ETV Bharat / state

Sand Smuggling: ট্রাক্টরের পিছনে ধাওয়া করে বালি চুরি রুখলেন ভূমি দফতরের আধিকারিক - purulia Sand smuggling

অভিযান চালাতে গিয়ে খোদ ভূমি দফতরের আধিকারিকের সামনে পড়ে যায় বালি বোঝাই একটি নম্বর প্লেট হীন ট্রাক্টর(Sand Smuggling)৷ তার পিছনে ধাওয়া করতেই বালি খালি করতে গিয়ে উলটে যায় ট্রাক্টরটি ৷ তবে বালি উদ্ধার করা গেলেও ট্রাক্টরের চালক পলাতক ৷

Etv Bharat
ট্রাক্টরের পিছনে ধাওয়া করে বালি চুরি রুখলেন ভূমি দফতরের আধিকারিক
author img

By

Published : Sep 2, 2022, 10:51 PM IST

পুরুলিয়া, 2 সেপ্টেম্বর: কংসাবতী নদীর তীরবর্তী ঘাটগুলি থেকে বেআইনিভাবে বালি উত্তোলন করে তা পাচার করা হয়ে থাকে প্রায়ই । তবে নিয়মিতভাবে বালি পাচার রুখতে অভিযানও চালানো হয়(illegal sand mining)। তেমনই শুক্রবার অভিযান চালাতে গিয়ে একটি নম্বর প্লেটহীন বালির গাড়িকে হাতে নাতে ধরে ফেলেন পুরুলিয়া 1 নম্বর ব্লকের ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিক তারক হালদার(land department officer stopped the sand theft by chasing the tractor)।

প্রশাসনিক কর্তার গাড়ি দেখে ট্রাক্টরটি পালিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সেই গাড়ির পেছনে ধাওয়া করেন ওই আধিকারিক । বেগতিক বুঝে চালক বালি ভর্তি ট্রাক্টরটিকে খালি করতে যাওয়ার সময় গাড়িটি উলটে যায় ।

এই বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে পুরুলিয়া 1 নম্বর ব্লকের ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিক তারক হালদার বলেন, "আমরা রুটিনমাফিক অভিযান চালানোর সময় তাকে ধরি ৷ কিন্তু চালক চলন্ত গাড়ি খালি করতে গিয়ে গাড়ি উলটে ফেলেন ৷ পুলিশ গাড়ির ইঞ্জিন আটক করলেও চালক পলাতক । আমরাও আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেব ।"

পুরুলিয়া 1 ও 2 নম্বর ব্লক যৌথভাবে এদিন অভিযান চালায়(purulia Sand smuggling)। গাড়িটিতে প্রায় 100 সিএফটি বালি ছিল ৷ একই পরিমাণ বালি ভর্তি একটি ট্রাক্টর এদিন কেতিকা এলাকায় বাজেয়াপ্ত করা হয়েছে বলেও জানান তারকবাবু । বেআইনি বালিপাচার রুখতে যে নিয়মিতভাবে অভিযান চালানো হবে তাও এদিন জানান ওই আধিকারিক ।

আরও পড়ুন : পাচার রোধে সরব হতেই পুরুলিয়ায় প্রতিবাদীকে হুমকি বালি মাফিয়াদের

পুরুলিয়া, 2 সেপ্টেম্বর: কংসাবতী নদীর তীরবর্তী ঘাটগুলি থেকে বেআইনিভাবে বালি উত্তোলন করে তা পাচার করা হয়ে থাকে প্রায়ই । তবে নিয়মিতভাবে বালি পাচার রুখতে অভিযানও চালানো হয়(illegal sand mining)। তেমনই শুক্রবার অভিযান চালাতে গিয়ে একটি নম্বর প্লেটহীন বালির গাড়িকে হাতে নাতে ধরে ফেলেন পুরুলিয়া 1 নম্বর ব্লকের ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিক তারক হালদার(land department officer stopped the sand theft by chasing the tractor)।

প্রশাসনিক কর্তার গাড়ি দেখে ট্রাক্টরটি পালিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সেই গাড়ির পেছনে ধাওয়া করেন ওই আধিকারিক । বেগতিক বুঝে চালক বালি ভর্তি ট্রাক্টরটিকে খালি করতে যাওয়ার সময় গাড়িটি উলটে যায় ।

এই বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে পুরুলিয়া 1 নম্বর ব্লকের ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিক তারক হালদার বলেন, "আমরা রুটিনমাফিক অভিযান চালানোর সময় তাকে ধরি ৷ কিন্তু চালক চলন্ত গাড়ি খালি করতে গিয়ে গাড়ি উলটে ফেলেন ৷ পুলিশ গাড়ির ইঞ্জিন আটক করলেও চালক পলাতক । আমরাও আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেব ।"

পুরুলিয়া 1 ও 2 নম্বর ব্লক যৌথভাবে এদিন অভিযান চালায়(purulia Sand smuggling)। গাড়িটিতে প্রায় 100 সিএফটি বালি ছিল ৷ একই পরিমাণ বালি ভর্তি একটি ট্রাক্টর এদিন কেতিকা এলাকায় বাজেয়াপ্ত করা হয়েছে বলেও জানান তারকবাবু । বেআইনি বালিপাচার রুখতে যে নিয়মিতভাবে অভিযান চালানো হবে তাও এদিন জানান ওই আধিকারিক ।

আরও পড়ুন : পাচার রোধে সরব হতেই পুরুলিয়ায় প্রতিবাদীকে হুমকি বালি মাফিয়াদের

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.