ETV Bharat / state

ভোট মিটতেই ফের মাওবাদী পোস্টার উদ্ধার পুরুলিয়ায় - মাওবাদী পোস্টার

আজ ঝালদা থানার দড়দা ও কোটশিলা থানার পাড়ুয়া গ্রাম থেকে বেশ কয়েকটি মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার হয় । সকালে পুলিশ এসে পোস্টারগুলি উদ্ধার করে ৷ কে বা কারা এই পোস্টারগুলি লাগিয়েছে তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ৷

মাওবাদী পোস্টার উদ্ধার
মাওবাদী পোস্টার উদ্ধার
author img

By

Published : Apr 11, 2021, 3:04 PM IST

পুরুলিয়া, 11 এপ্রিল : রাজ্য়ে বিধানসভা নির্বাচন চলছে ৷ আট দফার নির্বাচনে প্রথম দফাতেই পুরুলিয়ায় ভোট হয়ে গিয়েছে ৷ কিন্তু ভোট পরবর্তী সময়ে ফের সক্রিয় হতে দেখা গেল মাওবাদীদের ৷ পুরুলিয়ায় ফের উদ্ধার হল মাওবাদী পোস্টার ৷ আর মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ঝালদা থানার দড়দা এলাকায় ৷

আজ ঝালদা থানার দড়দা ও কোটশিলা থানার পাড়ুয়া গ্রাম থেকে বেশ কয়েকটি মাওবাদী পোস্টার উদ্ধার হয় । সকালে পুলিশ এসে পোস্টারগুলি উদ্ধার করে ৷ কে বা কারা এই পোস্টারগুলি লাগিয়েছে তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ৷ পোস্টারগুলিতে লালকালিতে 100 দিনের কাজ, গরিবদের সঠিক অধিকারের দাবি তোলা হয়েছে । পোস্টারের নীচে লেখা আছে লাল সেলাম ।

আরও পড়ুন : ছত্তীশগড়ে অপহৃত কোবরা কমান্ডোকে ছাড়ল মাওবাদীরা

ছত্তিশগড়ে ফের সক্রিয় হয়েছে মাওবাদীরা ৷ তার প্রমাণ পাওয়া গিয়েছে কয়েকদিন আগেই ৷ ছত্তিশগড়ের বিজাপুরে 4 এপ্রিল মাওবাদীদের গুলিতে শহিদ হয়েছেন 22 জওয়ান ৷ জওয়ানদের তিনদিক ঘিরে হামলা চালায় মাওবাদীরা ৷ অপহরণ করা হয়ে এক জওয়ান রাকেশ সিংকে ৷ যদিও তাঁকে পরে মুক্তি দেয় মাওবাদীরা ৷

পুরুলিয়া, 11 এপ্রিল : রাজ্য়ে বিধানসভা নির্বাচন চলছে ৷ আট দফার নির্বাচনে প্রথম দফাতেই পুরুলিয়ায় ভোট হয়ে গিয়েছে ৷ কিন্তু ভোট পরবর্তী সময়ে ফের সক্রিয় হতে দেখা গেল মাওবাদীদের ৷ পুরুলিয়ায় ফের উদ্ধার হল মাওবাদী পোস্টার ৷ আর মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ঝালদা থানার দড়দা এলাকায় ৷

আজ ঝালদা থানার দড়দা ও কোটশিলা থানার পাড়ুয়া গ্রাম থেকে বেশ কয়েকটি মাওবাদী পোস্টার উদ্ধার হয় । সকালে পুলিশ এসে পোস্টারগুলি উদ্ধার করে ৷ কে বা কারা এই পোস্টারগুলি লাগিয়েছে তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ৷ পোস্টারগুলিতে লালকালিতে 100 দিনের কাজ, গরিবদের সঠিক অধিকারের দাবি তোলা হয়েছে । পোস্টারের নীচে লেখা আছে লাল সেলাম ।

আরও পড়ুন : ছত্তীশগড়ে অপহৃত কোবরা কমান্ডোকে ছাড়ল মাওবাদীরা

ছত্তিশগড়ে ফের সক্রিয় হয়েছে মাওবাদীরা ৷ তার প্রমাণ পাওয়া গিয়েছে কয়েকদিন আগেই ৷ ছত্তিশগড়ের বিজাপুরে 4 এপ্রিল মাওবাদীদের গুলিতে শহিদ হয়েছেন 22 জওয়ান ৷ জওয়ানদের তিনদিক ঘিরে হামলা চালায় মাওবাদীরা ৷ অপহরণ করা হয়ে এক জওয়ান রাকেশ সিংকে ৷ যদিও তাঁকে পরে মুক্তি দেয় মাওবাদীরা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.