ETV Bharat / state

পুরুলিয়া জেলায় বহিরাগতর প্রবেশ আটকাতে নজরদারি ঝাড়খণ্ড সীমান্তে

author img

By

Published : Apr 30, 2020, 5:14 PM IST

পুরুলিয়ার ঝাড়খণ্ড সীমান্ত লাগোয়া এলাকার গ্রামের পথ ও নদীর পাড় দিয়ে যাতে কেউ জেলায় প্রবেশ করতে না পারে, সেজন্য নাকা চেকিং শুরু হয়েছে ।

ছবি
ছবি

পুরুলিয়া, 30 এপ্রিল : এখনও পর্যন্ত পুরুলিয়া জেলায় কোরোনা আক্রান্তের খোঁজ মেলেনি। তবুও সতর্ক জেলা প্রশাসন । বহিরাগতদের প্রবেশ রুখতে এবার পুরুলিয়ার ঝাড়খণ্ড সীমান্ত লাগোয়া গ্রামগুলিতে শুরু হল পুলিশি টহলদারি । চলছে ড্রোন ক্যামেরার নজরদারি । একাধিক এলাকায় অভিযান চালিয়ে দু'দিনে মোট 49 জনকে গ্রেপ্তারও করেছে পুলিশ।

ঝাড়খণ্ড সীমান্ত লাগোয়া গ্রামগুলিতে অন্য জায়গা থেকে ঢোকার চেষ্টা চলছে । দিন কয়েক ধরে পুলিশের কাছে এমনই অভিযোগ আসছিল । তাই এবার সেখানে নজরদারি বাড়ানো হল । সীমান্ত লাগোয়া এলাকার গ্রামের পথ ও নদীর পাড় দিয়ে যাতে কেউ জেলায় প্রবেশ করতে না পারে সেজন্য ড্রোন ক্যামেরা দিয়ে নজরদারি চালাচ্ছে পুলিশ । সারাদিন ধরে চলছে নাকা চেকিং। এদিকে লকডাউনে প্রশাসনিক নির্দেশিকা অমান্য করে পুরুলিয়ার একাধিক এলাকায় রাস্তায় বেরিয়ে পড়ছেন অনেকে । লকডাউন ভেঙে রাস্তায় বেরোনোর অভিযোগে এই একমাসের মধ্য়ে মোট 322 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ । আটক করা হয়েছে 110টি মোটরসাইকেল, 1টি সাইকেল, 5টি গাড়ি ও 10 টি টোটো । মোট 64 টি অভিযোগ দায়ের হয়েছে।

এবিষয়ে জেলা পুলিশ সুপার এস সেলভামুরুগান বলেন, "লকডাউনের শেষের দিকে সীমান্ত এলাকাগুলিতে নজরদারি আরও বাড়ানো হয়েছে । এখন ঝাড়খণ্ড লাগোয়া নদীপথ এবং গ্রামের পথগুলিতে নাকা চেকিং চলছে । ড্রোন ক্যামেরার মাধ্যমেও আমরা নজর রাখছি। জেলার আইনশৃঙ্খলা বজায় রাখতে সদা তৎপর পুরুলিয়া জেলার পুলিশ।"

পুরুলিয়া, 30 এপ্রিল : এখনও পর্যন্ত পুরুলিয়া জেলায় কোরোনা আক্রান্তের খোঁজ মেলেনি। তবুও সতর্ক জেলা প্রশাসন । বহিরাগতদের প্রবেশ রুখতে এবার পুরুলিয়ার ঝাড়খণ্ড সীমান্ত লাগোয়া গ্রামগুলিতে শুরু হল পুলিশি টহলদারি । চলছে ড্রোন ক্যামেরার নজরদারি । একাধিক এলাকায় অভিযান চালিয়ে দু'দিনে মোট 49 জনকে গ্রেপ্তারও করেছে পুলিশ।

ঝাড়খণ্ড সীমান্ত লাগোয়া গ্রামগুলিতে অন্য জায়গা থেকে ঢোকার চেষ্টা চলছে । দিন কয়েক ধরে পুলিশের কাছে এমনই অভিযোগ আসছিল । তাই এবার সেখানে নজরদারি বাড়ানো হল । সীমান্ত লাগোয়া এলাকার গ্রামের পথ ও নদীর পাড় দিয়ে যাতে কেউ জেলায় প্রবেশ করতে না পারে সেজন্য ড্রোন ক্যামেরা দিয়ে নজরদারি চালাচ্ছে পুলিশ । সারাদিন ধরে চলছে নাকা চেকিং। এদিকে লকডাউনে প্রশাসনিক নির্দেশিকা অমান্য করে পুরুলিয়ার একাধিক এলাকায় রাস্তায় বেরিয়ে পড়ছেন অনেকে । লকডাউন ভেঙে রাস্তায় বেরোনোর অভিযোগে এই একমাসের মধ্য়ে মোট 322 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ । আটক করা হয়েছে 110টি মোটরসাইকেল, 1টি সাইকেল, 5টি গাড়ি ও 10 টি টোটো । মোট 64 টি অভিযোগ দায়ের হয়েছে।

এবিষয়ে জেলা পুলিশ সুপার এস সেলভামুরুগান বলেন, "লকডাউনের শেষের দিকে সীমান্ত এলাকাগুলিতে নজরদারি আরও বাড়ানো হয়েছে । এখন ঝাড়খণ্ড লাগোয়া নদীপথ এবং গ্রামের পথগুলিতে নাকা চেকিং চলছে । ড্রোন ক্যামেরার মাধ্যমেও আমরা নজর রাখছি। জেলার আইনশৃঙ্খলা বজায় রাখতে সদা তৎপর পুরুলিয়া জেলার পুলিশ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.