ETV Bharat / state

জয় শ্রীরাম না বলায় মার, খুনের হুমকি নাবালককে - three unidentified person

জয় শ্রীরাম না বলায় মার । এবার এক নাবালক শিকার হল এই ঘটনার ।

নাবালক
author img

By

Published : Jul 4, 2019, 9:53 PM IST

Updated : Jul 4, 2019, 10:05 PM IST

পুরুলিয়া, 4 জুলাই : মাদ্রাসায় যাওয়ার সময় এক নাবালককে জোর করে জয় শ্রীরাম বলানোর অভিযোগ উঠল তিন অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে । ঘটনাটি পুরুলিয়ার নিতুড়িয়া থানার । ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে ।

গতকাল বিকেলে সাইকেলে করে মাদ্রাসা যাচ্ছিল ওই নাবালক । অভিযোগ, সেইসময় মুখে কাপড় বেঁধে তিনজন ওই নাবালকের পথ আটকায় । ছুরি দেখিয়ে পাশের ফাঁকা জায়গায় নিয়ে যায় । তারপর ওই নাবালককে দিয়ে জয় শ্রীরাম বলানোর চেষ্টা হয় । নাবালকের আরও অভিযোগ, খুনেরও হুমকি দেয় ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা । পরে চিৎকার করলে ওই নাবালককে ধাক্কা মেরে সেখান থেকে পালিয়ে যায় তারা।

নিতুড়িয়া থানায় ঘটনার অভিযোগ দায়ের করা হয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । কিছুদিন ধরেই জয় শ্রীরাম ধ্বনি দেওয়া নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি । এর আগেও বিভিন্ন জায়গায় জয় শ্রীরাম বলা নিয়ে আক্রান্ত হতে হয়েছে অনেককে । এবার সেই তালিকায় যুক্ত হল পুরুলিয়ার এই নাবালক ।

পুরুলিয়া, 4 জুলাই : মাদ্রাসায় যাওয়ার সময় এক নাবালককে জোর করে জয় শ্রীরাম বলানোর অভিযোগ উঠল তিন অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে । ঘটনাটি পুরুলিয়ার নিতুড়িয়া থানার । ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে ।

গতকাল বিকেলে সাইকেলে করে মাদ্রাসা যাচ্ছিল ওই নাবালক । অভিযোগ, সেইসময় মুখে কাপড় বেঁধে তিনজন ওই নাবালকের পথ আটকায় । ছুরি দেখিয়ে পাশের ফাঁকা জায়গায় নিয়ে যায় । তারপর ওই নাবালককে দিয়ে জয় শ্রীরাম বলানোর চেষ্টা হয় । নাবালকের আরও অভিযোগ, খুনেরও হুমকি দেয় ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা । পরে চিৎকার করলে ওই নাবালককে ধাক্কা মেরে সেখান থেকে পালিয়ে যায় তারা।

নিতুড়িয়া থানায় ঘটনার অভিযোগ দায়ের করা হয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । কিছুদিন ধরেই জয় শ্রীরাম ধ্বনি দেওয়া নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি । এর আগেও বিভিন্ন জায়গায় জয় শ্রীরাম বলা নিয়ে আক্রান্ত হতে হয়েছে অনেককে । এবার সেই তালিকায় যুক্ত হল পুরুলিয়ার এই নাবালক ।

Intro:পুরুলিয়াঃ মাদ্রাসা যাওয়ার পথে ১২ বছরের এক মুসলিম নাবালকের পথ আটকে তাকে নির্জন যায়গায় নিয়ে গিয়ে মুখে কাপড় বেঁধে থাকা তিন জন যুবকের বিরুদ্ধে "জয় শ্রী রাম" বলানোর চেষ্টার ঘটনায় এবার চাঞ্চল্য ছড়াল পুরুলিয়ায়।Body:জানা যায়,গতকাল বিকেলে পুরুলিয়ার নিতুড়িয়া থানার নামোদীঘার শেখ আবুজেক নামে ওই নাবালিক এদিন সাইকেলে করে সালতোড়ের মাদ্রাসা যাওয়ার পথে তার পথ আটকায় মুখে কাপড় বেঁধে থাকা ৩ জন।তারপরই তাকে একটি নির্জন যায়গায় নিয়ে গিয়ে চুরি দেখিয়ে "জয় শ্রী রাম" বলতে বলা হয়।কিন্তু শেখ আবুজেক তা না বলায় তাকে মারের ভয় দেখানো হয়।।তারপরই সে চিৎকার করলে তাকে এক ঘুষি দিয়ে ছেড়ে দেওয়া হয়।এবং বলা হয় এই ঘটনা কাউকে বললে তাকে প্রানে মেরে দেওয়া হবে।Conclusion:এমন ঘটনার পরেই নাবালকটি বাড়িতে এসে বিষয়টি জানালে সঙ্গে সঙ্গে নিতুড়িয়া থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন তার পরিবার। নিতুড়িয়া থানার পুলিশ জানিয়েছে,অভিযোগ পেয়েছি।কারা এমন কান্ড ঘটিয়েছে তার তদন্ত করছি।যদিও এই ঘটনার পরেই আতঙ্কের মধ্যে বসবাস করছে ওই পরিবারটি।
Last Updated : Jul 4, 2019, 10:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.