ETV Bharat / state

Elephant Attack in Purulia : পুরুলিয়ায় খামারবাড়িতে ঢুকে হাতির হামলা, মৃত্যু প্রৌঢ়ের - Elephant Attack in Purulia

পুরুলিয়ায় হাতির হানায় মৃত্যু হল এক ব্যক্তির (Elephant Attack in Purulia) ৷ খামার বাড়িতে ধানের গোলায় তাঁর দেহ পাওয়া গিয়েছে ৷ রবিবার রাতে দলছুট এক দাঁতাল বলরামপুরের বেরসাত গ্রামে ঢুকে পড়ে ৷ সেই সময় নিজের খামারবাড়িতে কাজ করছিলেন অনিল বেসরা ৷ তখনই হাতিটি তাঁর উপর হামলা চালায় বলে অনুমান বন দফতরের আধিকারিকদের (Man Dead Due to Elephant Attack) ৷

Elephant Attack in Purulia
Elephant Attack in Purulia
author img

By

Published : Jan 10, 2022, 1:24 PM IST

পুরুলিয়া, 10 জানুয়ারি : পুরুলিয়ার বলরামপুরে হাতির হানায় মৃত্যু হল এক ব্য়ক্তির (Man Dead Due to Elephant Attack) ৷ খামারবাড়িতে ধানের গোলায় হাতির হামলায় মৃত্যু হয়েছে অনিল বেসরা নামে বছর 52’র ওই প্রৌঢ়ের ৷ রবিবার রাতে দলছুট একটি দাঁতাল লোকালয়ে ঢুকে পড়ে ৷ সেই সময় মেঘলা করে আসায় খামারবাড়িতে ধানের গোলা ত্রিপল দিয়ে ঢাকছিলেন অনিল ৷ সেই সময় হাতিটি খামারবাড়িতে ঢুকে হামলা চালায় বলে জানা গিয়েছে ৷

গত কয়েকদিন ধরেই পুরুলিয়ার ঝালদা ও বাঘমুণ্ডি বনাঞ্চল এলাকার লোকজনকে মাইকিং করে সাবধান করা হচ্ছিল (Elephant Attack in Purulia) ৷ বন দফতর সূত্রে খবর, লোকালয়ের আশেপাশেই হাতির দল ঘোরা ফেরা করছে ৷ যেহেতু মাঠ থেকে ফসল তোলা হয়ে গিয়েছে ৷ তাই হাতির দল খাবারের খোঁজে লোকালয়ের আশেপাশে ঘুরছে ৷ কিন্তু, গতকাল রাতে একটি দাঁতাল দল থেকে আলাদা হয়ে যায় ৷ এর পরেই সে বলরামপুরের বেরসাত গ্রামে ঢুকে পড়ে ৷

আরও পড়ুন : Elephant : গরু চরাতে গিয়ে নকশালবাড়িতে হাতির হানায় মৃত্যু প্রৌঢ়ের

রাতে গ্রামবাসীরা হাতির আওয়াজ শুনে ঘর থেকে বের হননি ৷ হাতিটি চলে যেতে সবাই যখন বাইরে বেরন, তখন অনিল বেসরার পরিবার তাঁর দেহ খামারবাড়ির ধানের গোলায় পড়ে থাকতে দেখেন ৷ তাঁর পরিবারের তরফে জানানো হয়েছে, মেঘ করায় ধানের গোলাগুলি ত্রিপল দিয়ে ঢাকতে গিয়েছিলেন তিনি ৷ সেই সময় হাতিটি গ্রামে ঢোকে ৷ তাঁরা প্রথমে ভেবেছিলেন, হাতির আওয়াজ পেয়ে হয়তো লুকিয়ে পড়েছেন ৷ কিন্তু, পরে তাঁরা দেখেন ধানের গোলায় অনিল বেসরার দেহ পড়ে রয়েছে ৷

আরও পড়ুন : শুঁড়ে পেঁচিয়ে আছাড় মারল হাতি, বনকর্মীর মৃত্যু

এবিষয়ে পুরুলিয়া বনবিভাগের ডিএফও দেবাশিস শর্মা বলেন, ‘‘এখন মাঠে আর ধান নেই ৷ চাষিরা সব নিয়ে গিয়ে নিজেদের খামারবাড়িতে তুলেছেন ৷ তাই খাবারের সন্ধানেই হাতিটি লোকালয়ে ঢুকে পড়ে বলে আমরা অনুমান করছি ৷’’ ময়নাতদন্তের পর সরকারি নিয়ম অনুযায়ী মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি ৷

পুরুলিয়া, 10 জানুয়ারি : পুরুলিয়ার বলরামপুরে হাতির হানায় মৃত্যু হল এক ব্য়ক্তির (Man Dead Due to Elephant Attack) ৷ খামারবাড়িতে ধানের গোলায় হাতির হামলায় মৃত্যু হয়েছে অনিল বেসরা নামে বছর 52’র ওই প্রৌঢ়ের ৷ রবিবার রাতে দলছুট একটি দাঁতাল লোকালয়ে ঢুকে পড়ে ৷ সেই সময় মেঘলা করে আসায় খামারবাড়িতে ধানের গোলা ত্রিপল দিয়ে ঢাকছিলেন অনিল ৷ সেই সময় হাতিটি খামারবাড়িতে ঢুকে হামলা চালায় বলে জানা গিয়েছে ৷

গত কয়েকদিন ধরেই পুরুলিয়ার ঝালদা ও বাঘমুণ্ডি বনাঞ্চল এলাকার লোকজনকে মাইকিং করে সাবধান করা হচ্ছিল (Elephant Attack in Purulia) ৷ বন দফতর সূত্রে খবর, লোকালয়ের আশেপাশেই হাতির দল ঘোরা ফেরা করছে ৷ যেহেতু মাঠ থেকে ফসল তোলা হয়ে গিয়েছে ৷ তাই হাতির দল খাবারের খোঁজে লোকালয়ের আশেপাশে ঘুরছে ৷ কিন্তু, গতকাল রাতে একটি দাঁতাল দল থেকে আলাদা হয়ে যায় ৷ এর পরেই সে বলরামপুরের বেরসাত গ্রামে ঢুকে পড়ে ৷

আরও পড়ুন : Elephant : গরু চরাতে গিয়ে নকশালবাড়িতে হাতির হানায় মৃত্যু প্রৌঢ়ের

রাতে গ্রামবাসীরা হাতির আওয়াজ শুনে ঘর থেকে বের হননি ৷ হাতিটি চলে যেতে সবাই যখন বাইরে বেরন, তখন অনিল বেসরার পরিবার তাঁর দেহ খামারবাড়ির ধানের গোলায় পড়ে থাকতে দেখেন ৷ তাঁর পরিবারের তরফে জানানো হয়েছে, মেঘ করায় ধানের গোলাগুলি ত্রিপল দিয়ে ঢাকতে গিয়েছিলেন তিনি ৷ সেই সময় হাতিটি গ্রামে ঢোকে ৷ তাঁরা প্রথমে ভেবেছিলেন, হাতির আওয়াজ পেয়ে হয়তো লুকিয়ে পড়েছেন ৷ কিন্তু, পরে তাঁরা দেখেন ধানের গোলায় অনিল বেসরার দেহ পড়ে রয়েছে ৷

আরও পড়ুন : শুঁড়ে পেঁচিয়ে আছাড় মারল হাতি, বনকর্মীর মৃত্যু

এবিষয়ে পুরুলিয়া বনবিভাগের ডিএফও দেবাশিস শর্মা বলেন, ‘‘এখন মাঠে আর ধান নেই ৷ চাষিরা সব নিয়ে গিয়ে নিজেদের খামারবাড়িতে তুলেছেন ৷ তাই খাবারের সন্ধানেই হাতিটি লোকালয়ে ঢুকে পড়ে বলে আমরা অনুমান করছি ৷’’ ময়নাতদন্তের পর সরকারি নিয়ম অনুযায়ী মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.