ETV Bharat / state

ফোন ধরেনি কেউ, 'দিদিকে বলাই' হল না ডেঙ্গি আতঙ্কের কথা ! - দিদিকে বলো

ডেঙ্গির উপদ্রবে গত বছর পুরুলিয়া শহরের 1 নম্বর ওয়ার্ডে আক্রান্ত 12 জন ৷ বর্ষা আসার আগেই ফের জল জমেছে এলাকায় ৷ আতঙ্কে এলাকাবাসী ৷

জমেছে জল
author img

By

Published : Aug 4, 2019, 8:51 AM IST

Updated : Aug 4, 2019, 2:49 PM IST

পুরুলিয়া, 4 অগাস্ট : প্রচারই সার ৷ জেলাজুড়ে ডেঙ্গির সচেতনতায় ট্যাবলো ঘুরলেও পৌরসভার তরফে নেওয়া হচ্ছে না কোনওরকম পদক্ষেপ ৷ কার্যত মশার আঁতুরঘরে পরিণত হয়েছে পুরুলিয়া শহরের 1 নম্বরের ওয়ার্ডের বালভারতী স্কুল এলাকা ৷ আর তাতেই ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী ৷

দেখুন ভিডিয়ো...

গতবছরও ডেঙ্গির উপদ্রব দেখা গেছিল পুরুলিয়া শহরের 1 নম্বর ওয়ার্ডে ৷ আক্রান্ত হয়েছিলেন 12 জন ৷ আতঙ্কে এলাকা ছাড়তে বাধ্য হয়েছিলেন বাসিন্দারা ৷ এবারও একই আতঙ্কে ভুগছেন তাঁরা ৷ এখনও বর্ষা আসেনি ৷ তার আগেই ওই ওয়ার্ডের বালভারতী স্কুল এলাকার কাছে জমেছে জল ৷ হয়েছে মশার লার্ভা ৷ অভিযোগ, পৌরসভা এবং স্থানীয় কাউন্সিলরের কাছে আবেদন জানিয়েও মেলেনি কোনও সাহায্য ৷ শুধু তাই নয়, 'দিদিকে বলো'-তে ফোন করে তিন বার রেজিস্টার করা হলেও ফোন ধরেনি কেউ ৷ তাই ক্ষোভ আর আতঙ্কে রয়েছে এলাকাবাসী ৷

স্থানীয় বাসিন্দা রুম্পা রায় বলেন, "সারাবছরই এলাকায় জল জমে থাকে ৷ আগেও ডেঙ্গি হয়েছে এখানে ৷ সেই আতঙ্কই আবার ফিরে এসেছে ৷ পৌরসভাকে জানিয়েছি ৷ একমাস হয়ে গেল কোনও ব্যবস্থা নেওয়া হয়নি ৷ এমন কী, 'দিদিকে বলো'-তে ফোন করেছিলাম ৷ তিন বার রেজিস্ট্রেশন হয়েছে ৷ কিন্তু সমস্যার কথা জানাতে পারিনি ৷ কারণ কেউ ফোন ধরেনি ৷"

পুরুলিয়া পৌরসভার চেয়ারম্যান শামিম দাদ খান বলেন, "এ বিষয়ে বিস্তারিত জানা নেই ৷ স্থানীয় কাউন্সিলর বিষয়টি বলতে পারবেন ৷" এরপর যোগাযোগ করা হয় 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিতা চৌধুরির সঙ্গে ৷ তিনি বলেন, "যেখানে জল জমে রয়েছে সেই জমিকে ঘিরে কেস চলছে ৷ তাই আমরা কিছু করতে পারব না ৷ এর আগে আমরা একবার পাম্প করে জল বের করে দিয়েছিলাম ৷ এই মুহূর্তে নতুন করে ড্রেন তৈরি করা সম্ভব নয় ৷ তবে, জমা জল বের করে দেওয়ার জন্য শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে ৷"

পুরুলিয়া, 4 অগাস্ট : প্রচারই সার ৷ জেলাজুড়ে ডেঙ্গির সচেতনতায় ট্যাবলো ঘুরলেও পৌরসভার তরফে নেওয়া হচ্ছে না কোনওরকম পদক্ষেপ ৷ কার্যত মশার আঁতুরঘরে পরিণত হয়েছে পুরুলিয়া শহরের 1 নম্বরের ওয়ার্ডের বালভারতী স্কুল এলাকা ৷ আর তাতেই ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী ৷

দেখুন ভিডিয়ো...

গতবছরও ডেঙ্গির উপদ্রব দেখা গেছিল পুরুলিয়া শহরের 1 নম্বর ওয়ার্ডে ৷ আক্রান্ত হয়েছিলেন 12 জন ৷ আতঙ্কে এলাকা ছাড়তে বাধ্য হয়েছিলেন বাসিন্দারা ৷ এবারও একই আতঙ্কে ভুগছেন তাঁরা ৷ এখনও বর্ষা আসেনি ৷ তার আগেই ওই ওয়ার্ডের বালভারতী স্কুল এলাকার কাছে জমেছে জল ৷ হয়েছে মশার লার্ভা ৷ অভিযোগ, পৌরসভা এবং স্থানীয় কাউন্সিলরের কাছে আবেদন জানিয়েও মেলেনি কোনও সাহায্য ৷ শুধু তাই নয়, 'দিদিকে বলো'-তে ফোন করে তিন বার রেজিস্টার করা হলেও ফোন ধরেনি কেউ ৷ তাই ক্ষোভ আর আতঙ্কে রয়েছে এলাকাবাসী ৷

স্থানীয় বাসিন্দা রুম্পা রায় বলেন, "সারাবছরই এলাকায় জল জমে থাকে ৷ আগেও ডেঙ্গি হয়েছে এখানে ৷ সেই আতঙ্কই আবার ফিরে এসেছে ৷ পৌরসভাকে জানিয়েছি ৷ একমাস হয়ে গেল কোনও ব্যবস্থা নেওয়া হয়নি ৷ এমন কী, 'দিদিকে বলো'-তে ফোন করেছিলাম ৷ তিন বার রেজিস্ট্রেশন হয়েছে ৷ কিন্তু সমস্যার কথা জানাতে পারিনি ৷ কারণ কেউ ফোন ধরেনি ৷"

পুরুলিয়া পৌরসভার চেয়ারম্যান শামিম দাদ খান বলেন, "এ বিষয়ে বিস্তারিত জানা নেই ৷ স্থানীয় কাউন্সিলর বিষয়টি বলতে পারবেন ৷" এরপর যোগাযোগ করা হয় 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিতা চৌধুরির সঙ্গে ৷ তিনি বলেন, "যেখানে জল জমে রয়েছে সেই জমিকে ঘিরে কেস চলছে ৷ তাই আমরা কিছু করতে পারব না ৷ এর আগে আমরা একবার পাম্প করে জল বের করে দিয়েছিলাম ৷ এই মুহূর্তে নতুন করে ড্রেন তৈরি করা সম্ভব নয় ৷ তবে, জমা জল বের করে দেওয়ার জন্য শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে ৷"

Intro:পুরুলিয়া : প্রচারই সার l একদিকে জেলা জুড়ে ডেঙ্গুর সচেতনতায় ঘুরছে ট্যাবলো আর অন্যদিকে পুরুলিয়া শহরের 1 নম্বর ওয়ার্ডের বালভারতী স্কুলের কাছে জনবহুল এলাকার মধ্যে জমা জলে তৈরী হয়ে রয়েছে মশার আঁতুরঘর l গতবছর এই সময়টিতেই প্রচুর ডেঙ্গু রোগের উপদ্রব দেখা দিয়েছিল এলাকায় l আক্রান্ত হয়েছিলেন 12 জন বাসিন্দা l আতঙ্কে এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছিলেন বাসিন্দারা l কিন্তু তবুও টনক নড়েনি পুরসভার l এবারও বর্ষা নামার আগে সেই এলাকাতেই জমা জলে টিকটিক করছে মশার লার্ভা l ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা l অভিযোগ, এ বিষয়ে বার বার পুরসভা ও ওয়ার্ডের কাউন্সিলারের নিকট আবেদন জানানো হলেও কোনো কাজ হয়নি l অন্যদিকে "দিদিকে বলো" টোল ফ্রি নম্বরেও বার বার অভিযোগ জানানোর চেষ্টা করা হলেও ফোন লাগেনি l যদিও ইটিভি ভারতের ফোন পেতেই ওই এলাকার জমা জল পাইপ লাইনের মাধ্যমে বের করার আশ্বাস দিয়েছেন কাউন্সিলার মিতা চৌধুরী lBody:এলাকার বাসিন্দা পিন্টু কর্মকার, স্কুল শিক্ষিকা রুম্পা রায়েদের অভিযোগ, "সারা বছর এই এলাকায় জল জমে থাকে l ফলে মশার উপদ্রবও দেখা দিয়েছে এলাকায় l ভয়ে দরজা জানালা খুলে রাখতে পারি না l এলাকায় পচা দুর্গন্ধও রয়েছে l এ বিষয়ে পুরসভা ও স্থানীয় কাউন্সিলারের কাছে বার বার অভিযোগ জানানো হলেও কিছু কাজ হয়নি l এমনকি "দিদিকে বলো" টোল ফ্রি নম্বরেও অভিযোগ জানানোর চেষ্টা করা হয়, কিন্তু একবারও ফোন লাগেনি l একদিকে প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে এলাকাকে পরিষ্কার পরিছন্ন রাখার বার্তা দেওয়া হচ্ছে, আর অন্যদিকে শহরের মধ্যেই জমা জলে মশার আঁতুড়ঘড়ে পরিণত হয়েছে l যতদিন না কেউ মারা যাচ্ছে কিংবা কেও ডেঙ্গিতে আক্রান্ত হচ্ছে ততদিন কেউ কর্ণপাত করবে না l"Conclusion:অন্যদিকে পুরুলিয়া পুরসভার চেয়ারম্যান শামীম দাদ খানকে ফোন করা হলে তিনি জানান, "এ বিষয়ে বিস্তারিত কিছু জানা নেই, স্থানীয় কাউন্সিলার বিষয়টি বলতে পারবেন l" 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলার মিতা চৌধুরী জানান, "যে এলাকায় জল জমে রয়েছে সেই জমিটিকে ঘিরে একটি কেস চলছে, তাই এই মুহূর্তে ড্রেন তৈরী করা সম্ভব নয়, তবে শীঘ্রই জল নিকাশির ব্যবস্থা করে দেওয়া হবে l"
Last Updated : Aug 4, 2019, 2:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.