ETV Bharat / state

Man Elopes with Sister-in-law: শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে নাবালিকা শ্যালিকাকে নিয়ে চম্পট দিলেন জামাই ! - পুরুলিয়ার খবর

Man Elopes with Minor Sister-in-law: শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে নাবালিকা শ্যালিকাকে নিয়ে পালানোর অভিযোগ উঠল জামাইয়ের বিরুদ্ধে ৷ পুরুলিয়ার বরাবাজার এলাকার ঘটনা ৷

Man Elopes with Sister-in-law
শ্যালিকাকে নিয়ে চম্পট দিলেন জামাই !
author img

By

Published : Aug 22, 2023, 2:51 PM IST

পুরুলিয়া, 22 অগস্ট: শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে নাবালিকা শ্যালিকাকে নিয়ে চম্পট দেওয়ার অভিযোগ উঠল জামাইবাবুর বিরুদ্ধে । পুরুলিয়ার এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে । পুলিশে অভিযোগ দায়ের করেছে নিখোঁজ নাবালিকার পরিবার ৷

পুরুলিয়ার বরাবাজার থানা এলাকার এই ঘটনার কথা প্রকাশ্যে আসে সোমবার । পুরুলিয়ার টামনা থানা এলাকার বাসিন্দা এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠেছে ৷ তাঁর শ্বশুরবাড়ি পুরুলিয়ারই বরাবাজার থানা এলাকায় ৷ সম্প্রতি তিনি সেখানে গিয়েছিলেন । গত 19 অগস্ট শ্বশুরবাড়িতে সবাই ঘুমিয়ে পড়ার পরই কাণ্ডটি ঘটান ওই ব্যক্তি ৷ অভিযোগ, তাঁর নাবালিকা শ্যালিকাকে নিয়ে কেটে পড়েন গুণধর জামাই । পরে তাঁর শাশুড়ি ঘুম থেকে উঠে দেখতে পান যে, তাঁর মেয়ে উধাও ৷ সেই সঙ্গে বেপাত্তা জামাইও ।

অনেক খোঁজাখুঁজি করেও দুজনেরই কোনও হদিশ না পেয়ে বাধ্য হয়ে ওই মহিলা পুলিশের দ্বারস্থ হন । পুরুলিয়ার বরাবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি । তাঁর অভিযোগের ভিত্তিতে নিখোঁজ দুই জনের সন্ধান শুরু করেছে পুলিশ । যদিও এখনও পর্যন্ত তাঁদের কোনও হদিশ মেলেনি । এই ঘটনার কথা শুনে হতবাক পুলিশ কর্মীরাও ।

আরও পড়ুন: স্কুল ইউনিফর্ম পরা নাবালিকার রক্তাক্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য শিলিগুড়িতে

উল্লেখ্য, পুরুলিয়া জেলায় দিন দিন বেড়েই চলেছে নাবালিকা নিখোঁজ হওয়ার ঘটনা । অভিযোগগুলির বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়, নাবালিকার বাবা কিংবা মা অপহরণের অভিযোগ করেন স্থানীয় কোনও যুবক বা ব্যক্তির বিরুদ্ধে । দিন দুই আগেই পুরুলিয়ার হুড়া থানা এলাকায় দুই নাবালিকা নিখোঁজের ঘটনা ঘটে । প্রায়ই এমন নানা ঘটনা ঘটে চলেছে পুরুলিয়ার বিভিন্ন থানা এলাকায় । তবে স্বয়ং বাড়ির জামাইয়ের নাবালিকা শ্যালিকাকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ, নাবালিকা অপহরণের তালিকায় নতুন সংযোজন । পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷

পুরুলিয়া, 22 অগস্ট: শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে নাবালিকা শ্যালিকাকে নিয়ে চম্পট দেওয়ার অভিযোগ উঠল জামাইবাবুর বিরুদ্ধে । পুরুলিয়ার এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে । পুলিশে অভিযোগ দায়ের করেছে নিখোঁজ নাবালিকার পরিবার ৷

পুরুলিয়ার বরাবাজার থানা এলাকার এই ঘটনার কথা প্রকাশ্যে আসে সোমবার । পুরুলিয়ার টামনা থানা এলাকার বাসিন্দা এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠেছে ৷ তাঁর শ্বশুরবাড়ি পুরুলিয়ারই বরাবাজার থানা এলাকায় ৷ সম্প্রতি তিনি সেখানে গিয়েছিলেন । গত 19 অগস্ট শ্বশুরবাড়িতে সবাই ঘুমিয়ে পড়ার পরই কাণ্ডটি ঘটান ওই ব্যক্তি ৷ অভিযোগ, তাঁর নাবালিকা শ্যালিকাকে নিয়ে কেটে পড়েন গুণধর জামাই । পরে তাঁর শাশুড়ি ঘুম থেকে উঠে দেখতে পান যে, তাঁর মেয়ে উধাও ৷ সেই সঙ্গে বেপাত্তা জামাইও ।

অনেক খোঁজাখুঁজি করেও দুজনেরই কোনও হদিশ না পেয়ে বাধ্য হয়ে ওই মহিলা পুলিশের দ্বারস্থ হন । পুরুলিয়ার বরাবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি । তাঁর অভিযোগের ভিত্তিতে নিখোঁজ দুই জনের সন্ধান শুরু করেছে পুলিশ । যদিও এখনও পর্যন্ত তাঁদের কোনও হদিশ মেলেনি । এই ঘটনার কথা শুনে হতবাক পুলিশ কর্মীরাও ।

আরও পড়ুন: স্কুল ইউনিফর্ম পরা নাবালিকার রক্তাক্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য শিলিগুড়িতে

উল্লেখ্য, পুরুলিয়া জেলায় দিন দিন বেড়েই চলেছে নাবালিকা নিখোঁজ হওয়ার ঘটনা । অভিযোগগুলির বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়, নাবালিকার বাবা কিংবা মা অপহরণের অভিযোগ করেন স্থানীয় কোনও যুবক বা ব্যক্তির বিরুদ্ধে । দিন দুই আগেই পুরুলিয়ার হুড়া থানা এলাকায় দুই নাবালিকা নিখোঁজের ঘটনা ঘটে । প্রায়ই এমন নানা ঘটনা ঘটে চলেছে পুরুলিয়ার বিভিন্ন থানা এলাকায় । তবে স্বয়ং বাড়ির জামাইয়ের নাবালিকা শ্যালিকাকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ, নাবালিকা অপহরণের তালিকায় নতুন সংযোজন । পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.