পুরুলিয়া, 4 অগাস্ট : প্রচারই সার ৷ জেলাজুড়ে ডেঙ্গির সচেতনতায় ট্যাবলো ঘুরলেও পৌরসভার তরফে নেওয়া হচ্ছে না কোনওরকম পদক্ষেপ ৷ কার্যত মশার আঁতুরঘরে পরিণত হয়েছে পুরুলিয়া শহরের 1 নম্বরের ওয়ার্ডের বালভারতী স্কুল এলাকা ৷ আর তাতেই ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী ৷
গতবছরও ডেঙ্গির উপদ্রব দেখা গেছিল পুরুলিয়া শহরের 1 নম্বর ওয়ার্ডে ৷ আক্রান্ত হয়েছিলেন 12 জন ৷ আতঙ্কে এলাকা ছাড়তে বাধ্য হয়েছিলেন বাসিন্দারা ৷ এবারও একই আতঙ্কে ভুগছেন তাঁরা ৷ এখনও বর্ষা আসেনি ৷ তার আগেই ওই ওয়ার্ডের বালভারতী স্কুল এলাকার কাছে জমেছে জল ৷ হয়েছে মশার লার্ভা ৷ অভিযোগ, পৌরসভা এবং স্থানীয় কাউন্সিলরের কাছে আবেদন জানিয়েও মেলেনি কোনও সাহায্য ৷ শুধু তাই নয়, 'দিদিকে বলো'-তে ফোন করে তিন বার রেজিস্টার করা হলেও ফোন ধরেনি কেউ ৷ তাই ক্ষোভ আর আতঙ্কে রয়েছে এলাকাবাসী ৷
স্থানীয় বাসিন্দা রুম্পা রায় বলেন, "সারাবছরই এলাকায় জল জমে থাকে ৷ আগেও ডেঙ্গি হয়েছে এখানে ৷ সেই আতঙ্কই আবার ফিরে এসেছে ৷ পৌরসভাকে জানিয়েছি ৷ একমাস হয়ে গেল কোনও ব্যবস্থা নেওয়া হয়নি ৷ এমন কী, 'দিদিকে বলো'-তে ফোন করেছিলাম ৷ তিন বার রেজিস্ট্রেশন হয়েছে ৷ কিন্তু সমস্যার কথা জানাতে পারিনি ৷ কারণ কেউ ফোন ধরেনি ৷"
পুরুলিয়া পৌরসভার চেয়ারম্যান শামিম দাদ খান বলেন, "এ বিষয়ে বিস্তারিত জানা নেই ৷ স্থানীয় কাউন্সিলর বিষয়টি বলতে পারবেন ৷" এরপর যোগাযোগ করা হয় 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিতা চৌধুরির সঙ্গে ৷ তিনি বলেন, "যেখানে জল জমে রয়েছে সেই জমিকে ঘিরে কেস চলছে ৷ তাই আমরা কিছু করতে পারব না ৷ এর আগে আমরা একবার পাম্প করে জল বের করে দিয়েছিলাম ৷ এই মুহূর্তে নতুন করে ড্রেন তৈরি করা সম্ভব নয় ৷ তবে, জমা জল বের করে দেওয়ার জন্য শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে ৷"