । আমরা এই লড়াই লড়ে যাব ।"

আরও পড়ুন : Jhalda Councillor Murder : ঝালদায় কাউন্সিলর খুনে সাব ইন্সপেক্টর-সহ 5 পুলিশকর্মী 'ক্লোজ'

কলকাতা, 21 মার্চ : পুরুলিয়ার ঝালদার কংগ্রেস কাউন্সিলর খুনের ঘটনার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসল দোষীরা এখনও অধরা । তাই রাজ্য পুলিশের উপর ভরসা না রেখে সিবিআই তদন্তের দাবি জানালেন নিহত তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দু (Murdered Congress councillor Wife wants CBI Investigation in her Husband Murder Case) ৷

যদিও ঝালদায় নিহত তপন কান্দুর খুনের ঘটনায় (Jhalda Congress Councillor Murder Case) কর্তব্যে গাফিলতির অভিযোগে 5 পুলিশ কর্মীকে ক্লোজ করা হয়েছে পুরুলিয়া জেলা পুলিশের পক্ষ থেকে । এই তালিকায় রয়েছেন মহিলা সাব ইন্সপেক্টর অনিমা অধিকারী, 2 জন কনস্টেবল ও 1 জন এনভিএফ কর্মী ও একজন স্পেশাল হোমগার্ড ।

জানা গিয়েছে, গুলিকাণ্ডের ঘটনার সময় ঘটনাস্থল থেকে প্রায় এক কিমি দূরে ঝালদা থানার পুলিশের মোবাইল ভ্যানের দায়িত্বে ছিলেন ওই 5 পুলিশ কর্মী । সেদিন কর্তব্যে গাফিলতির জন্য ওই 5 পুলিশ কর্মীকে জেলা পুলিশ লাইনে ক্লোজ করা হয় । অন্যদিকে রবিবার দুই সদস্যের ফরেনসিক দল এসে ঝালদা গুলিকাণ্ডের ঘটনার তদন্ত করে । ঘটনাস্থল ঘুরে দেখার পাশপাশি উদ্ধার হওয়া ম্যাগাজিন ও গুলির খোল পরীক্ষা করে ।

পুলিশে ভরসা নেই, সিবিআই তদন্তের দাবি ঝালদায় নিহতের স্ত্রীর

গোটা ঘটনার তদন্ত করছে জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে গঠন করা 6 সদস্যের সিট । তদন্তে সহযোগিতা করছে সিআইডি । এই খুনের ঘটনায় এখনও পর্যন্ত এক জন গ্রেফতার হয়েছেন । নিহতের স্ত্রীর গোপন জবানবন্দিও নেওয়া হয়েছে । যদিও পুলিশের তদন্তে ভরসা নেই বলে জানাচ্ছেন নিহতের স্ত্রী ।

এ বিষয়ে নিহত তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দু বলেন, "পুলিশ যেভাবে তদন্ত করছে তাতে আমরা মোটেও খুশি নই । যাদের বিরুদ্ধে মূল অভিযোগ, তাদের বিরুদ্ধে এখনও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি । 5 জন পুলিশ কর্মীকে ক্লোজ করা হলেও, মূল অভিযুক্ত ঝালদা থানার আইসি এখনও নিজের চেয়ারে বসে আছেন । তাই রাজ্য পুলিশের তদন্তের উপর আমাদের ভরসা নেই । আমরা চাই সিবিআই তদন্ত । ঝালদাবাসী আমার সঙ্গে আছে । আমরা এই লড়াই লড়ে যাব ।"

আরও পড়ুন : Jhalda Councillor Murder : ঝালদায় কাউন্সিলর খুনে সাব ইন্সপেক্টর-সহ 5 পুলিশকর্মী 'ক্লোজ'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.