পুরুলিয়া, 30 মে : শুক্রবার পুরুলিয়ায় প্রশাসনিক বৈঠকে (CM Mamata Banerjee at Administrative Review Meeting) কিছুটা অন্য মেজাজে দেখা গেল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ৷ এদিন ঝালদা পৌরসভার চেয়ারম্যান সুরেশ আগরওয়ালের সঙ্গে কথা বলার সময় তাঁর ভুড়ি দেখে অবাক হয়ে যান মুখ্যমন্ত্রী ৷ বলে বসেন, "আপনার ভুঁড়ি যে ভাবে বাড়ছে এ তো যে কোনও দিন ব্লক করে যাবেন আপনি ৷ আপনার লিভারে সমস্যা আছে, নিশ্চই কিছু তো আছে না হলে এত বড় মধ্যপ্রদেশ হল কী করে ? হাঁটাহাঁটি করেন ?" ৷
হল ভর্তি জেলা ও রাজ্যের শীর্ষ প্রশাসনিক কর্তা, পুলিশ আধিকারিকদের সামনে এই প্রশ্ন শুনে অস্বস্তিতে পড়ে যান ঝালদা পৌরসভার চেয়ারম্যান ৷ আত্মপক্ষ সমর্থনে তিনি বলেন, "ব্লক হবে না দিদি ৷ শোনেন দিদি, না তো আমার সুগার আছে না প্রেসার ৷ একটাও মেডিসিন লাগে না এখনও পর্যন্ত ৷ এটা রেকর্ড ৷ রোজ ব্যায়াম করি একঘণ্টা ৷" এরপরেই এই ভুঁড়ির রহস্য ভেদ করে সুরেশ আগরওয়ালের স্বীকারোক্তি, "পকোড়া, তেলেভাজা এগুলো বেশি খাওয়া হয়ে যায় ৷ সকালে যেমন পকোড়া যেমন খাবই খাব ম্যাডাম ৷ ছোট থেকে অভ্যাস হয়ে আছে ৷ কিন্তু রোজ ব্যায়াম করি ৷ প্রাণায়াম করি ৷ রোজ দেড় ঘণ্টা ব্যায়াম করি ৷ "
আরও পড়ুন : 100 দিনের কাজে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে পুরুলিয়ার প্রশাসনিক বৈঠক থেকেও সরব মুখ্যমন্ত্রী
কিন্তু তাঁর এই উত্তর যেন অস্ত্র তুলে দেয় মুখ্যমন্ত্রীর হাতে ৷ হাসতে হাসতেই মমতা পাল্টা বলতে থাকেন, "কেন সকালে পকোড়া খাবেন ? ও খেলে কোনওদিন ভুঁড়ি কমবে না ৷ কী কী ব্যায়াম করেন আমায় একটু করে দেখান তো ! প্রাণায়ামে তো আপনার ভুঁড়ি কমবে না ৷ কী কী প্রাণায়াম করেন দেখান তো আমায় ৷" এরপরেই কপালভাতি করে দেখান সুরেশ ! জানান, তিনি দিনে এক হাজার বার কপালভাতি করেন ৷ সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রীর জবাব, "ও তো কপালভাতি ! এক হাজার বার করেন ! এ হতে পারে না! এখানে এসে এক হাজার বার করে দেখান, আমি 10 হাজার টাকা দেব ৷ আপনি একহাজার বার করলে ভুঁড়ির এরকম অবস্থা হতো না ৷ আপনি শ্বাস নিঃশ্বাস টানেন না ৷ শুধু ভুঁড়ি নাচান ৷ কোনখান দিয়ে নিঃশ্বাস নিতে হয়, ছাড়তে হয় তা আপনি জানেন না ৷"
এরপর কথা প্রসঙ্গে বেরিয়ে আসে ঝালদার পৌরপ্রধানের ওজন 125 কেজি ৷ শুনেই হেসে ফেলেন মুখ্যমন্ত্রী ৷ বলেন, "125 ! আপনি বরং ব্যায়াম বন্ধ করে পকোড়া খাওয়া কমান, ভুঁড়ি কমে যাবে ৷ একমাস সেদ্ধ ভাত খান ৷ রাতে খাওয়ার পর 1 কিমি হাঁটবেন ৷ 12 ঘণ্টার মধ্যে আর কিছু খাবেন না ৷ আমি কিন্তু নজর রাখব, দেখব আপনি কেমন মানছেন ৷"