পুরুলিয়া, 29 সেপ্টেম্বর: রবিনসন স্ট্রিট, হাওড়া কাণ্ডের পর এবার পুরুলিয়া ৷ একমাত্র ছেলের দেহ আগলে রাখলেন মা । সাত-আট দিন ধরে সেই দেহ আগলে রেখেছিলেন তিনি ৷ অনেকদিন দেহ বাড়ির মধ্যে থাকায় দুর্গন্ধ বের হতে থাকে ৷ তখন প্রতিবেশীরা খবর দেয় পুলিশে ৷ তারা এসে বুধবার রাতে পচাগলা দেহটি উদ্ধার করেছে (mother keeps son body for seven days at home) ।
ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার সাঁওতালডি থানা এলাকার শ্যামপুর গ্রামে । পুলিশ সূত্রে খবর, মৃত ওই যুবকটির নাম সঞ্জয় দাস (38)। তাঁর মায়ের নাম টুসু দাস (69) । বুধবার রাতে পুলিশ গিয়ে দেখে তাদের দরজা বন্ধ । পাঁচিল টপকে বাড়িতে ঢুকে দেহটি উদ্ধার করেছে পুলিশ । টুসু দাসকেও সেখান থেকে অর্ধচেতন্য অবস্থায় উদ্ধার করে । তাঁকে পাড়া ব্লক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে ।
বৃহস্পতিবার পুলিশ সেখানে গিয়ে তার সঙ্গে কথা বলার চেষ্টা করে । কিন্তু তিনি কথা বলার মতো অবস্থায় নেই বলে জানা গিয়েছে । আজ সঞ্জয় দাসের দেহটি ময়নাতদন্তের জন্য পুরুলিয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে । সঞ্জয় অত্যধিক মদ্যপান করতেন বলেও জানা গিয়েছে । যদিও তার কী কারণে মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই জানা যাবে পুলিশ সূত্রে খবর ৷
আরও পড়ুন: রবিনসন স্ট্রিট কাণ্ডের ছায়া হাওড়ায়, মায়ের দেহ আগলে বসে মেয়ে
প্রসঙ্গত, এর আগে মঙ্গলবার হাওড়ার রামরাজতলায় দু‘দিন ধরে মায়ের দেহ আগলে বসে ছিল মেয়ে । মায়ের দেহ সমাধিস্থ করে রাখার কথাও বলেন মেয়েটি ৷