ETV Bharat / state

Purulia : কাজের দাবিতে মানবাজারে অবরোধ-বিক্ষোভ

সরকারি জলপ্রকল্পে কেন বাইরের লোককে নিয়োগ করা হচ্ছে ৷ এই অভিযোগে শনিবার পুরুলিয়ার মানবাজার-পায়রাচলি হয়ে বাঁকুড়া যাওয়ার রাস্তা অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা ৷

local-residents-block-road-at-manbazar
Purulia : কাজের দাবিতে মানবাজারে অবরোধ-বিক্ষোভ
author img

By

Published : Nov 1, 2021, 3:21 PM IST

পুরুলিয়া, 1 নভেম্বর : জল সরবরাহ প্রকল্পে স্থানীয়দের নিয়োগের দাবিতে রাস্তা অবরোধ করলেন এলাকাবাসী । শনিবার পুরুলিয়ার মানবাজার-পায়রাচলি হয়ে বাঁকুড়া যাওয়ার রাস্তা অবরোধ করা হয় ৷ জলপ্রকল্পের প্রবেশদ্বারের সামনে বিক্ষোভও দেখানো হয় ৷ প্রায় ঘণ্টাখানেক ধরে চলে অবরোধ-বিক্ষোভ ।

আরও পড়ুন : Purulia Maoist Poster : বরাবাজারে ফের মাওবাদী পোস্টার, খুনের হুমকি তৃণমূল নেতাদের

অবরোধকারীদের অভিযোগ, স্থানীয় জল সরবরাহ প্রকল্পে কাজ দেওয়ার নাম করে এলাকাবাসীদের জমি অধিগ্রহণ করা হয়েছিল জনস্বাস্থ্য দফতরের পক্ষ থেকে । প্রকল্প শেষে এলাকাবাসীদের কাজে না নিয়োগ করে বাইরের জেলার যুবকদের কাজে নিয়োগ করা হচ্ছে ৷ অর্থের বিনিময়ে সেই নিয়োগ চলছে ৷

এরই প্রতিবাদে এদিন এলাকাবাসী আন্দোলনে নামেন । প্রায় ঘণ্টাখানেক ধরে অবরুদ্ধ হয়ে পড়ে মানবাজার-পায়রাচালি হয়ে বাঁকুড়া যাওয়ার রাস্তা । আটকে পড়ে বহু যানবাহন । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মানবাজার থানার পুলিশ ও মানবাজারের যুগ্ম বিডিও রাজীব মুর্মু । এলাকাবাসীদের দাবি পূরণে দফতরে বিষয়টি জানানোর আশ্বাস দিলে অবরোধ তুলে নেন তাঁরা ।

আরও পড়ুন : Ajodhya Hills : অবৈধ নির্মাণের ঠেলায় পুরুলিয়ার অযোধ্যা পাহাড় আজ ধ্বংসের পথে

পুরুলিয়া, 1 নভেম্বর : জল সরবরাহ প্রকল্পে স্থানীয়দের নিয়োগের দাবিতে রাস্তা অবরোধ করলেন এলাকাবাসী । শনিবার পুরুলিয়ার মানবাজার-পায়রাচলি হয়ে বাঁকুড়া যাওয়ার রাস্তা অবরোধ করা হয় ৷ জলপ্রকল্পের প্রবেশদ্বারের সামনে বিক্ষোভও দেখানো হয় ৷ প্রায় ঘণ্টাখানেক ধরে চলে অবরোধ-বিক্ষোভ ।

আরও পড়ুন : Purulia Maoist Poster : বরাবাজারে ফের মাওবাদী পোস্টার, খুনের হুমকি তৃণমূল নেতাদের

অবরোধকারীদের অভিযোগ, স্থানীয় জল সরবরাহ প্রকল্পে কাজ দেওয়ার নাম করে এলাকাবাসীদের জমি অধিগ্রহণ করা হয়েছিল জনস্বাস্থ্য দফতরের পক্ষ থেকে । প্রকল্প শেষে এলাকাবাসীদের কাজে না নিয়োগ করে বাইরের জেলার যুবকদের কাজে নিয়োগ করা হচ্ছে ৷ অর্থের বিনিময়ে সেই নিয়োগ চলছে ৷

এরই প্রতিবাদে এদিন এলাকাবাসী আন্দোলনে নামেন । প্রায় ঘণ্টাখানেক ধরে অবরুদ্ধ হয়ে পড়ে মানবাজার-পায়রাচালি হয়ে বাঁকুড়া যাওয়ার রাস্তা । আটকে পড়ে বহু যানবাহন । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মানবাজার থানার পুলিশ ও মানবাজারের যুগ্ম বিডিও রাজীব মুর্মু । এলাকাবাসীদের দাবি পূরণে দফতরে বিষয়টি জানানোর আশ্বাস দিলে অবরোধ তুলে নেন তাঁরা ।

আরও পড়ুন : Ajodhya Hills : অবৈধ নির্মাণের ঠেলায় পুরুলিয়ার অযোধ্যা পাহাড় আজ ধ্বংসের পথে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.